ভেনিজুয়েলা: শৈশব, নৃত্যকলা, লোককাহিনী… এবং প্রচার

কারমেন হেলেনা গনজালেস ফেসবুকে তার “…এর সুরে নৃত্যরত ভেনিজুয়েলা” নামক ছবির অ্যালবামের মাধ্যমে মার্গারিটা দ্বীপে একটি নাচের মহড়ার ছবি প্রকাশ করেছেন। অ্যালবামটি এখানে [es] পাওয়া যাবে যার সাথে রয়েছে একটি শিক্ষার মধ্যে রাজনৈতিক প্রচার নিয়ে প্রশ্নের প্রতিফলন। অ্যালবামের পরিচিতির একটি অংশে নিচের মন্তব্যটি খুঁজে পাওয়া যায়:

Sentimientos encontrados esta tarde al asistir a este ensayo de danza de un grupo de niñas margariteñas. La belleza de sus caras, la luz de esta tarde y algo que bailaba en el ambiente chocaban con el contexto adoctrinante…

এই বিকালে মার্গারিটায় ছোট মেয়েদের একটি নাচের দলের মহড়ায় যখন গেলাম তখন মিশ্র অনুভূতি হল। তাদের মুখের সৌন্দর্য, বিকালের আলো এবং চারিদিকে শিক্ষণীয় কিছু একটা নাচছিল…

প্রেসিডেন্ট হুগো শাভেজের সরকারের আমলের রাজনীতি ও মতপ্রকাশ নিয়ে নিয়ে অনেকেই আলোচনা করেছে। অনেকের কাছেই, এই বছরগুলোতে ভেনিজুয়েলার নতুন যুগে প্রবেশ ঘটেছে যা নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে ও প্রকাশ করতে হবে। অন্যদের কাছে, এই পরিবর্তন হল শিক্ষা ও জনকল্যাণের মত স্পর্শকাতর ক্ষেত্রগুলোতে রাজনৈতিক প্রভাব।

নিচের ছবিগুলো “আলি প্রিমেরা” গ্রন্থাগার থেকে সংগৃহীত এবং এই প্রসঙ্গে বিতর্কের বর্ধিত অংশঃ

লোকনৃত্য মহড়া। ছবিঃ কারমেন হেলেনা গনজালেস, অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

“আলি প্রিমেরা” গ্রন্থাগারের সম্মুখ অংশ। দেয়াল লিখনঃ “বিপ্লবের মাঝে বেঁচে আছেন বলিভার!” ছবিঃ কারমেন হেলেনা গনজালেস, অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

কারমেন হেলেনা গনজালেস, অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

কুয়াত্রোসের (ভেনিজুয়েলার একটি স্থানীয় বাদ্যযন্ত্র) একটি সংগ্রহ, সাথে বলিভারিয়ান বিপ্লবের কিছু গুরুত্বপূর্ণ নিদর্শনের ছবিঃ অন্যগুলোর সাথে আলি প্রিমেরা, আর্নেস্তো “চে” গুয়েভেরা এবং কার্ল মার্ক্স। ছবিঃ কারমেন হেলেনা গনজালেস, অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

লোকনৃত্য মহড়া। ছবিঃ কারমেন হেলেনা গনজালেস, অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

লোকনৃত্য মহড়া। ছবিঃ কারমেন হেলেনা গনজালেস, অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

সাম্প্রতিক নির্বাচনী প্রচারণা এবং বলিভারিয়ান বিপ্লবের সমর্থন বাণীর পোস্টার। ছবিঃ কারমেন হেলেনা গনজালেস, অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

লোকনৃত্য মহড়া। ছবিঃ কারমেন হেলেনা গনজালেস, অনুমতি সাপেক্ষে ব্যবহৃত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .