আজ ভালবাসা দিবস! যদিও আরব বিশ্বের একটা বৃহৎ অংশে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, তারপরেও সেখানে এই দিবসটি বিস্মৃত হয়নি।
সংযুক্ত আরব আমিরাত থেকে ইয়াসের হারেব টুইট করেছে
ইয়াসেরহারেব: আমি এই সব ভালবাসা দিবসে বিশ্বাস করি না। সত্যিকারে ভালবাসার জন্য কোন দিবসের প্রয়োজন নেই,সত্যিকারে ভালবাসাই নিজেই নিজেকে প্রকাশ করে#ভ্যালেন্টাইন
সৌদি আরব, যেখানে ভালবাসা দিবসের সকল প্রকার উদযাপন নিষিদ্ধ, সেখান থেকে আবদুল্লাহ আল রাশেদ লিখেছে [আরবী ভাষায়]:
এবং রামু সালাম রসিকতা করেছে:
@রামিসালামে: হে সৌদি আরবের টুইটারকারীরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আগামীকাল ভালবাসা দিবসে আমরা কি লাল মাংস খাওয়া থেকে বিরত থাকব?
আইয়াদ জোয়দে ব্যাখ্যা করছে কেন, সৌদি আরবে এই ধরণের প্রশ্ন বাস্তবসম্মত। সে টুইট করেছে:
@ইয়াদজে:ভালবাসা দিবস, যে দিন সৌদি আরবের নাগরিক বিশেষ এক রঙের পোশাক পড়লে তাদের জেলে যেতে হতে পারে
এদিকে সুলতান এ্যাঙ্গারি স্মরণ করেছেন যে [আরবি ভাষায়]:
সৌদি আরবে ভালবাসা দিবসের সকল প্রকার উদযাপন নিষিদ্ধ। ভালবাসা দিবসে নৈতিকতা রক্ষা এবং পাপ প্রতিরোধের জন্য রাস্তার ধারের দোকানগুলোতে হামলা চালানোর জন্য এক কুখ্যাত কমিশন রয়েছে, যারা সেদিন দোকানদারদের, লাল গোলাপ, হৃদয়ের প্রতীক, বেলুন এবং কিছু মোড়ানোর জন্য লাল কাগজের ব্যবহার সহ ভালবাসার সকল প্রকার প্রতীক সরিয়ে নিতে বাধ্য করে।

মিশরীয় নাগরিক নারমিন ইদ্রিস তাঁর লাল গাড়ির মাঝে এক হৃদয়ের প্রতীক খুঁজে পায়। ছবির কৃতিত্ব নারমিন ইদ্রিসের, টুইটারে ছবিটি প্রদর্শিত হয়েছে।
@নারিমানইদ্রিস: কেউ একজন আমার গাড়ির মধ্যে একটা হৃদয়ের চিহ্ন আঁকার সিদ্ধান্ত গ্রহণ করেছে 😀
এদিকে বাহরাইনে আজ ব্যাপক গণবিক্ষোভের সূচনার এক বছর পূর্তি, এটি তথাকথিত আরব বসন্তের ধারায় শুরু হয়, যা তিউনিশিয়া, মিশর, লিবিয়া, সিরিয়াকে এবং ইয়েমেনের মত কিছু রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়ে গেছে।
সেখানে, ব্লগার মাহমুদ আল ইউসুফ, আজকে বিকেলে মানবাধিকার কর্মী নাবিল রাজের আটকাদেশের বিষয়ে মন্তব্য করেছে, তিনি বলেন:
@মাহমোদ:# ফ্রিনাবিল, এই চমৎকার ভালবাসা দিবসে বাহরাইনের টুইটে আরেকটি হ্যাশট্যাগ যুক্ত হল। @ নাবিলরাজব
অনেকটা অপ্রথাগত ভাবে গঠিত আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ এ্যানোনিমাস একই সাথে বাহরাইনের জন্য একটা উপহার প্রদান করেছে। মাবাধিকার কর্মী মারিয়াম আল খাওয়াজা এই বিষয়ে টুইট করেছে:
@মারিয়ামআলখাওয়াজা: শুভ #ভ্যালেন্টাইন ডে” এ্যানোনিমাস সেই সব কন্ট্রাক্টরদের সাইট হ্যাক করে ফেলেছে, যারা বাহরাইনের সরকারের সাথে কাজ করে# ফেব১৪
এবং সবশেষে, মিশরে ফিরে আসা যাক, যেখানে মোহাম্মদ এল দাহশান হয়ত বিপদে পড়তে যাচ্ছেন। তিনি দাবী করেন:
@এলদাহশান: হ্যাঁ! আমি সারাদিন ভালবাসা দিবস নিয়ে কোন কথা না বলে কাটাতে সক্ষম হই… ওহ, এটা খুব বাজে ঘটনা হল।