মায়ানমারে এই মাসে ৩৩ জন রাজবন্দী সহ সর্বমোট ১,৪০০ জন বন্দীকে কারাগার থেকে মুক্তি প্রদান করা হয়েছে। অ্যাক্টিভিস্ট এবং প্রাক্তন কারাবন্দী জারগানার থুরা ফেসবুকে এই বিবৃতিটি পোস্ট করেছেন, “এক সময় আমি জেলে বন্দী থাকা আমার এক বন্ধুর পরিস্থিতি তুলে ধরার জন্য বিষয়টিকে সোমালী জলদস্যুদের হাতে আটক নামক পরিস্থিতির সাথে যুক্ত করেছিলাম, এখন আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। কারণ সোমালী জলদস্যুরা তাদের প্রতিশ্রুতি বজায় রাখে।”