ভিডিও হাইলাইটস: ভিডিও এডভোকেসি এবং সাম্প্রতিক ঘটনাবলী

এই অধ্যায়ের লক্ষ্য হল গ্লোবাল ভয়েসেসের আকর্ষনীয় ও সাম্প্রতিক পোস্টগুলোর প্রদর্শনী করা যেখানে বিভিন্ন উপায়ে কীভাবে ভিডিওগুলো মানুষকে সারাবিশ্বজুড়ে তাদের গল্প বলতে সাহায্য করছে তা দেখানো হচ্ছে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে অঞ্চলভিত্তিক কার্যকলাপ অনুসরণ করতে পারেন।

ভিডিওর সাহায্যে এডভোকেসি

এই মাসে বেশ কয়েকটি গল্পের কেন্দ্র ছিল ভিডিওগুলো কিভাবে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে তাদের বার্তা আরো বেশি পাঠকের কাছে পৌঁছাতে সাহায্য করছে।

ভিডিও: আদিবাসীদের দ্বারা, আদিবাসীদের জন্যে অনলাইন মিডিয়া

ইন্টারন্যাশনাল ক্রাই আদিবাসীদের বিষয়ে ব্রাজিল, অস্ট্রেলিয়া, পানামা, মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর কেনিয়া, কলম্বিয়া এবং কঙ্গো ডেমোক্র্যাটিক রিপাবলিকের কিছু আদিবাসীদের তৈরী ১২টি সুপারিশকৃত ছায়াছবির একটি তালিকা পোস্ট করে।

মালয়েশিয়া: ভিডিওর সাহায্যে সংস্থার মানবাধিকার সমর্থন

কোমাস নামের একটি সংগঠন মালয়েশিয়ায় প্রতি বছর ভিডিও তথ্যচিত্রের একটি প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে। ২০১১ সালের তথ্যচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের একজন মালয়েশিয়ায় বিবাহ বিচ্ছেদ আক্রান্তদের কষ্ট ও বৈষম্যের উপর নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র হুরুফ জে-এর পরিচালক আফিক দীন। এই নারীরা যখন তাদের জীবন নিয়ে এগিয়ে যেতে চায়, সমাজ তাদের অবস্থার কারণে তাদেরকে দুরে ঠেলে দেয়, ঋণ, দারিদ্র্য এবং পিতাকে সন্তানদের আর্থিক দায়িত্ব নিতে বাধ্য করতে অক্ষম আইনি ব্যবস্থার মতো কয়েকটি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। চলচ্চিত্রটিতে কিছু ইংরেজি সাবটাইটেল এবং অডিও রয়েছে।

পশ্চিম পাপুয়া: ভিডিও মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের একটি ভিন্ন দিক।

পশ্চিম পাপুয়ার এক মহিলার কাছ থেকে ইন্দোনেশীয় এক সৈনিকের কাছে পাঠানো একটি ভিডিও চিঠিতে ঐ এলাকার আরো অনেক মহিলার গল্পের প্রতিফলিত হয়েছে। এখানে মহিলাটি একসময় তার গ্রামে থাকা সৈনিকটিকে তার মেয়ের কাছে লিখতে এবং দেখে যেতে অনুরোধ করেছে। এটি এখানে সাবটাইটেলসহ দেখা যাবে।

মঙ্গোলিয়া: খনি প্রকল্পগুলো যাযাবর পশুপালকদের জীবিকা ছাড়া করছে।

এই স্বল্পদৈর্ঘ্য ভিডিওটি বিভিন্ন কমিউনিটি ও জনগণের ওপর মঙ্গোলিয়ার দক্ষিণ গোবি মরুভূমিস্থ উখা খুদাগ কয়লা খনির কয়েকটি পরিবেশগত ও সামাজিক প্রভাব দেখাচ্ছে, যারা খনিটির কারণে তাদের জীবিকা হারিয়েছে।

ব্যাংকওয়াচের মধ্যএশিয়া কর্মকর্তা ভ্লাদলেনা মার্তসিনকেভিচ এই বিতর্কিত বিষয় এবং এর আর্থ-সামাজিক মূল্য সম্পর্কে বলেছেন:

আহরণমূলক শিল্প একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে খুব ভাল অবদান রাখতে এবং কাম্য কর্মসংস্থান ও আয় সৃষ্টিতে সক্ষম। একইভাবে খনি শিল্প পরিবেশ এবং স্থানীয় কমিউনিটির জীবিকার ওপর যথেষ্ট নেতিবাচক প্রভাব সম্বলিত অত্যন্ত সমস্যাসৃষ্টিকারী কার্যকলাপ। স্বল্পোন্নত গণতান্ত্রিক কাঠামো, প্রাতিষ্ঠানিক ক্ষমতার অভাব কিংবা শুধু দুর্নীতি আক্রান্ত দেশে ক্ষতি দ্রুতই বেসামাল হতে পারে। তারপর সুবিধাগুলো স্থানীয়দের পাশ কাটিয়ে শুধুই জড়িত কোম্পানিগুলোকে নয় উন্নত দেশগুলোকেও প্রযুক্তি এবং সম্পদ সমৃদ্ধ করতে পারে।

সাম্প্রতিক সংবাদ

কিউবা: পোপ-এর পরিদশর্নের কারণে পরিচ্ছন্নতা?

এল ক্যাফে কিউবানো রিপোর্ট করেছে, আগামী মাসে চতুর্দশ পোপ বেনেডিক্টের পরিদর্শনের সময় তার ভ্রমণসূচীর গন্তব্য কিউবার পৃষ্ঠপোষক সেইন্ট ব্যাসিলিকার কাছাকাছি বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে দ্বীপটিতে কিউবার জনগণের দুঃখ [ঢাকার] উদ্দেশ্যে ।

পানামা: আদিবাসী নেতাদের সরকারের সমালোচনা

পানামার নগবে বিউগলদের প্রথম মহিলা আদিবাসী নেত্রী সরকারের মুখোমুখি দাঁড়িয়ে তাদের অধিকারের প্রতি সম্মান দাবি করে প্রচার মাধ্যমে আলোড়ন তুলেছেন।

এতসব সঙ্কটের মধ্যেও একটি নাম আদিবাসী সংগ্রামের পতাকাবাহক হিসেবে আবির্ভূত হয়েছে। ক্যাসিক [তাইনো শব্দার্থ উপজাতীয় নেতা বা প্রধান] সিলভিয়া ক্যারেরা মহিলা হিসেবে এই পদে প্রথমবার নির্বাচিত হয়ে বর্তমান সরকারের মাইনিং পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন।

গত ৪ ফেব্রুয়ারি লাওরুগিতাকোলোকা‘র [স্প্যানিশ ভাষায়] ইউটিউবে আপলোড করা ওরগান ওয়াগুয়ার নিম্নোক্ত ভিডিওটিতে সংঘাতের সময় ক্যাসিককে একটি ডায়লগ শুরু করার চেষ্টা করতে দেখা যাচ্ছে:

মোজাম্বিক: সবাই মিউজিকাল মারাবেন্টা ট্রেনে!

পঞ্চম মারাবেন্টা উৎসব মোজাম্বিকে কিছুটা আনন্দ ছড়িয়েছে। এর অন্যতম একটি গুরুত্বপুর্ণ বিষয় মনে হয় মারাকিউনে একুস্টিক মিউজিকাল ট্রেন ভ্রমণ, যা উৎসবে মাতোয়ারাদের বিনামূল্যে নিয়ে যায় উৎসবের চূড়ান্তে- সারা রাতব্যাপী খোলা মাঠের কনসার্টে। নিচের ভিডিওটি আমাদেরকে জীবন্ত এই গান-বাজনার ট্রেনে নিয়ে যায়:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .