মালি: ছবিতে নাইজার নদী

মালির নাগরিক বুকারি কোনাটে গ্লোবাল ভয়েসেস এর সদস্য যিনি ডিজিটাল লিটারেসি প্রজেক্ট (ডিজিটাল শিক্ষা প্রকল্প) [ফরাসী ভাষায়]-এর অধীনে সম্প্রতি মালির ঐতিহ্যগত নৌকায় চড়ে গ্রামের বিভিন্ন স্কুল পরিদর্শন করেছেন। তার এই নৌকা ভ্রমণ, তাকে স্বদেশকে জানার এবং ২,৬০০ মাইল দীর্ঘ নাইজার নদীর নানা বৈশিষ্ট্য চিত্রিত করার এক সুযোগ করে দিয়েছে।

নাইজার হচ্ছে আফ্রিকার তৃতীয় বৃহত্তম নদী। আফ্রিকায় তার চেয়ে বড় দুটি নদী হল নীল এবং কঙ্গো নদী। দক্ষিণপূর্ব গিনির উচ্চভুমি থেকে এর উৎপত্তি। এই নদী, মালির ভেতরে দিয়ে অর্ধবৃত্তাকারে প্রবাহিত হয়ে, নাইজার এবং তারপরে নাজেরিয়ার ভেতর দিয়ে বয়ে গেছে, নাইজার বদ্বীপের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসমুদ্রে পতিত হয়েছে।

বুকারি কোনটে এবং তাঁর দলের-এর তোলা নাইজার নদীর কিছু দৃশ্যের ছবি এখানে তাদের অনুমতির মাধ্যমে পুনরায় পোস্ট করা হল। ফ্লিকারে ব্রিকোনচেল্লার একাউন্টে রাখা সেগুয়ো কানেকশন ফটো গ্যালারীতে আরো ছবি দেখতে পাওয়া যাবে।

মালির সেকেরোর তীরবর্তী এলাকা থেকে নাইজার নদীর একটি দৃশ্য

মালির সেকেরোর তীরবর্তী এলাকা থেকে নাইজার নদীর একটি দৃশ্য

নাইজার নদীর উপর মালির ঐতিহ্যবাহী নৌকা, যেটি এক বাজারে উদ্দেশ্য রওনা দিয়েছে

নাইজার নদীর উপর মালির ঐতিহ্যবাহী নৌকা, যেটি এক বাজারে উদ্দেশ্য রওনা দিয়েছে

নাইজার নদীর তীরে অউরা মোডি নামক এক গ্রাম; ছবিতে ঐতিহ্যবাহী ফুলা স্থাপত্যের নিদর্শন দেখা যাচ্ছে।

নাইজার নদীর তীরে অউরা মোডি নামক এক গ্রাম; ছবিতে ঐতিহ্যবাহী ফুলা স্থাপত্যের নিদর্শন দেখা যাচ্ছে।

ফুলা অঞ্চলের দেজাফ্রাবে নামক এলাকার মসজিদ

ফুলা অঞ্চলের দেজাফ্রাবে নামক এলাকার মসজিদ

ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য এক নারী নদী থেকে পানি নিয়ে যাচ্ছে

ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য এক নারী নদী থেকে পানি নিয়ে যাচ্ছে

এক জেলের ছেলে, বাণিজ্যের উপকরণ সরবরাহের উপাদান (নৌকা) দিয়ে খেলতে ভালবাসে
ইউনেস্কোর নৌকায় দুরদেশের জীবন

ইউনেস্কোর নৌকায় দুরদেশের জীবন

ঐতিহ্যবাহী মাথা ঢেকে রাখার পোশাকে নৌকার এক মাল্লা

ঐতিহ্যবাহী মাথা ঢেকে রাখার পোশাকে নৌকার এক মাল্লা

নাইজারের বুকে সন্ধ্যা নেমে আসায় একটি কোষা নৌকা (পিরোগ) ঘরে ফিরে যাচ্ছে

নাইজারের বুকে সন্ধ্যা নেমে আসায় একটি কোষা নৌকা (পিরোগ) ঘরে ফিরে যাচ্ছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .