আরব বিশবঃ এ্যান্থনি শাদিদ-এর জন্য শোক

১৭ ফেব্রুয়ারি, ২০১২-তারিখের বেদনাদায়ক সংবাদটি হচ্ছে,নিউ ইয়র্ক টাইমসের মধ্য প্রাচ্য বিষয়ক সংবাদদাতা এ্যান্থনি মাত্র ৪৩ বছর বয়সে সিরিয়ায় মৃত্যু বরণ করেছে। সংবাদে জানা যায় যে ঘোড়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে এ রকম এক প্রচণ্ড হাঁপানির আক্রমণে তিনি মৃত্যু বরণ করেন। সারা বিশ্বের পাঠকদের কাছে-এ ছিল এক শোক সংবাদ।

শাদিদ, যে কিনা আমেরিকান-লেবানীজ বংশদ্ভুত নাগরিক, সে মধ্যপ্রাচ্যের উপর করা তার ভারসাম্যপূর্ণ সংবাদের কারনে সবার কাছে শ্রদ্ধেয় একজন ব্যক্তি ছিলেন এবং ২০০৪ এবং ২০০৮ সালে যথাক্রমে যুক্তরাষ্ট্রে ইরাক অভিযান এবং সেখানে চলমান সংঘর্ষের ঘটনার উপর সংবাদ প্রদান করে তিনি পুলিৎজার পুরষ্কার লাভ করেন। বিগত বছরগুলোতে তিনি মিশর, লিবিয়া ( যেখানে তিনি নিউ ইয়র্ক টাইমসের তাঁর তিন সহকর্মী সহ গ্রেফতার হয়েছিলেন) এবং খুব সম্প্রতি তিনি সিরিয়া থেকে সংবাদ প্রদান করে যাচ্ছিলেন।

Photo by Terissa Schor (CC-BY-SA 2.0)

ছবি ট্রেসিয়া স্কর-এর (সিসি বাই এস এ ২.০)

লেবাননের উদ্যোক্তা হাবিব হাদ্দাদ টুইট করেছে:

আজ এক প্রতিভাবানের মৃত্যুতে আমরা শোকার্ত! শান্তিতে ঘুমাও #এ্যান্থনিশাদিদ http://bit.ly/zohXFW

আনিসা হেলুয়, শাদিদের মৃত্যুতে শোকার্ত, তিনি বলছেন:

এ্যান্থনি শাদিদের জন্য প্রচণ্ড মন খারাপ লাগছে। তার প্রবন্ধগুলো আসলেই অসাধারণ ছিল এবং তিনি জনতা এবং পরিস্থিতি দুটোকে দারুণভাবে বুঝতে পারতেন। শান্তিতে ঘুমাও।

সাংবাদিক আহমেদ শাহিব এলদিন, যিনি এর আগে শাদিদের প্রতি তাঁর শ্রদ্ধার বিষয়টি টুইট করেছিলেন, তিনি মৃতের পরিবারে প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করেছেন:

আজ রাতে আমি এ্যান্থনির স্ত্রী নাদা বাকরির, তার ছেলেমেয়ের কথা এবং যে অবিশ্বাস্য এক বেদনাদায়ক শোকের মাঝে সবাইকে রেখে গেল, সেই ঘটনার কথা চিন্তা করতে করতে ঘুমাব।#এ্যান্থনিশাদিদ।

সৌদি আরবের মানবহিতৈষী মুনা আবুসুলাইমান একই আবেগ প্রদর্শন করেছে:

শাদিদ, যিনি সাংবাদিকতার এক আদর্শ উদাহরণ ছিলেন, তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল… @নাদাবাকরি, আপনার মত, সকল আরব-আমেরিকান তাদের একজনকে হারালো।

সাংবাদিক তামার এক ঘোবাসাইও এই আরব-আমেরিকান সম্প্রদায়ের কথা বলছেন, তিনি উল্লেখ করেছেন, শাদিদ, কয়েকজন স্বৈরশাসকের কাজকে কঠিন করে তুলেছিল, তিনি যোগ করেন:

এ্যান্থনি ছিলেন আমাদের প্রজন্মের সবচেয়ে প্রখ্যাত আরব-আমেরিকান এবং সে কোন ধরনের ব্রান্ড অথবা লক্ষ্য ছাড়াই তা অর্জন করেছে। কেবল মেধার জোরে তার এই অসাধারণ অর্জন।

শাদিদের কথা উল্লেখ করে কায়রো ভিত্তিক লেখক আশরাফ খালিল বিবৃতি প্রদান করেছেন:

আমরা সকলে তার মত হতে চাই, কিন্তু কোন ধরনের ঈর্ষা এবং ঘৃণা ছাড়া, কারণ সে এত ভাল এবং সে তার যোগ্য।

প্যালেস্টাইনের নাগরিক @ ফালাস্তিনি, শাদিদের বিষয়ে লিখেছে:

এ্যান্থনি শাদিদ–এর মৃত্যুর সংবাদ শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। মূলধারার অন্য সব সাংবাদিকদের সাথে সব সময় তার একটা পার্থক্য বজায় ছিল এবং সে ছিল এক অসাধারণ লেখক।

এবং সিরিয়া, যে দেশটি ছিল শাদিদের সর্বশেষ কর্মস্থল, সেখান থেকে @বিসিরিয়া খুব সাধারণ ভাবে লিখেছে:

আমি সত্যি জানি না ঠিক কি বলা উচিত। @ এ্যান্থনিশাদিদ, আপনাকে ধন্যবাদ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .