স্পেন: “আমাদের স্মৃতি জাগরূক, আমরা ন্যায়বিচার চাই”

স্পেনের ন্যাশনাল অডিয়েন্স ( জাতীয় শ্রবণকারী) ম্যাজিস্ট্রেট, বালতাজার গারজোন গিউরতেল মামলার বন্দি এবং তাদের আইনজীবীদের মধ্যে কথোপকথন রেকর্ড করার জন্যে বেআইনীভাবে ওয়্যারটেপ বসানোর আদেশ প্রদানের দায়ে অভিযুক্ত এবং আইন পেশা থেকে ১১ বছরের জন্যে বিরত [স্প্যানিশ ভাষায়] করা হয়েছে । এটি একটি সরকারী তহবিল আত্মসাৎ মামলা যার কারণে পপুলার পার্টির (বর্তমান সরকারের নেতৃত্বপ্রদানকারী ডানপন্থী দল) দুই ডজন সদস্য বরখাস্ত হয়েছে।

বিচারক গারজোন স্পেনীয় গৃহযুদ্ধ ও ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের সময়ে সংঘটিত অপরাধের তদন্তে তার কর্মদক্ষতার প্রতিশ্রুতি ব্যক্ত করার পর থেকে প্রতারণার দায়েও অভিযুক্ত; যে কারণে আন্তর্জাতিক মিডিয়া, রাজনীতিবিদ [স্প্যানিশ ভাষায়] এবং শত শত নাগরিক [স্প্যানিশ ভাষায়] রায়টিতে ক্ষুব্ধ ও মর্মাহত। গৃহযুদ্ধ ও ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের সময়ে সংঘটিত অপরাধগুলোর শাস্তি এখনো হয়নি।

বিচারক গারজোন নিজেই অভিযুক্তিটির নিন্দা জ্ঞাপন করেছেন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে: “আজকে আমাকে যে রায়টি জানানো হয়েছে আমি তা সজোরে প্রত্যাখ্যান করছি” [স্প্যানিশ ভাষায়], যা প্রকাশিত হয় তিনি তার বিরুদ্ধে রায়টি শোনার মিনিট কয়েক পরেই:

মামলাটির বিষয়ে সাবেক কংগ্রেসম্যান ফেদেরিকো মেয়র জারাগোজার সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছিল। [1]সংশ্লিষ্ট বিষয়ে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি যিনি সক্রিয়ভাবে সামাজিক আন্দোলন #১৫এম সমর্থন করছেন, আমরা তার সাক্ষাৎকারটি হুবহু তুলে ধরছি:

জনগণ, সংবাদমাধ্যম এবং এমনকি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এগারো বছরের জন্যে জাতীয় দর্শক ম্যাজিস্ট্রেট, বিচারক গারজোনকে অযোগ্য করার রায়টিকে বিশ্বাস করেনা। অল্প কথায়, দোষী সাব্যস্ত করার ব্যাপারে আপনি কি মনে করেন?

Lamentable. Como ya había manifestado en varias ocasiones, y hoy lo hago de nuevo, nunca he luchado en favor de un Estado de Derecho sino de un Estado de Justicia. Y el Derecho que permite que una entidad impresentable y antidemocrática acuse al Juez que logró descubrir sus turbios manejos, debe modificarse radicalmente y de forma apremiante

অনুশোচনার যোগ্য। ইতোমধ্যে আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি এবং আমি আবার বলছি যে আমি কখনো আইনের জন্যে লড়িনি, লড়েছি ন্যায়বিচারের জন্যে। যে আইন একটি অযোগ্য এবং গণতন্ত্রবিরোধী সত্তাকে তার বেআইনী ব্যবসা উন্মোচনকারী বিচারকটিকে অভিযুক্ত করার সুযোগ দেয়, সেটিরই পরিবর্তন হওয়া উচিৎ

আপনার কাছে কী ফ্রাঙ্কোর শাসন শেষ হয়ে যাওয়ার ৪০ বছর পরও এসময়ে সংঘটিত অপরাধগুলির জন্যে অন্যান্য দেশ যেমন জার্মানি, আর্জেন্টিনা, চিলি ইত্যাদির মতো কোন নিরপেক্ষ তদন্ত না খোলা যৌক্তিক মনে হয়?

