- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আর্জেন্টিনা: সংগীতশিল্পী লুইস আলবার্তো স্পিনেত্তার জীবনাবসান

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, আর্জেন্টিনা, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

অসুস্থতার কারণে গত ৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার খ্যাতিমান রক সংগীতশিল্পী লুইস আলবার্তো স্পিনেত্তা [1] (‍”এল ফ্ল্যাকো” ) মারা গেছেন। তার ফুসফুসে ক্যান্সার হয়েছিল। ২০১১ সালের জুলাই মাসে তার ক্যান্সার ধরা পড়ে। তবে, সবাই তার ক্যান্সার হওয়ার খবর জানতে পারে ওই বছরের শেষদিকে, তিনি যখন তার ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগাপ্লুত চিঠি [2]লিখেন। চিঠির শুরুটা ছিল এমন:


Buenos Aires. Diciembre 23, 2011. Mi nombre es Luis Alberto Spinetta. Tengo 61 años y soy músico. Desde el mes de julio sé que tengo cáncer de pulmón. Estoy muy cuidado por una familia amorosa, por los amigos del alma, y por los mejores médicos que tenemos en el país. Ante el aluvión de información inexacta, quiero aclarar públicamente las condiciones de mi estado de salud. Me encuentro muy bien, en pleno tratamiento hacia una curación definitiva. […]

বুয়েন্স আয়ার্স, ডিসেম্বর ২৩, ২০১১। আমার নাম লুইস আলবার্তো স্পিনেত্তা। বয়স ৬১। সংগীতশিল্পী। গত জুলাইয়ে আমি জানতে পারি আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে। আমার পরিবার, আমার খুব কাছের বন্ধুজন, আমার দেশের সেরা ডাক্তাররা আমার দেখভাল এবং অসুখের পরিচর্যা করছেন। আমার স্বাস্থ্যসমস্যা নিয়ে কেউ যাতে বিভ্রান্তিতে না পড়েন, সেজন্য আমি আমার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সবাইকে জানিয়ে রাখছি। আমি এখন ভালো বোধ করছি। পূর্ণ চিকিৎসাসেবায় আমি অবশ্যই ভালো হয়ে উঠবো। […]
[3]

লুইস আলবার্তো স্পিনেত্তার ছবি তুলেছেন ফাকুন্ডো এম নিভোলো। ছবিটি ক্রিয়েটিভ কমনস লাইসেন্স অ্যাট্রিবিউশন নন-কমার্শিয়াল নোডিরাইভস ২.০ জেনেরিক (সিসি বিওয়াই-এনসি-এনডি ২.০) এর আওতায় প্রকাশিত।

জানুয়ারি মাসে স্পিনেত্তা একটা সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হন। ডাক্তাররা তার দেহে ইনটেস্টিনাল পারফোরেশন ডিউ টু ডাইভারটিকুলিটিস নামের একটি শৈলচিকিৎসা করেন। এই চিকিৎসা অবশ্য ক্যান্সারের সাথে সম্পর্কিত ছিল না। ২৫ দিন হাসপাতালে থেকে ৩০ জানুয়ারি তিনি বাসায় ফেরেন [4] ।

এর মাত্র এক সপ্তাহ পরে, ফেব্রুয়ারির ৮ তারিখে “এল ফ্ল্যাকো” নিজ বাড়িতে মারা যান। আর্জেন্টিনার পত্রিকা টেলাম জানিয়েছে [5], মারা যাওয়ার সময়ে ছেলেমেয়েরা: দান্তে, ক্যাটরিনা, ভ্যালেন্টিনো এবং ভেরা তার পাশে ছিলেন।

মারা যাওয়ার পরক্ষণেই তার ছেলেমেয়েরা সামাজিক যোগাযোগ সাইট টুইটারে আবেগমত্থিত, বিষাদময় বার্তা ছড়িয়ে দেয় [6] [অনুবাদকের নোট: টুইটারের সব লিংকই স্প্যানিশ ভাষায়]।

দান্তে (@দান্তেস্পিনেত্তার [7]) টুইটটি ছিল খুবই ছোট, তবে গভীর। সে লিখে [8] (স্প্যানিশে):

Te amo por siempre Papá.

বাবা, আমি তোমাকে সারাজীবন ভালোবাসবো।

ভ্যালেন্টিনো (@লীভা_ [9]) তার টুইটারে পোস্ট [10](স্প্যানিশ ভাষায়) করেন:

T amo papá, siempre vas a estar en mi alma y mi corazón.

বাবা, আমি তোমাকে ভালোবাসি। তুমি সবসময়ই আমার হৃদয়ে থাকবে।

ক্যাটেরিনা (@ক্যাটাস্পিনেত্তা [11]) তার বাবার একটা উদ্বৃতি দিয়ে টুইট [12](স্প্যানিশ) করে:

‘No habrá un destino incierto, ni habrá distancia que pueda alejarme de ti…’ Amor eterno a mi Padre♥

‘সেখানে কোনো অনিশ্চয়তা নেই, নেই আমার কাছ থেকে তোমাকে দূরে রাখার মতো দূরত্ব’, বাবার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। ♥

সামাজিক যোগাযোগ সাইটে প্রতিক্রিয়া

#শাউফ্ল্যাকো [13](গুডবাই ফ্ল্যাকো) খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় বিষয়ে পরিণত হয়। আর্জেন্টিনার রক সংগীতশিল্পীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের অধিকারী স্পিনেত্তার মৃত্যুতে যারা যারা শ্রদ্ধা জ্ঞাপন করে টুইট করেছেন, সেগুলো এখানে জড়ো করা হয়েছে:

টুইটার ব্যবহারকারী পাউলো ক্যাস্ট্রোর (@_পাউক্যাস্ট্রো) ভাবনা [14] হলো:

La tristeza de decir #chauflaco .. Gracias x tanta poesia!

দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে #শাউফ্ল্যাকো… বেশি বেশি কাব্যপণার জন্য ধন্যবাদ।

প্রযুক্তি বিষয়ক লেখক ফেদেরিকো উয়িমেয়ার (@উয়িমেয়ার) স্পিনেত্তার একটা গীতিকবিতা স্মরণ [15] করেছেন:

“Si no canto lo que siento me voy a morir por dentro” #ChauFlaco

“আমি যদি গান গাইতে না পারি, আমি অনুভব করি, আমি মৃত্যুর দিকে যাচ্ছি” #শাউফ্ল্যাকো

পাবলো ফারিইয়া (@পাবলোফারিইয়া) শোক প্রকাশ [16]করেছেন:

Murió el mejor músico argentino. El que más voy a extrañar. Barro tal vez, flaco. #ChauFlaco

আর্জেন্টিনার সেরা সংগীতশিল্পী মারা গেছেন। আমি তার শূন্যতা সবসময়ই অনুভব করবো। বার্রো তাল ভেজ, ফ্ল্যাকো (স্পিনেত্তার একটা গানের লাইন বিশেষ [17])  #শাউফ্ল্যাকো

টুইটার ব্যবহারকারী ব্রুনো ভাক্কোট্টি (@পেজট্রিসোজোস) স্পিনেত্তার একটি জনপ্রিয় অনুভূতির টুকরো উদ্বৃত [18] করেছেন:

“La gente está incluida en el alma. Yo soy toda la gente” #elflaco dixit. Por eso hoy, todos morimos un poco. #chauflaco

“জনগণ তোমার আত্মার অংশ। তাই আমিই সকল জনগণ।” দারুণ বলেছিলে #এলফ্ল্যাকো। তাই আজ আমরা সবাই একটু হলেও মারা গেছি। #শাউফ্ল্যাকো

পাউলো জুয়েইরিয়া (@পাউ_আপিচেলা) এ সম্পর্কে একটি ঘটনার [19]উল্লেখ করেছেন:

Mama entra llorando a mi cuarto y me dice: Porque no me contaste que murió Spinetta ? #chauflaco

আম্মা কাঁদতে কাঁদতে আমার রুমে এসে বললো: স্পিনেত্তা মারা গেছে, আমাকে বলোনি কেন তুমি? #শাউফ্ল্যাকো

টুইটার ব্যবহারকারী সেসিলিয়া অ্যান টোশ (@_সেসিলিয়াঅ্যান) মন্তব্য [20]করেছেন:

Por qué se puede estar acongojado por la muerte de alguien que no conociste? Porque su obra enriqueció tu ser. #ChauFlaco

কারো মৃত্যু আপনাকে দুঃখ দিতে পারে, তা কি আপনি জানেন? কারণ তার কাজ আপনার আত্মাকে সমৃদ্ধ করেছে।

#শাউফ্ল্যাক

লুইস আলবার্তো স্পিনেত্তাকে আর্জেন্টিনার সংগীত শিল্পের একজন খ্যাতিমান প্রতিনিধি বিবেচনা করে সামনের দিন কিংবা সপ্তাহগুলোতে নেটিজেনদের কাছ থেকে বার্তা আসার [13] পরিমাণ কমবে বলে মনে হয় না। এখন এই বক্তব্য দেয়াই যায় যে, তার অসাধারণ কাজ অনেক সংগীতশিল্পীকে অনুপ্রেরণা যোগাবে। তাছাড়া তার সংগীতগুলো আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকার সংস্কৃতির অংশ বলে বিবেচিত হবে।

“তুমি যেখানেই যাও কিংবা থাকো, এটা সবসময়ের জন্যই সত্য।”