হংকং, চীন: স্ব-চালিত আন্তঃসীমান্ত সফরে ভয় এবং ক্ষোভ

সাম্প্রতিক মাসগুলোতে হংকং এবং মূল ভূখণ্ড- চীনের মধ্যে চাপা উত্তেজনা হঠাৎ বেড়ে উঠেছেট্রেনে ধস্তাধস্তির মতো ছোট ছোট বিবাদ উন্মত্ততা সৃষ্টি করলেও, নাগরিক আলোচনা ছাড়াই হংকং এবং গুয়াংডং সরকার স্বাক্ষরিত একটি স্ব-চালিত আন্তঃসীমান্ত সফর প্রকল্পের সাম্প্রতিক প্রচলনই হংকং-এর জনগণের মধ্যে সামাজিক আতংক এবং ক্ষোভের সঞ্চার করেছে। এমনকি কিছু নেটিজেন হংকং-এর পরিস্থিতিটিকে বিচ্ছিন্নতাবাদ ও অবদমনে পর্যবসিত জাতিগত সংঘাত দুষ্ট তিব্বত এবং জিনজিয়াঙের সাথে তুলনা করেছেন।

ফেসবুকে ১৩০বারের বেশি শেয়ার করা নিচের ছবিটি সম্প্রতি তিব্বতে গৃহীত একটি ছবির পুনর্গঠন। সামরিক গাড়ির উপর লেখা মূল স্লোগানটি ছিল “চীনা হান এবং তিব্বতিরা একই পরিবার” (汉藏 一家 亲। তিব্বতে কেন্দ্রীয় সরকারের নীতিকে সামরিক বাহিনী দ্বারা একত্রিত “পরিবার” বলে উপহাস করার জন্যে মাইক্রো ব্লগের মাধ্যমে এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া হয়েছিল। ছবিটির হংকং সংস্করণটি তৈরি করেছিল এক বিখ্যাত ব্লগার, কে ল্যাম এন্ড ফোকগাই রিমিক্স টিম। ছবির পটভূমি হংকং-এর ব্যস্ততম বাণিজ্যিক জেলা কজওয়ে বে এবং সামরিক গাড়িটির উপরের স্লোগানটি পরিবর্তিত হয়ে হয়েছে “চীন এবং হংকং এক পরিবার “(中 港 一家 亲)।

‎ছবিটির শিরোনাম বলছে [চীনা ভাষায়]:

2015 年 SOGO 門口.自駕遊 X 中港一家親幻想圖(來自 2012 年駐西藏的解放軍車)

২০১৫ সালে সোগোর সামনে তোলা। ‘স্ব-চালিত আন্তঃসীমান্ত সফর’ এবং ‘চীন ও হংকং একই পরিবার’-এর একটি কল্পিত ছবি।

ছবিটি, মূল চীনা ভূখণ্ড থেকে আসা প্রাইভেট কারগুলোকে স্থানীয় লাইসেন্স ছাড়াই হংকং-এ ঢুকতে দেয়া সদ্যঘোষিত “স্ব-চালিত সফর” প্রকল্পের প্রতি একটি বিদ্রুপ। বে এলাকার এক ব্যবহারকারী ইনমিডিয়াএইচকে-তে প্রকল্পটির পটভূমি ব্যাখ্যা করে একটি নিবন্ধ পোস্ট [চীনা ভাষায়] করেছে:

近日驚見到沒有港人看的左報新聞,原來林瑞麟及鄭汝樺已在毫無諮詢的情況下私自與大陸簽訂了「私家車自由行」的條款,未來三月內地私家車就可直入市區,橫衝直撞每個角落,意象可怖。我們可以預視到,深圳廣州現時的交通文化,將會嚴重衝擊全港的交通系統:我們香港第一個小悅悅亦將會很快誕生。

সম্প্রতি হংকং মানুষ বেইজিংপন্থী সংবাদপত্র সংবাদে বিস্মিত হয় যে স্টিফেন লাম [হংকং সরকারের মুখ্য সচিব] এবং ইভা চেং [পরিবহণ এবং হাউজিং ব্যুরোর প্রধান] মূল চীনা ভূখণ্ডের সরকারের সঙ্গে একটি “বেসরকারী যান সফরের পরিকল্পনা” চুক্তি স্বাক্ষর করেছে। তিন মাসের মধ্যেই, মূল চীন ভূখণ্ড থেকে আসা ব্যক্তিগত যানবাহন পূর্ণ গতিতে শহরের মধ্যে এর প্রতিটি প্রান্তে যেতে পারবে। এধরনের দৃশ্যের চিন্তাই ভয়ঙ্কর। প্রদর্শন করা হবে: আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি সেনঝেন এবং গুয়াংঝো থেকে আসা ড্রাইভিং সংস্কৃতি আমাদের পরিবহণ ব্যবস্থাকে পিষ্ট করবে: শীঘ্রই জিয়াও ইউয়ে ইউয়েকেও [গুয়াংঝোতে চালকের গাড়ির আঘাতে ও চাপায় নিহত একটি কন্যাশিশু] হংকং-এ দেখা দিবে।

ডিকশনারি অফ পলিটিকাল ইনকারেক্ট হংকং ক্যানটোনীজ, ফেসবুক ব্যবহারকারীদের কিছু আলোচনা অনুবাদ করেছে:

চ্যান: ব্যক্তিগত সফরের পরিকল্পনা যথেষ্ট নয়, এমনকি সেখানে স্ব-চালিত সফর হবে … আমাকে বোকা বনিয়ো না! মূল ভূখণ্ডের চালকেরা নিয়ম মানে না। আমি যখন চীনে ছিলাম আমি রাস্তা পেরোতে সাহস করতাম না। তাদের চালানোর দক্ষতা এবং হংকং-এর রাস্তার সঙ্গে অপরিচিতির কারণে আমার ভয় হয় ট্র্যাফিক দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাবে।

সে লা ভী: জনসংখ্যা ঘনত্ব, রাস্তার ব্যবহার, পার্কিং, ড্রাইভিং মনোভাব, পরিবেশগত সমস্যা, আইন প্রয়োগের সমস্যা, জীবনের ঝুঁকি নেয়ার সমস্যা … এরকম অনেক সমস্যা। কেন স্ব-চালিত সফর বাস্তবায়ন করতে হবে? পাগল নাকি?

সবারই হংকং-এর অবশিষ্ট স্বাধীনতা রক্ষা করা উচিত। বামহাতি এবং ডানহাতি গাড়ি চালনা অনেক নিরপরাধ নাগরিকের ক্ষতি করবে। এছাড়া মূল ভূখণ্ড- চীনের বেপরোয়া চালকরা সত্যিকারভাবেই অনেককে ভয়ে কাঁপাবে। হংকং নাগরিকদের তাতে আপত্তি জানাতে হবে। দয়া করে সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন!

সড়ক নিরাপত্তা, বায়ু দূষণ আর ট্রাফিক জ্যাম ছাড়াও জনগণ টেবিলের নিচ দিয়ে তৈরি আন্তঃসীমান্ত নীতির ব্যাপারেও ক্ষুদ্ধ। ভূমি ন্যায় লীগের মতো সামাজিক ন্যায় এবং গণতন্ত্র সমর্থক একটি নাগরিক গ্রুপ বলেছে:

中港跨境政策一直是本地政治團體和社會運動鞭長莫及的「黑洞」,整套操作完全排斥市民﹝其實是兩地人民﹞,甚至是立法會的參與。由議題設定、研究、制訂政策,市民全不知情,無從過問,每次都是見到曾蔭權或唐英年或林瑞麟與國內官員排排企簽約,市民才透過愈來愈麻木的主流記者得悉,「阿爺又俾著數啦/中央又挺港啦」。

আন্তঃসীমান্ত নীতি একটি “কৃষ্ণ গহ্বর”-এর মতো এবং এই প্রক্রিয়াটির মধ্যে স্থানীয় রাজনৈতিক দল ও সুশীল সমাজের কোনো বক্তব্য থাকে না। এই সমঝোতায় সমস্ত নাগরিকদের – হংকং এবং মূল চীনা ভূখণ্ড, উভয় নাগরিকদের বাদ দেয়া হয়েছে। এমনকি আইন পর্ষদও এই আলোচনায় অংশ নিতে পারবে না। তাদের আলোচ্যসূচি এবং বিবেচনাগুলো জানারও কোন উপায় নেই আমাদের। কেবল মূলধারার মিডিয়া যখন মূলভূখন্ডের কর্মকর্তাদের সঙ্গে স্টিফেন লামের ডোনাল্ড সাং-এর চুক্তি স্বাক্ষর সম্পর্কে বলে, আমরা জানি যে “দাদু [কেন্দ্রীয় সরকার অর্থে] আবার হংকংকে নীতিগত সুবিধা দিচ্ছেন”।

我們每次都是看人家在簽我們的條約,我們從來沒有一次屬於香港人的、可以引以自豪的「簽約儀式」。香港這個不斷「被簽約」的命運共同體要自主,第一步是要離開、違背、拒絕、撕毀綑綁着我們的條約、協議和遊戲規則…

তারা আমাদের জন্য এইসব চুক্তি স্বাক্ষর করছেন, কিন্তু চুক্তিগুলো হংকং-এর জনগণের নয়। এখানে গৌরব করার কিছুই নেই। হংকং-এর এসব “অসম চুক্তি” থেকে মুক্তি পাওয়া প্রয়োজন, যার প্রথম ধাপ হলো আমাদেরকে অসম সম্পর্কের ফাঁদে ফেলা এসব চুক্তি, সমঝোতা এবং রাজনৈতিক খেলা থেকে সরে যাওয়া, প্রত্যাখ্যান করা এবং ছিঁড়ে ফেলা। …

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .