চীনঃ সংস্কৃতি এবং জাতিত্বের চিত্র অঙ্কনের চিত্র

ঝাং শু ( নিক ইন দা হাউজ), উত্তরপূর্ব চীনের এক কমেডি ভ্লগার, সম্প্রতি তিনি ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং জাতিগত বিষয়ে গতানুগতিক ধারণার উপর নির্মিত একটি ভিডিও তার ভিডিও ব্লগে রাখেন, যা চীনের ভিন্ন এক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তৈরি করা হয়েছে।

বেশীর ভিডিও ইংরেজীতে নির্মিত, চীনা ভাষায় এর সাবটাইটেল প্রদান করা হয়েছে। ঝ্যাং–এর ভিডিও ভিন্ন ভিন্ন উচ্চারণ, পপ সংস্কৃতির উল্লেখ, এবং এতে নাটকীয় সঙ্গীত যুক্ত, যেখানে সে এতে হাস্যরসের সাথে, জাপান, কোরিয়া, ভারত, বৃটেন, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন জাতির একজন নাগরিকের চরিত্র চিত্রিত করার চেষ্টা করেছে, যারা অন্য দেশের নাগরিকদের কাছে নিজের দেশের সংস্কৃতি অথবা দেশকে তুলে ধরে।

এখনো আহত বোধ করছেন? মাত্র চারদিনে, নিকের এই ভিডিও ১৭,০০০ টি মন্তব্য লাভ করেছে এবং এটি ৫০০,০০০০ বার দেখা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .