- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভারতঃ পোঙ্গাল উদযাপনের উপর ভিডিওকাস্ট

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, ভারত, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

কমলা ভট্ট [1] চেন্নাইয়ের ডঃ গীতা বাসুদেবানের কথা তুলে ধরেছেন, যিনি পোঙ্গাল-এর গুরুত্ব বর্ণনা করেছে। পোঙ্গাল, ( শস্য উৎসব) পন্ডিচেরী এবং চেন্নাই-এ উদযাপিত হয়, যা এক ভিডিওকাস্টের (ভিডিও পডকাস্টের মাধ্যমে) তুলে ধরা হয়েছে।