- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ওয়ান ডে অন আর্থ: সারা বিশ্বের মানুষের সহযোগিতায় নির্মিত চলচ্চিত্রের বিশ্বব্যাপী প্রদর্শন

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইতিহাস, চলচ্চিত্র, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি, সঙ্গীত
ওয়ান ডে অন আর্থ [1]

ওয়ান ডে অন আর্থ

২০১০ সালের অক্টোবরের ১০ তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনের পাঠানো ৩ হাজার ঘন্টার বেশি ফুটেজ নিয়ে ওইদিন নির্মিত হয়েছিল সহযোগিতামূলক চলচ্চিত্র ওয়ান ডে অন আর্থ [2]। ফুটেজে পৃথিবীর একদিনের বিচিত্র বিষয়, সংঘাত, বিয়োগান্তক ঘটনা, বিজয়োল্লাস ফুটে উঠেছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং জাতিসংঘের সহযোগিতায় পৃথিবীর প্রতিটি দেশে আগামী ২২ এপ্রিল ২০১২ সালে এই চলচ্চিত্রটির বিশ্বব্যাপী প্রদর্শনী [3] অনুষ্ঠিত হবে।

ওয়ান ডে অন আর্থ-এ পাঠানো ফুটেজ সংগ্রহশালা থেকে খোঁজা যাবে [4]

ওয়ান ডে অন আর্থ-এ পাঠানো ফুটেজ সংগ্রহশালা থেকে খোঁজা যাবে

২০১০ সালে অক্টোবরের ১০ তারিখ থেকে ২০১১ সালের নভেম্বরের ১১ তারিখ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সহযোগীদের ইন্টারঅ্যাকটিভ ম্যাপের মাধ্যমে পাঠানো ভিডিওগুলো আপনি ওয়ান ডে অন আর্থ চলচ্চিত্রের সংগ্রহশালা [4] থেকে দেখতে পারবেন। এই সংগ্রহশালা থেকে কিওয়ার্ড এবং ট্যাগের মাধ্যমেও ফুটেজ খুঁজে দেখা যাবে। আবার ম্যাপের ওপর বিভিন্ন ভিডিও গুচ্ছ থেকেও ব্রাউজ করে দেখা যাবে।

আপনি আপনার নিকটবর্তী কোনো স্থানে প্রদর্শনীর কাজে সহযোগিতা করে, প্রদর্শনীর জন্য এলাকার মনোনয়ন পাঠিয়ে অথবা অনুষ্ঠানের আয়োজক হয়ে বিশ্বব্যাপী প্রদর্শনীর কর্মযজ্ঞে অংশ নিতে পারেন। কিছু জায়গায় ভেন্যুর সাইজ ছোট হওয়ায় সহযোগীর সংখ্যা কম হতে পারে: প্রদর্শনী দেখার নিশ্চয়তা চাইলে, আপনি এই সাইটে [3]নিবন্ধন করতে পারেন।

নিচে ওয়ান ডে অন আর্থ চলচ্চিত্রের মুল ট্রেলার রয়েছে।