- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভেটো প্রদান, প্রশংসা এবং ক্ষোভের সঞ্চার করেছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, সিরিয়া, আন্তর্জাতিক সম্পর্ক, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, মানবতামূলক কার্যক্রম, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ প্রবন্ধের অংশ [1]

গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনিত একটা খসড়া প্রস্তাব, রাশিয়া এবং চীন তাদের নিজেদের স্বার্থে বিতর্কিত অবস্থানে থেকে [2] তাতে ভেটো প্রদান করেছে, যে প্রস্তাবে সিরিয়ার [3] রাষ্ট্রপতি বাসার-আল আসাদকে [4] তাঁর দেশের নাগরিকদের হত্যা করা থেকে বিরত থাকার আহ্বান জানানোর কথা ছিল, এটি আগের এক খসড়া প্রস্তাবের সংশোধনী, যে প্রস্তাবে আসাদকে ক্ষমতা ত্যাগ করার আহ্বান জানানো হয়েছিল।

এই খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ভোটে প্রদান করার বিষয়ে চীন তার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে এই বলে যে চীন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে চায় [5], এবং রাশিয়া দাবি করেছে যে দেশটির সংঘাতে এক কূটনৈতিক সমাধানের আশায় তারা এই ভেটো প্রদান করেছে। যেমনটা ফায়ার ডগ লেক-এর লেখক ডেভিড ডায়েন উল্লেখ করেছে [6] “ বাস্তবতা হচ্ছে, রাশিয়া এখনো সিরিয়ার নিরাপত্তা বাহিনীর জন্য অস্র সরবরাহ করছে,পরিষ্কার ভাবে আজকের ভোটে যার শক্তিশালী প্রভাব দেখা গেল।

US ambassador to the UN, Susan Rice, confronting Li Baodong, China. Image posted to Weibo. [7]

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস, এই বিষয়ে চীনা প্রতিনিধি লি বাওডং-এর সামনা সামনি হয়েছেন। ছবিটি ওয়েবোতে পোস্ট করা হয়েছে।

গত বছরের মার্চ থেকে চলতে থাকা এই সংঘাতের ফলে ইতোমধ্যে এক হিসেবে দেশটিতে ৭,০০০ জন নিহত হয়েছে [8], এর মধ্য এই সপ্তাহের শুরুতে [9] এক গণ হত্যায় ২০০ জন নাগরিক নিহত হয়।

[10]

গণ প্রজাতন্ত্রী চীনের ট্যাবলয়েড প্রত্রিকা গ্লোবাল টাইমসের [11] সম্পাদকীয় বিভাগের প্রধান হু শিজিন, আজ যে মন্তব্য করেছেন, সম্ভবত তা খসড়া সিদ্ধান্তের প্রতি চীনের এই ভেটো প্রদানের সিদ্ধান্তের প্রতি সমর্থনে বেশীর ভাগের অন্যতম এক বক্তব্য, আবার মন্তব্য বিভাগে এই সিদ্ধান্তের প্রতি তীব্র বিষাদ্গার-এর মধ্যে দিয়ে এই আলোচনার সমাপ্তি ঘটে। হু, যে কিনা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস-এর সাথে কন্ডলিজ্জা রাইসকে গুলিয়ে ফেলে [12] চীনের ভোটকে “বিরক্তিকর” বলে সুসান রাইস [13] যে সংবাদ প্রদান করেছে তাকে অপমান হিসেবে গ্রহণ করে সে লিখেছে [14]:

美国代表不点名批评中俄“出卖了叙利亚人民的意愿”。骂去好了。美国多次在安理会涉以色列提案表决时搞“一票否决”,这次中俄是“两票否决”。叶利钦当年说的好:只要中俄联手,美国无论捣鼓什么,“都是手淫”。赞呵。

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি চীন এবং রাশিয়ার সমালোচনা করেছে, সিরিয়ার জনতার প্রতি তাদের “বিশ্বাসঘাতকতার” কারণে। তবে, যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার নিরাপত্তা পরিষদের ইজারয়েল-এর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে একক ভাবে ভেটো প্রদান করেছে। চীন এবং রাশিয়ার “ভেটো”, দুটি ভোটের মাধ্যমে কার্যকারী হয়েছে। ইয়েলৎসিন সবচেয়ে উত্তম মন্তব্য করেছে: যতক্ষণ চীন এবং রাশিয়া, এক সাথে রয়েছে, তখন বেশীর ভাগ মার্কিনী নাগরিকরা যা করতে পারে, তা হচ্ছে নিজেদের সাথে খেলতে থাকা। দারুণ।

বলা যায়, অনেকটা এর প্রতিক্রিয়ায়, লেখক রান ইয়ুনেফাই [15] এর পরপরই লিখেন [16] [চীনা ভাষায়]:

一个政府做一次错事可以原谅,不可原谅的是把做错事当成事业。我不是个民族主义者,但百年来的历史证明,中国与俄国的联手从来都没有对过。

একটা ভুল করার জন্য সরকারকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু যখন প্রায় বারবার ভুল করার বিষয়টি উত্তারধিকার সূত্রে ঘটতে থাকে, তখন তা ক্ষমার অযোগ্য হয়ে দাড়ায়। আমি জাতীয়তাবাদী নই, কিন্তু শত বছরের ইতিহাস প্রমাণ করছে যে চীন এবং রাশিয়া একসাথে থাকার মত কখনোই কিছু করেনি।

সিনা ওয়োবোর [17] এক “যাচাই করা” মন্তব্যকারী রোববার একেবারে সকালে বেইজিং- টাইমসে লিখেন [18] যে রাশিয়া এবং চীনকে এখন নিরাপত্তা পরিষদ থেকে বের করা দেওয়া উচিত এবং সেখানে চীনের বদলে তাইয়ানকে সদস্য করা উচিত; দ্রুত এই পোস্ট [19] মুছে ফেলা হয়।

দুঃখিত বিশ্ব, দুঃখিত সিরিয়া, আমাদের চীন সরকার এক অসাধু সরকার টুইটারে [20] মাইকেল এ্যান্টি [20]

নীচের এই ভয়াবহ ভিডিওটি [ সতর্কতাঃ গ্রাফিক্স উপাদান], দাবি করা হচ্ছে যে তা বৃহস্পতিবার হোমসের গণহত্যার উপর ধারণ করা হয়েছে, তা এখনো সরিয়ে ফেলা হয়নি এবং যেখানে তা রাখা হয়েছে, বিভিন্ন স্থান থেকে সেখানে শত শত মন্তব্য প্রদান করা হয়েছে। সিনা ভিডিও যেখানে এখন তা রাখা হয়েছে, সেখানে একেবার সাম্প্রতিক করা মন্তব্যটি ছিল এ রকম:

尼玛的我们国家在干什么鸟呀

গোল্লায় যাক সবকিছু, আমাদের দেশ আসলে করছেটা কি?

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২-এর উপর করা আমাদের বিশেষ প্রবন্ধের অংশ [1]