২০০৬ সালে চীনের ষষ্ঠ ধনী মহিলা উ ইং গত ১৮ জানুয়ারী ২০১২ ঝেজিয়াং উচ্চ গণআদালতে তার মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপীলে হেরে যান। অনেক নাগরিক উ‘র জীবনের জন্য অনলাইনে আবেদন করেন এই বিশ্বাসে যে, তাকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রকাশ করা থেকে থামিয়ে দেয়ার জন্যে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এসব কর্মকর্তারা হয়ত তাকে তসরুপ করা সরকারী তহবিলগুলো ঋণ হিসেবে দিয়েছিল।
এই সন্দেহ আরো বেড়ে যায়, যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করার সুপারিশ করে দোং ইয়াং শহরের সরকার আদালতে একটি যৌথ চিঠি জমা দেয়।
এই ৩০ বছর বয়সী নারীকে ২০০৭ সালের মার্চে ৭৭ কোটি রেনমিনবি (প্রায় ১২.২ কোটি মার্কিন ডলার) “অবৈধ তহবিল সংগ্রহের” অভিযোগে প্রথম গ্রেফতার করা হয়। ডিসেম্বর ১৮, ২০০৯ তারিখে অভিযোগটি “আর্থিক প্রতারণার”-তে পরিবর্তিত হয় এবং জিনহুয়া অন্তবর্তী গণআদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। প্রথম বিচারের সময় উ-কে প্রতিনিধিত্ব করার কোন আইনজীবী ছিল না এবং আপীলসহ সমস্ত বিচার হয়েছে বদ্ধ দরজার আড়ালে।
তেং বিয়াও নামক মানবাধিকার আইনজীবী উ ইং-এর মামলা সম্বন্ধে জানা কিছু বিষয়ের ব্যাখ্যা করে অতিদীর্ঘ একটি প্রবন্ধ লিখেন [চীনা ভাষায়]।
ঋণদাতা মহাজনদের একটি তালিকা
উ, ২০০৩ সালে ২২ বছর বয়েসে দোং ইয়াং শহরে একটি বিউটি পার্লার দিয়ে ব্যবসা শুরু করেন। তারপরে তিনি তার ব্যবসা বিনোদন এবং সম্পত্তি বিনিয়োগ ব্যবসাতে প্রসারিত করেন। ব্যক্তিগত উদ্যোক্তাদের জন্যে চীনে সাধারণ যেসব অসুবিধা রয়েছে তেমনি তার ব্যাংক থেকে ঋণ পেতে কষ্ট হয়েছিল এবং তহবিল সংগ্রহও করতে হয়েছিল অন্য উপায়ে। ২০০৬ সালের ডিসেম্বরে, নগদ টাকার সমস্যার কারণে তিনি ঋণদাতা মহাজনদের একটি ঋণ ফেরত দিতে ব্যর্থ হন। এতে তিনি অপহৃত ও লুণ্ঠিত হন এবং ছাড়া পাবার পরপরই মৃত্যুর হুমকি পান। স্থানীয় পুলিশ কর্মকর্তা তার মামলার কোন তদন্ত করেনি। বরং এর কয়েকমাস পরে তিনি গ্রেফতার হন।
আটক থাকা অবস্থায় উ সরকারি কর্মকর্তাদের একটি তালিকা প্রকাশ করেন, যারা তাকে অবৈধভাবে ঋণ দিয়েছিল। তাদের মধ্যে তিনজনের দীর্ঘমেয়াদী কারাদ- হয়। পরবর্তীতে স্থানীয় পত্রিকাগুলো প্রকাশ করে [চীনা ভাষায়] যে উ ১৩৭ জনের নামের একটি তালিকা দিয়েছেন যাদের ১০৩ জন তাকে পাঁচ লক্ষের চেয়ে বেশি রেনমিনবি ঋণ দিয়েছিল। ধারণা করা হয়, অনেক স্থানীয় সরকারি কর্মকর্তা হয়তো এতে জড়িত। বিভিন্ন কর্মকর্তা যারা ঘুষ খান অথবা অন্য কোন অবৈধ উপায়ে টাকা পান, সন্দেহ করা হয় তারাই উচ্চ সুদের হারে ব্যক্তিগত ব্যবসাতে টাকা ধার দেন।
অনিবার্য অবৈধ তহবিল সংগ্রহ
তেং বিয়াও উল্লেখ করেন [চীনা ভাষায়] যে বর্তমান আর্থিক ব্যবস্থার অধীনে ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে “অবৈধ তহবিল সংগ্রহ” না করাই অনিবার্য; অন্য কথায়, চীনের বেশিরভাগ সফল ব্যক্তিগত ব্যবসাই সম্ভবত উ ইং-এর-মত “অপরাধ” করেছে:
民营企业却难以得到银行的支持,只能靠处于灰色地带的民间借贷。数据表明,银行的短期贷款中,民营企业只占不到20%。据全国工商联一项调查,有90%以上的民营中小企业表示,无法从银行获得贷款。全国民营企业和家族企业在过去三年中有近62.3%通过民间借贷的形式进行融资。
একটি অন্যায় পদ্ধতি
ব্লগার লি মিং উল্লেখ করেন [চীনা ভাষায়] যদি উ’কে মরতে হয় তবে আরও অনেককে মরতে হবে:
吴英该杀,那么温州诸多“跑路老板”也该杀,借高利贷一掷千万金的“太太豪赌团”,以及所有把集资用于铺张挥霍的老板,都该抓来杀掉。有的富豪集资营运失败,享受救助待遇,而同属一类的吴英或遭遇杀头待遇,此大不公,此即法之大恶大暴。
প্রবাসী পণ্ডিত ইয়াও শুজি, মূল ভূখণ্ডের চীনা সমাজে আরো অবিচার লক্ষ্য করেন [চীনা ভাষায়]:
吴英只是对11人造成损失,而上市公司的老总们,却是给上亿无辜的股民造成巨大的损失。本质上,吴英和这些上市公司的老总,对人们造成的伤害,并没有任何差别。所不同的,吴英被判死刑,上市公司老总们,却照样拿数千万的年薪,照样升官。
还有,像许宗衡和刘志军这样的贪官,涉案金额高达百亿人民币,给国家和人民带来的灾难和对社会所产生的不良影响,比吴英的破坏力高出千百倍,却没有被判死。
12年前,赖昌星高达700亿元的惊天大案,因为逃到加拿大躲了11年,去年引渡回国时,却拿到了一块外国人给的免死金牌。
同样是一个国家,有道是,判死吴英,笑死无数贪官和赖昌星。
উ ইং, শুধুমাত্র ১১ জন মানুষের ক্ষতি করেছেন। অন্যদিকে তালিকাভুক্ত কোম্পানীগুলোর ব্যর্থতা লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করবে। উ ইং এবং তালিকাভুক্ত কোম্পানীগুলোর সিইওদের মধ্যে কোন পার্থক্য নেই। উ ইং কিন্তু যখন উ মৃত্যুদণ্ডে দণ্ডিত, তখন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এসব সিইও লক্ষ লক্ষ টাকার বেতন-বোনাস নিচ্ছে আর অপেক্ষা করে আছে তাদের জন্যে একটি উজ্জ্বল ভবিষ্যৎ-এর জন্য।
জু ঝংহাং এবং লিউ ঝিজুনের মতো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মামলা হাজার হাজার কোটি রেনমিনবি নিয়ে এবং তারা উ‘র চেয়ে হাজার গুণ বেশি গুরুতর ক্ষতি করেছে। তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়নি।
বারো বছর আগে লাই চ্যাংজিং একটি সাত হাজার কোটি রেনমিনবি দুর্নীতির কেলেঙ্কারি ঘটনা ঘটান। তিনি ১১ বছর ধরে কানাডায় পালিয়ে থাকতে সক্ষম হন, পরে তিনি ফিরে এসে মৃত্যুদণ্ড- থেকে অব্যাহতি লাভ করেন।
এক এবং অভিন্ন এই দেশে মানুষের এমন ভিন্ন ভিন্ন নিয়তি। আশ্চর্য হওয়ার কিছু নেই, অনেকে উ‘র মৃত্যুদণ্ডকে- দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আর লাই চ্যাংজিং-এর জন্য একটি বিশাল বিনোদন [-এর উৎস] বলে মনে করেন।
এই মৃত্যুদণ্ড- কী উ ইং-এর অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যে? বেইজিং-এর স্বাধীন লেখক কুয়াংঝেং, তা মনে করেন না [চীনা ভাষায়]:
地方官员联名要判吴英死刑,不仅为了灭囗,也是杀鸡儆猴,看谁进去了,还敢乱咬官员!吴英案仍有数亿资金未追回,匆忙杀了吴英,钱如何追回?难说背后没有潜藏的利益链。与吴英案有关的官员,为何至今未判?即便吴英罪大恶极,也应等资金和案情水落石出了,再做定夺不迟。