- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সিঙ্গাপুর: রাজনীতিবিদের বহিষ্কারে উপনির্বাচন

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, সিঙ্গাপুর, তাজা খবর, নাগরিক মাধ্যম, নির্বাচন

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার কারণে বিরোধীদল সিঙ্গাপুর ওয়ার্কার্স পার্টি ইঅ শিন লিয়ংকে দল থেকে বহিষ্কার [1] করায় এক সদস্যবিশিষ্ট নির্বাচনী এলাকা হুগাং-এ উপনির্বাচন-এর মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অভিযোগটি সামলানোর ব্যাপারে বিশেষ করে একটি গুজবেরও কোনো প্রতিক্রিয়া না জানাতে বা পদক্ষেপ নিতে অস্বীকার করায় ইঅ এবং পার্টি উভয়ে আগে থেকেই সমালোচিত [2]। ওয়ার্কার্স পার্টি ইঅ‘কে বহিষ্কারের একটি কারণ হিসেবে তার মধ্যে দায়বদ্ধতার অভাবকে উল্লেখ করেছে।

শিন লিয়ংকে ব্যক্তিগত জীবনের বিভিন্নরকম অবিমৃষ্যকারিতার দায়ে অভিযুক্ত করা হয়েছে। দল এবং জনগণ, বিশেষ করে হুগাং-এর অধিবাসীদের প্রতি দায়বদ্ধ না থেকে তিনি দল এবং জনগণের বিশ্বাস, আস্থা ও প্রত্যাশা ভঙ্গ করেছেন।

যে দেশের নাগরিকরা খুব কমই ভোট (প্রতিদ্বন্দ্বিতা না করার কারণে) প্রদানের একটি সুযোগ পান, সেখানে পরপর অনেকগুলো নির্বাচন – ২০১১-এর সাধারণ নির্বাচন [3], ২০১১ রাষ্ট্রপতি নির্বাচন [4] এবং বর্তমানের আসন্ন উপনির্বাচন – খুবই উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। টুইটারে দ্রুত প্রতিক্রিয়া এসেছে #হুগাংবাই ইলেকশন [5] (হুগাং উপনির্বাচন) হ্যাশট্যাগ ব্যবহার করে আসন্ন হুগাং নির্বাচনে প্রতিযোগিতার ব্যাপারে অনেক সিঙ্গাপুরীর আলোচনার কারণে ।

@রিয়ালসিঙ্গাপুরিয়ান: কল্পনা করুন পুরো সিঙ্গাপুরই যদি #হুগাংবাইইলেকশন-এর জন্যে ভোট করতে যায়, তাহলে আমরা সত্যিই দেখতে পাই আসলে কতজন লোক পিপলস এ্যাকশন পার্টিকে (সিঙ্গাপুর এর ক্ষমতাসীন দল) সমর্থন করেন।

@এ্যাডেসাবরিনা [6]:আমার মনে হচ্ছে আমি একটি পার্টিতে অনেক শ্যাম্পেনের বোতল খোলার আওয়াজ শুনতে পাচ্ছি। #হুগাংবাইইলেকশন

@টক্কক্ [7]:আমি ইতোমধ্যে পিপলস এ্যাকশন পার্টির ইঅ শিন লিয়ং বিষয়ক দশটি কটুক্তি ভেবে বের করেছি যা তারা ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে ২০১৬ সালের নির্বাচনে ব্যবহার করতে পারেন।#হুগাংবাইইলেকশন

@ইই_জাস্টিন [8]:ওয়ার্কার্স পার্টি বনাম পিএপি, আশা করি অন্য কোন পক্ষ না এসে আবার ভোটকে প্রভাবিত করে। বজ্র কী দু‘বার আঘাত করে? #হুগাংবাইইলেকশন

এসজিপলিটিক্সের এনজি ই-জে তার ফেসবুকের পাতায় ওয়ার্কার্স পার্টির পদক্ষেপের প্রশংসা করেন [9]::

৪ দিন আগে, আমি বলেছিলাম হয় ইঅর নিজেকে পরিষ্কার অথবা অবশ্যই পদত্যাগ করা উচিত। যেহেতু তিনি কোনটিই করেননি, ওয়ার্কার্স পার্টি তাকে বরখাস্ত করে ঠিক কাজটিই করেছে। আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্যে ওয়ার্কার্স পার্টির প্রশংসা করি। সাহসিকতা, দূরদর্শিতা এবং সততাপুর্ণ এই গুরুত্বপুর্ণ কাজটির কারণেই শেষ পর্যন্ত এই কুৎসিৎ পর্বের পরিসমাপ্তি ঘটেছে। জয়তু ওয়ার্কার্স পার্টি।

তারপরও, শুধুমাত্র দায়বদ্ধতা এবং স্বচ্ছতার জন্যেই যে এই পদক্ষেপটি নেয়া হয়েছে- অনেকেই তা মনে করেন না:

@সিথাম [10]:ব্যক্তিগত জীবনের ব্যাখ্যা না দেয়ার কারণে কাউকে বরখাস্ত করা হল রাজনৈতিক ব্যবহারিকতা এবং গুজবের সত্যতা মেনে নেয়া, দায়বদ্ধতা নয়