এই প্রবন্ধটি ইউরোপ সঙ্কট–এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
ভ্যালেন্সিয়ার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান লুইস ভিভেস-এ (#আইইএসলুইসভিভেস) ছাত্ররা ,মন্ত্রণালয়ের বাজেট কর্তন এবং সর্বোপরি শীতের সময় উত্তাপ সৃষ্টির সামগ্রীর অভাবের কারণে তাদের স্কুলে কম্বল নিয়ে আসার মত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের জন্য একত্রিত হয়। সরকারের প্রতিনিধি পাওলা সানচেজ ডে লিওন-এর নির্দেশনায় পুলিশের অযৌক্তিক হামলায় প্রতিষ্ঠানে অনেকগুলো উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে [স্প্যানিশ ভাষায়], যার ফলে দশ জন ছাত্রকে গ্রেফতারে মত ঘটনা ঘটে।
নীচে আমরা এই হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও উপস্থাপন করেছি, যে গুলো সামাজিক প্রচার মাধ্যমের ছড়িয়ে পড়েছে। ডিজিটাল প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, আরো একবার তথ্য প্রদান প্রদান, সংবাদ এবং বিতর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাধ্যম।
@15MayoValencia: #nofuisteniño si la policía te sacó de la inocencia a base de porra y pelotas de goma. Vergüenza #IESLluisVives valencia.democraciarealya.es/post/177037460…
(Nikone Le Fou) @NikoneCons: Policía golpeando a muchach@s de 12 a 16 años en Valencia ¡Difúndelo! #IESLluisVives
:
(David Rodrigo) @deivid87vlc: La diputada @monicaoltra también ha sido golpeada cuando se presento en la comisaria a preguntar por los 6 detenidos
#IESLluisvives
(Miguel Ángel Medina) @locodelpelorojo: Más de 5.000 personas piden en @actuable que el Sindic de Greuges investigue la carga policial en #IESLluisVives eskup.elpais.com/1329472559-838…
এই ঘটনার উপর আরো ছবি এখানে পাওয়া যাবে।
পেরিডেসিমো হুমানো, ঘটনার উপর তৈরি করা সরাসরি সংবাদ এখানে প্রদান করেছে।
এই প্রবন্ধটি ইউরোপ সঙ্কট–এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।