- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ক্যারিবিয় অঞ্চলঃ ডঃ কিং আপনাকে ধন্যবাদ

বিষয়বস্তু: ক্যারিবিয়ান, আ. ভার্জিন দ্বীপ., কিউবা, জামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ইতিহাস, জাতি-বর্ণ, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, মানবাধিকার, রাজনীতি, শিক্ষা

আজকের (১৬ জানুয়ারি) দিনটাকে যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং জুনিয়র দিবস [1] নামে পালন করা হয়-এই দিবসটিকে একটি ফ্লোটিং হলিডে (ফ্লোটিং হলিডে- নিয়মিত কর্মচারীরা সরকারি ছুটির বাইরেও একটি বিশেষ দিন ছুটি হিসেবে কাটাতে পারে) নামক ছুটির দিন হিসেবে গণ্য করা হয়, যা মূলত এই নাগরিক অধিকার অন্দোলনের নেতার জন্মদিনে উদযাপন করা হয়। এই দিবসের কার্যক্রম ক্যারিবীয় ব্লগারদের মাঝেও আলোড়িত হয়, একই সাথে তাদের গৃহে এবং সকল প্রবাসীদের মাঝে, যাদের মধ্যে কয়েকজন এই দিবস উপলক্ষে তাদের চিন্তা সবার সামনে তুলে ধরছে।

জ্যামাইকার ব্লগার জেওফ্রি ফিলিপ [2] ফ্লোরিডার মায়ামীতে বাস করেন। তিনি তার উপর ডঃ কিং-এর “বার্মিংহাম জেল থেকে লেখা চিঠির [3]” প্রভাব সম্বন্ধে জানাচ্ছেন। তিনি উল্লেখ করেছে যে “মায়ামিতে তার কলেজ জীবনে স্নাতক পর্বের ছাত্র থাকার সময় ডঃ কিং-এর চিঠি পড়ে এবং তার থেকে যে শিক্ষা গ্রহণ করেছেন” তার কয়েকটি তিনি তার সম্প্রতি প্রকাশিত বইয়ে অন্তর্ভূক্ত করেছেন। তিনি, ডঃ কিং-এর চিঠিকে বিশ শতকের এক অসাধারন পাঠ্য বলে অভিহিত করেছেন, যা কিনা তারুণ্যের মানসিকতা চর্চার জন্য পাঠ করা প্রয়োজন।

কিউবার প্রবাসী ব্লগার মাইকেল প্যানসিয়ার “এক ছোট ছবি এবং ভিডিও [4] মন্তাজের” মাধ্যমে এই নেতার প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছে। সে জর্জিয়ার আটলান্টার “দি কিং সেন্টার [5]“- ভ্রমণের সময় সে এই সব ছবি তোলে । তার স্বদেশী, নোটস ফ্রম দি ক্যারিবিয়ান এক্সাইল কার্টার [6], আজকের দিনের গুরুত্ব সম্বন্ধে জানাচ্ছে:

মার্টিন লুথার কিং–কে নিয়ে আলোচনা এবং অহিংস [7] আন্দোলন আজ গুরুত্বপূর্ন, কারণ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, যেমন মিশর [8], তিউনিশিয়া [9], বার্মা [10], কিউবা [11]এবং অন্য অনেক জায়গায় আন্দোলন ক্রমশ দানা বাঁধছে, যে সমস্ত আন্দোলন মার্টিন লুথার কিং-এর অহিংস আন্দোলনের অনুপ্রেরণায় [12] এগিয়ে গিয়েছে। মার্টিন লুথার কিং অহিংস আন্দোলনের এক উদাহরণ সৃষ্টি করেছিলে। যুক্তরাষ্ট্রে অকুপাই ওয়াল স্ট্রিট নামক আন্দোলন এর উপাদান মার্টিন লুথার কিং-জুনিয়র এর ধারনা গ্রহণ করেছে এবং তার জন্মদিনকে স্মরণ করার মত এক কার্যক্রম গ্রহণ করেছে। [13]

ভার্জিন আইল্যান্ড-এ “লাইভ ডে লাইফ” [14] একটি ভিডিও আপলোড করেছে যেখানে উইল কিম্বাবরোহ “মার্টিন লুথার কিং-এর এক জীবন গাঁথা উপস্থাপন করেছে”; সে বলছে:

জেনে নিন, আজকের দিনটা একটা যথাযথ ছুটির দিন।

সব শেষ আফ্রোবেল্লা [15] ডঃ মার্টিন লুথার কিং-এর জন্য একটি হৃদয়গ্রাহী ধন্যবাদ পোস্ট করেছে:

এখন থেকে ৪৪ বছর আগে ডঃ মার্টিন লুথার কিং কে হত্যা করা হয়, এবং সময়ের বাস্তবতায় এটা ভুলে যাওয়া খুব সহজ যে তিনি সত্যিকারে একজন মানুষ ছিলেন। তিনি এমন একজন মানুষ, যিনি গণ আন্দোলনের জনপ্রিয় এক চেহারায় পরিণত হয়েছিলেন।

এমন কজন মানুষ যে অক্লান্ত চেষ্টা করে গেছেন, বার বার পদযাত্রা করেছেন, বার বার গ্রেফতার হয়েছেন শান্তির মত বিষয়ে অনর্গল বলে গেছেন এবং ন্যায় বিচারের জন্য- এবং অবশেষ এক বর্ণবাদ বিরোধী একটা আন্দোলনের জন্য তিনি তাঁর জীবন দিয়ে গেছেন।

ডঃ মার্টিন লুথার কিং জুনিয়র আপনাকে ধন্যবাদ। কে জানে, আপনি ছাড়া আজ আজ আমরা কোথায় থাকতাম।