Es totalmente ilógico. La memoria histórica es imprescindible para la auténtica democracia y dignidad de todos los ciudadanos sin exclusión. Es una vergüenza que se siga impidiendo conocer en profundidad lo que aconteció. Ayer los manifestantes que apoyaban a Garzón, coreaban “Tenemos memoria, queremos justicia”. Como no quieren que haya justicia, impiden que tengamos memoria.

এটা সম্পূর্ণ অযৌক্তিক। একটি খাঁটি গণতন্ত্র এবং কাউকে বাদ না দিয়ে সকল জনগণের আত্মমর্যাদার জন্যে একটি ঐতিহাসিক স্মৃতি জরুরী। যা ঘটেছে সে সম্পর্কে সত্যটিকে আড়াল করা বিব্রতকর। গতকাল গারজোন সমর্থক বিক্ষোভকারীরা স্লোগান ধরেছিল, “আমাদের স্মৃতি আছে, আমরা ন্যায়বিচার চাই”, যেহেতু তারা ন্যায়বিচার চান না, তাই তারা আমাদের স্মৃতিকে প্রতিরোধ করছেন।

বিচারক গারজোন যখন অগাস্তো পিনোশে (চিলির মৃত সাবেক স্বৈরশাসক) এবং চিলির শাসকগোষ্ঠীর অপরাধের বিরুদ্ধে মামলা করেছেন তখন অর্ধেক বিশ্ব তার প্রশংসা করেছে। এদেশে আমরা আমাদের অভ্যন্তরীণ অবিচার চোখে না দেখে বা দেখতে না চেয়ে কী বিদেশীদের প্রশংসা করি?

El Juez Garzón tiene ya un prestigio a escala mundial absolutamente insólito. He contemplado al mundo desde una atalaya que me permite hoy asegurar que el prestigio del Juez Baltasar Garzón en el mundo entero no se empañará por esta sórdida sentencia hispánica.

ইতোমধ্যে বিচারক গারজোন সারাবিশ্বে একটি সম্পূর্ণ অসাধারণ উচ্চতায় আরোহণ করেছেন। একটি সুউচ্চ স্থান থেকে বিশ্বকে দেখেছি বলে আমি নিশ্চয়তা দিচ্ছি যে বিচারক গারজোন বিশ্বখ্যাতি এই নোংরা স্পেনীয় রায়ে কলঙ্কিত হবে না।

এখানে আপনি মূল সাক্ষাৎকারটি পড়তে পারেন।

[1]

ফেদেরিকো মেয়র জারাগোজা, স্পেনীয় সরকারের (১৯৭৪-১৯৭৫) শিক্ষা এবং বিজ্ঞান বিষয়ক আন্ডার সেক্রেটারি, স্পেনীয় সংসদে (১৯৭৭-১৯৭৮) গ্রানাডা অঞ্চলের ইউসিডি প্রতিনিধি, সরকারের প্রেসিডেন্টের উপদেষ্টা (১৯৭৭-১৯৭৮), শিক্ষা এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষা মন্ত্রী (১৯৮১-১৯৮২) এবং ইউরোপীয় পার্লামেন্টে (১৯৮৭) সিডিএস প্রতিনিধি ছিলেন। সর্বশেষ তিনি ১৯৮৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইউনেস্কো মহাপরিচালক হিসেবে পরপর দু‘টি পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি শান্তির সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিশ্বের শিশুদের জন্যে একটি শান্তির সংস্কৃতি এবং অহিংসা প্রচারের জন্য আন্তর্জাতিক দশকের স্বেচ্ছাসেবী বোর্ডের একজন সদস্য

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .