লিবিয়া: উদযাপন–এর মধ্যে দিয়ে বিপ্লবের প্রথম বছর চিহ্নিত হল

এই প্রবন্ধটি লিবিয়া গণ জাগরণ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

লিবিয়ায় এখন এক উদযাপন চলছে, যা কিনা সেই বিপ্লবের প্রথম বার্ষিকীকে স্মরণ করে উদযাপিত হচ্ছে যে বিপ্লব মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাত করেছে। মুয়াম্মার গাদ্দাফি ৪২ বছর ধরে দেশটিকে শাসন করে আসছিলেন। নেট নাগরিকরা মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে উদযাপনের দৃশ্য এবং তাদের অনুভূতি তুলে ধরেছে।

লিবিয়ার নাগরিক হামজা মালেক উল্লেখ করেছে:

@ইবনেওমর ২০০৫:রিয়াল টক; আপনারা যারা লিবিয়ার নাগরিক না হয়েও, লিবিয়ার স্বাধীনতায় সমর্থন জানিয়েছিলেন, তাদেরকে ধন্যবাদ। আপনারাও এই সংগ্রামের এক অংশ ছিলেন #লিবিয়া

এবং এক অবিশ্বাসের সাথে তিনি যোগ করেছেন:

@ইবনেওমার২০০৫:আজ # লিবিয়ায়ার #বেনগাজিতে শুরু হওয়া প্রথম প্রতিবাদের বর্ষপূর্তি যা ঘটনাক্রমে #গাদ্দাফির শাসনকে উৎখাত করে। আমি এখনো তা বিশ্বাস করতে পারছি না।

লিবিয়ান এ্যাফেয়ার্স , এই বিপ্লবের, বিশেষ করে শুরুর দিনগুলোর তথ্য ছড়িয়ে দেবার জন্য শাবাব লিবিয়াকে ( লিবিয়ার তারুন্য) ধন্যবাদ জানিয়েছে

@ লিবিয়ানএ্যাফেয়ার্স:@শাবাবলিবিয়া, # ফেব১৭-এর শুরুর দিনগুলোতে, আপনাদের সুন্দর কাজের জন্য ধন্যবাদ! সে সময় এটি আমাদের জন্য # লিবিয়ার অভ্যন্তরের তথ্য পাওয়ার অন্যতম এক উৎস ছিল।

ফেব১৭লিবিয়া আমাদের স্মরণ দিচ্ছেন:

@ফেব১৭লিবিয়া: গাদ্দাফি আমাদের ইঁদুর বলে সম্বোধন করে, আমরা তাকে দেখিয়ে দিয়েছি আসল পুরুষ কাকে-#লিবিয়া, #ফেব১৭

এবং সিএনএন-এর সংবাদদাতা জোমানা কারাদাশেশ-এর সাথে যোগ করেছেন :

জোমানা সিএনএন:# ত্রিপোলির এই দৃশ্য বর্ণনা না করে আর পারছি না, শহরের চেহারা আগে আর কখনো এ রকম দেখিনি, আতশবাজি, রাস্তায় রাস্তায় মানুষের নাচ… এক অবিশ্বাস্য রাত! #লিবিয়া।

লিবিয়ান নামক নেট নাগরিক ত্রিপোলির আরেক ধরনের দৃশ্য সম্বন্ধে বর্ণনা করছে:

@ ত্রিপোলিতানিন : নাগরিকরা তাদের ছাদের উপর থেকে চকলেট ছুঁড়ে মারছে, কি এক দারুণ পরিবেশের সৃষ্টি হয়েছে ।#ত্রিপোলি #লিবিয়া #ফ্রেব১৭

আলির টুইল, ইউটিউবে ত্রিপোলির শহীদ চত্বরে ফানুস উড়িয়ে শুভেচ্ছা জানানোর এই ভিডিওটি প্রদর্শন করেছে:

আপনারা এই ভিডিওতে মানুষের করা মন্তব্য শুনতে পাবেন, আর মধ্যে গাড়ির হর্ণের আওয়াজও অর্ন্তভুক্ত।

এছাড়াও লিবিয়ান আক্রাম উদযাপনের এই ছবি ফ্লিকারে প্রদর্শন করেছে, যে ছবিতে দেখা যাচ্ছে আতশবাজির আলোয় উজ্জ্বল ত্রিপোলির আকাশ।

Fireworks in the skies of Tripoli to mark the revolution anniversary

বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ত্রিপোলির আকাশে আতশবাজী, ছবি ফ্লিকারের ফ্লাইংবার্ড-এর, অনুমতি গ্রহণের মাধ্যমে প্রকাশিত।

এদিকে এনপিআর-এর উচপদস্থ পরিকল্পনাবীদ এন্ডি কারভিন, যিনি বিপ্লবের সময় লিবিয়ার নেট নাগরিকদের কণ্ঠস্বর সবার কাছে পৌঁছে দিতে দারুণ কার্যকরী ভুমিকা পালন করেছিলেন, তিনি এখন বেনগাজিতে, তিনি উদযাপনকে নিজের হিসেবে গ্রহণ করেছেন।

তিনি টুইট করেছেন:

@একারভিন:দুরে বন্দুকের গুলি ছুঁড়ে তা উদযাপন করা হচ্ছে। গাড়ির হর্ণের শব্দ কানে প্রায় তালা লাগিয়ে দেবার উপক্রম করেছে।# বেনগাজি

এই প্রবন্ধটি লিবিয়া গণ জাগরণ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .