- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

জর্ডানঃ বরফ পড়ুক

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., জর্ডান, ছবি তোলা, নাগরিক মাধ্যম, পরিবেশ

জর্ডানে লম্বা সময় ধরে অপেক্ষা করতে থাকা শুভ্র অতিথির আগমন ঘটেছে, আকাশ থেকে বেশ কিছু শুষ্ক ঠাণ্ডা বরফ নেমে আসে এবং তা দ্রুত গলে যায়। এমনকি তা জমে স্তূপে পরিণত হয়নি, কিন্তু তা অপেক্ষা করতে থাকা জনতার জন্য অনেক উল্লাস এবং খুশী বয়ে আনে।
যখনই জর্ডানের পাহাড়ি এলাকায় বরফ পড়তে শুরু করে ( যা কিনা সমুদ্র সমতল থেকে ১,০০০ মিটার উঁচুতে অবস্থিত), সাথে সাথে সামাজিক প্রচার মাধ্যম ফেসবুক এবং টুইটারে টুইট এবং পোস্ট আর ছবি ও ভিডিওতে ভরে যায়। জর্ডানে নাগরিক সাংবাদিকরা খুব ভালভাবে তাদের দায়িত্ব পালন করে, বিশেষ করে যখন প্রায় সকলের কাছে একটা স্মার্টফোন আছে, যা দিয়া তারা সকল সময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকে।

নেট নাগরিকরা কেবল বরফ পড়া আর আবহাওয়ার ব্যাপারেই মন্তব্য করেনি, একই সাথে তারা টুইটারে তাদের অনুসরণকারীদের, বরফের ফলে রাস্তার পরিস্থিতি এবং এখানে সেখানে পিচ্ছিল হয়ে পড়া রাস্তা সম্বন্ধে সতর্ক করে দিচ্ছিল।

হানিন আবু-শামাত, @হানিনশা [1], আম্মানে তাঁর এলাকায় তুষারপাতের এই ছবিটি টুইট করেছে [2]:

Snow in Amman, Jordan. Photo credit: Hanin Abu Shamat, shared on Twitpic [2]

জর্ডানের আম্মানে তুষারপাত। ছবির কৃতিত্ব: হানিন আবু শামাত-এর, যে টুইটপিকে এই ছবিটা প্রদর্শন করেছে।

এলওয়ান বাদের, @খারোফ [3], জর্ডানের রাজধানী আম্মানের কুইন রানিয়া স্ট্রিট ওরফে ইউনিভার্সিটি স্ট্রিটের ছবিটি টুইট করেছে [4]:

A photograph of snow on Queen Rania Street in Amman. Photo shared on Twitter by Alwan Bader [4]

জর্ডানের রাজধানী আম্মানের কুইন রানিয়া স্ট্রিটে তুষারপাতের ছবি। এলওয়ান বাদের টুইটারে ছবিটি আমাদের প্রদর্শন করছে।

@বাসেলাআনবাতাউয়ি [5] সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে বাস করে এবং সে আম্মানে বাস করা তাঁর বোনের পক্ষ হয়ে এই ছবিটি টুইটারে পোস্ট করেছে [6]:

ভ্রাতারা, এই ছবিটি আমাদের আম্মানের বাড়ির সামনের দৃশ্য! এখন বরফ পড়ছে..। এই মাত্র আমার বোন এই ছবিটা আমাকে পাঠাল! মাশাল্লাহ, এটা উপভোগ করুন! @# আম্মান

Snow from Basel Anabtawi sister's house in Amman, Jordan. Photo shared on Twitter [6]

জর্ডানের রাজধানী আম্মানে, বাসেল আনবাতাউয়ি-এর বোনের বাড়ির সামনের দৃশ্য। টুইটারে ছবিটি প্রদর্শন করা হয়েছে।

এই ছবিটি দিমা হাদ্দিয়া (@হাদ্দাদিন [7]) টুইট করেছে [8], এতে দেখা যাচ্ছে আম্মানের একটি ট্রাফিক লাইট ভেঙ্গে পড়ার ফলে উক্ত স্থানে দাঁড়িয়ে এক যুবক ট্রাফিকের কাজ করছে, যা জর্ডানের অনলাইন নাগরিকদের জন্য এক গর্বের বিষয় হয়ে দাঁড়ায় এই কারণে যে কিভাবে প্রতিদিন নাগরিকরা যান চলাচলের মত এক বিশাল সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। নাগরিকরা এই ছবি সম্বন্ধে কথা বলেছে এবং তা সামাজিক নেটওয়ার্কে ছড়িয়ে দিয়েছে।

A young Jordanian directs traffic after the traffic sign broke down. Photo shared by Dima Haddadin on yfrog [9]

একটি ট্রাফিক চিহ্ন ভেঙ্গে পড়ার পর এক তরুণ জর্ডানী নাগরিক, যান চলাচলের নির্দেশনা প্রয়োগ করছে। দিমা হাদ্দিন, ওয়াই ফ্রগে এই ছবিটি প্রদর্শন করেছে।

নেট নাগরিকরা সারা জর্ডান জুড়ে বরফ পড়ার অজস্র ভিডিও প্রদর্শন করেছে। এখানে একটি ভিডিও রয়েছে যা আমি ইউটিউবে প্রদর্শন করেছি, যেটিতে আম্মানের দুটি ভিন্ন স্থানে বরফ পড়ার দৃশ্য দেখা যাচ্ছে:

http://www.youtube.com/watch?v=jlX7_mEPf8Y [10]

http://www.youtube.com/watch?v=d4m9D1oD24Y [11]

সর্বোপরি, বরফ পড়ার ঘটনা জর্ডানের নাগরিকদের জন্য আনন্দ এবং খুশী বয়ে এনেছে এবং তারা আশা করছে যে এবারের শীত আম্মানের নিচু ভূমিতে আরো বরফপাতের ঘটনা ঘটাবে যা কিনা সমুদ্রপৃষ্ঠের ১০০ মিটার উচ্চতার ঘটে থাকে।