গল্পগুলো মাস 10 জানুয়ারি 2012
সিরিয়াঃ দামেস্ক-এর “আত্মঘাতী বোমা হামলা” এবং রাষ্ট্রীয় টিভি চ্যানেলের সাজানো সংবাদ
যখন শুক্রবার, ৬ জানুয়ারি তারিখে সিরিয়ার রাষ্ট্রপতি বাসার-আল আসাদ-এর শাসনের অবসান ঘটানোর জন্য সারা দেশজুড়ে এক ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়, সেই সময় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন, দামেস্কের মায়দান নামক এলাকার কাছে এক আত্মঘাতী বোমা হামলার সংবাদ প্রদান করে। এই ঘটনার উপর ছড়িয়ে পড়া ভিডিওতে-এটা পরিষ্কার যে, এই ঘটনা পুরোপুরি সাজানো। লেইলা নাচাওয়াতি রেগো এই ঘটনার উপর এই প্রবন্ধটি লিখেছে।