পানামঃ এক খনি প্রকল্পের প্রতিবাদে আদিবাসী জনতা প্যান-আমেরিকান মহাসড়ক বন্ধ করে রেখেছে

Todo lo acordado con los indígenas ha sido cumplido. Ahora elementos foráneos desean que no haya hidroeléctricas. Eso hará triplicar la luz

আদিবাসী জনতাকে প্রদান করা প্রতিশ্রুতির সবটাই পুরন করা হয়েছে। এখন বিদেশী সামগ্রী সেখানে জলবিদ্যুৎ চায় না। এটি আলোর পরিমাণ তিনগুণ বাড়িয়ে দেবে।

রাস্তা বন্ধের ঘটনা পঞ্চম দিনে পা-দেবার ফলে ৩ ফ্রেব্রুয়ারি ২০১২-তারিখে এভাবে রাষ্ট্রপতি রিকার্ডো মার্টিনেলী তাঁর টুইটার একাউন্টে (@আর মার্টিনেলী) [স্প্যানিশ ভাষায়] নিজের অজুহাত তুলে ধরেন। চিরিকি প্রদেশের নাগাবেস বুগ্লেস অঞ্চলের আদিবাসীরা তাদের দাবী আদায়ের জন্য প্যান-আমেরিকান মহাসড়ক বন্ধ করে দেয়, যা অত্র এলাকার খনির বিষয়ে সরকারের মেনে নেওয়ার শর্ত সময়সীমার চুড়ান্ত বছরে পদার্পন করেছে

রাস্তা বন্ধের এই ঘটনায় লক্ষ লক্ষ ডলার ক্ষতি হচ্ছে, কারণ এটাই দেশটির মূল পরিবহণ সড়ক। এই ঘটনার ফলে শত শত মানুষ একজায়গায় আটকে পড়ে, যারা ফলে তাদের খাদ্য এবং পানির সমস্যা দেখা দেয়। লা প্রেনসা, যেমনটা সংবাদ প্রদান করছে [স্প্যানিশ ভাষায়]:

Cientos de viajeros y conductores de vehículos de carga atrapados por el tranque de la vía Interamericana, en el distrito de La Mesa, clamaron por ayuda de las autoridades de la provincia de Veraguas, debido a que después de cuatro días de protesta se han quedado sin agua y comida.

রাস্তা বন্ধ করে দেবার ফলে লা মেসা নামক এলাকায় শত শত যাত্রী এবং পণ্যবাহী গাড়ির চালক আটকা পড়ে যায়, তারা ভার্গাস প্রদেশের কর্তৃপক্ষের কাছে সাহায্যের জন্য জোরালো আবেদন জানায়। কারণ চারদিন ধরে চলা ক্রমাগত এই বিক্ষোভে তাদের এখন খাবার এবং পানি ফুরিয়ে গেছে।

এখন পর্যন্ত সরকার, এই বিক্ষোভকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, এবং জনতার চলাচল এবং মালামাল পরিবহনের ক্ষেত্রে বিকল্প রাস্তার আশ্রয় অনুসন্ধান করেছে, যাকে বলা হচ্ছে তথাকথিত “এয়ার ব্রিজের” অনুসন্ধান, যা আকাশ পথে জনতা এবং পণ্য পরিবহণ করবে।

এক নারী পানামার চিরিকি অঞ্চলের নগুইবে বুগলের ঐতিহ্যবাহী পোশাক পড়ে (স্কার্ট) রয়েছে।ছবি ফ্লিকার ব্যবহারকারী লোনএন্ডকোয়েটা (সিসি বাই-এনসি–এসএ ২.০)

রিকার্ডো মার্টিনেলীর ক্ষয়িষ্ণু ভাবমূর্তি, সামাজিক প্রচার মাধ্যমে এমনকি আরো বাজে ভাবে দৃশ্যমান হচ্ছে, যেখানে জনতার তার প্রতি সমবেদনা নেই, বরঞ্চ তার প্রতি সবাই ক্ষুব্ধ, বিশেষ করে যে ভাবে রাষ্ট্রপতি এবং তার কর্মকর্তারা এই বিষয়টিকে মোকাবেলা করছে। তবে পাশাপাশি এমন নাগরিকও আছে, যারা আদিবাসীদের এই আচরণকে আত্ম-কেন্দ্রীক এবং দেশের প্রতি সামান্য মনোযোগ প্রদর্শনের মত এক ঘটনা বলে মনে করছে।

রবার্ট ট্রাঙ্কোস বি (@ট্রঙ্কি২২)রাষ্ট্রপতিকে লিখেছে [স্প্যানিশ ভাষায়]:

@rmartinelli Es inadmisible q un sector de la población nos tenga de rodillas, pero tmbn es inconcebible que no se tenga vías de solución

@আরমার্টিনেলীএই বিষয়টি অগ্রহণযোগ্য যে সমাজের একটি জনগোষ্ঠী আমাদেরকে তাদের সামনে নত হতে বাধ্য করে, কিন্তু একই সাথে এই বিষয়টিও কাম্য নয় যে, এই সমস্যা সমাধান করার কোন উপায় নেই।

জেইম কোররা (@জেকোররে১২৯৩) [স্প্যানিশ ভাষায়] রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক আচরণে হতাশ এবং তিনি প্রায়শই রাষ্ট্রপতির নিজের ব্যবসা প্রতিষ্ঠান সুপার মার্কেট চেইন শপের (সুপার ৯৯) নিয়ন্ত্রণের সাথে এর মিলে যাওয়ার বিষয়ে বিভ্রান্ত:

Martinelli todavìa sigue pensando y creyendo que Panamá se administra como un Super 99 y que al ser presidente, es dueño de los recursos

মার্টিনেলী চিন্তা করছেন এবং বিশ্বাস করে যাচ্ছেন যে পানামাকে সুপার ৯৯ এর মত করে পরিচালনা করা যাবে এবং রাষ্ট্রপতি হিসেবে তিনিই সকল সম্পদের অধিকারী

অন্যদিকে ফারমিন ওসারিও (@ময়েস্ট্রারব্রাকে) [স্প্যানিশ ভাষায়] মনে করেন যে, খারাপ যা কিছু ঘটছে তার সবকিছুর জন্য নাগরিকরা মর্টিনেলীর প্রতি আঙ্গুল নির্দেশ করে, খানিকটা বাড়াবাড়ি করছে।:

Todo lo que hace martinelli ta mal, fren en mi opinión el a echo muchas cosas y buenas, también sus defecadas pero bueno.

মার্টিনেলী যা কিছু করছে তাঁর সবটাই খারাপ, আমার মতে তিনি অনেক কিছু করেছেন এবং অনেক ভাল কিছু করেছেন, এমনকি কি তিনি কিছু ভুল করেছন, কিন্তু আহ বেশ ভাল!

মারিয়া মোরেন (@এ্যাসকাডেলিয়১৯৮৬) [স্প্যানিশ ভাষায়] মারিয়া, বর্তমান সরকারকে ম্যানুয়েল এ্যান্টোনিও নরিয়েগার স্বৈরশাসনের সাথে তুলনা করেছেন:

est gobierno esta peor q el gobiern o d noriega nadamas falta q martinelli salga planeando y alzando el machete

এই সরকার নরিয়েগা সরকারের চেয়েও খারাপ, এখন মার্টিনেলী যা করছে তা হচ্ছে গোপন পরিকল্পনা এবং আর তার জন্য সে ধারালো চাকু উত্তোলন করছে।

ড্যানিয়েল আকোস্টা (@ড্যারো০৫) [স্প্যানিশ ভাষায়] বলছেন যে দেশটির বর্তমান পরিস্থিতির জন্য সকল রাজনীতিবীদ দায়ী:

Yo siento que toodos los de la politica en Panamá son culpables de lo que ocurre! Martinelli debe buscar rapido alguna solucion!!!!!

আমি বিশ্বাস করি যে, এখন দেশটিতে যা ঘটছে তার জন্য পানামার সকল রাজনীতিবীদ দায়ী! মার্টিনেলীকে দ্রুত এর সমাধান খুঁজে বের করতে হবে!!!!!

ব্লগার এরিক সিম্পসন আগুয়েলারা, তাঁর ব্লগ পামা ৫০৭ পিটিওয়াই-এ তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে [স্প্যানিশ ভাষায়]:

Finalizo solidarizándome con la lucha de los hermanos Ngäbes por la defensa del territorio nacional, el cual el gobierno autócrata de turno pretende vender a las mineras canadienses y coreanas, para depredar y saquear nuestra riqueza natural. Y, haciéndole un llamado al gobierno en el sentido que, no insista en mantener al país al borde de la ingobernabilidad y el caos, dando al traste con la imagen de Panamá, afectando las inversiones, el turismo, y el crecimiento económico que experimenta la nación; lo cual evitarán si dialogan con las autoridades Ngäbes Buglés y aceptan formalizar legalmente, la no exploración, ni explotación minera, ni hídrica en la Comarca.

নাগাবেস-এর ভ্রাতা, যারা তাদের জন্মভুমির জন্য লড়াই করছে, আমি তাদের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি, যে এলাকা সাধারণত, এক স্বৈরশাসক সরকার কানাডা এবং কোরিয়ার খনি খননকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে, আমাদের সপ্রাকৃতিক সম্পদ ছিনতাই এবং ধ্বংস করার জন্য, দেশটিক সরকারহীন এবং বিশৃঙ্খল করার মত পরিস্থিতিতে উৎসাহ প্রদান করা উচিত নয়, এটি পানামার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, দেশের বিনিয়োগ, পর্যটন, এ সবের উপর প্রভাব ফেলছে, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, দেশের মানুষ যার অভিজ্ঞতা লাভ করছে; এ সকল বিষয় এড়ানো যেতে পারে যদি তারা নাগাবেস বুগলেস-এর কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে, এবং আইনের মাধ্যমে বলা যায়, খনি খনন অথবা অনুসন্ধান নয়, নয় কোন জলবিদ্যুৎ কেন্দ্র।

যদিও বর্তমানে মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান ঠিক মূহুর্তে সম্ভব নয়, তবে সকলের মঙ্গল বয়ে আনবে এমন সমাধানের জন্য পানামার নাগরিকরা এখনো আশা ত্যাগ করেনি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .