এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
তাজা সংবাদঃ রাজান ঘাজ্জাউয়ি মুক্তি লাভ করেছে!
সিরিয়ার কারাগারে ১৫ দিন কাটানোর পর সিরিয়ার ব্লগার রাজান ঘাজ্জাউয়ি অবশেষে মুক্তি লাভ করেছে। তার বোন এই মাত্র টুইটারে তার মুক্তির কথা (১৮ ডিসেম্বর) করেছে।
@নাদিনঘাজ্জাউয়ি:এখন বৃষ্টি হচ্ছে, রাজান……হুররে :)))))))) <৩, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছে, আমার বোন এখন মুক্ত! আশা করি গ্রেফতারকৃত অন্য সকল ভ্রাতা এবং ভগ্নিদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।
*****
তাজা সংবাদ:
রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি এই মাত্র টুইট করেছে :
@নাদিনঘাজ্জাউয়ি:#ফ্রিরাজান # সিরিয়া, আমার বোনকে ঘরে ফিরিয়ে আনার জন্য পরিবারের সবাই রওনা দিয়েছে :))))
*****
এই গুঞ্জন অনলাইনে জোরালো হতে থাকে যে, সিরিয়ান ব্লগার রাজান ঘাজ্জাউয়ি যাকে ৪ ডিসেম্বর ২০১১ তারিখে, আম্মানে অনুষ্ঠিত আরব বিশ্বের সংবাদপত্রের স্বাধীনতা নামক সম্মেলনে যোগ দিতে যাবার সময় সিরিয়া-জর্ডান সীমান্তে গ্রেফতার করা হয়, তাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে।
গ্রেফতার করার আটদিন পড়ে ঘাজ্জাউয়ির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ গঠন করা হয়- ব্লগার সম্প্রদায় যে সব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করে।
তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে ছিল “এমন এক সংগঠন স্থাপন করা যা দেশের সামজিক এবং অর্থনৈতিক পরিচয়কে পাল্টে দিতে চেষ্টা করছে” এবং “ জাতীয় আবেগকে দুর্বল করা” ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়া। লেবাননের দৈনিক দি ডেইলি স্টার একটা সময়ে এই সংবাদ প্রদান করে।
ফেসবুকে, রাজানকে মুক্ত কর নামক পাতায় তার সমর্থকরা এই ঘোষণা প্রদান করেছে যে, শীঘ্রই ঘাজ্জাউয়িকে ছেড়ে দেওয়া হবে। তারা সিরিয়ার আইনজীবী এবং মানবাধিকার কর্মী রাজান জাইতুনের উদ্ধৃতি দিয়ে এই সংবাদ প্রদান করে। তবে এই পোস্টে এই বিষয়টি উল্লেখ করা হয়নি যে কখন তাকে ছেড়ে দেবার আশা করা হচ্ছে।
রাজানের বোন নাদিন ঘাজ্জাউয়ি উপরের ফেসবুক পোস্টারের সংবাদে সাড়া প্রদান করেছে:
আমি সকল তাজা সংবাদ পোস্ট করতে থাকবে, আপনাদের চিন্তিত হবার কোন কারণ নেই। সব সংবাদ আমি কেবল আমার মধ্যে রাখব না। 🙂
এবং তিনি টুইটারে বিষয়টি পরিষ্কার করেছেনঃ
@নাদিনঘাজ্জাউয়ি: #ফ্রিরাজান#সিরিয়া, রাজানকে এখনো ছেড়ে দেওয়া হয়নি। আমরা এখনো কর্মকর্তাদের ঘোষণার জন্য অপেক্ষা করছি, এ কারণে আমি কোন কিছু পোস্ট করিনি।
অনলাইনে, নেট নাগরিক এবং তার সমর্থকরা একই সাথে আশাবাদী, আবার শঙ্কিত। মোহজা খাফ টুইট করেছে:
@প্রফখাফ:রাজানজেড, সংবাদ প্রদান করেছে যে রাজান ঘাজ্জাউয়ীকে জামিনে মুক্তি দেবার বিষয়টির অনুমোদন প্রদান করা হয়েছে। যে অনুমোদন এখনো অর্জিত হয়নি #ফ্রিরাজান
মিশরীয় ব্লগার ওয়াএল আব্বাস বলছে [আরবী ভাষায়]:
এদিকে সিরীয় ব্লগার আলা কাহাংগার টুইট করেছে [আরবী ভাষায়]:
দিমা খাতিব, আমাদের সকল সংশয়ের সারাংশ তৈরি করেছে:
@দিমা_খাতিব:আমি @রেডরাজানের মুক্তি পাবার সংবাদ পড়ে যাচ্ছি, কিন্তু কোন সঠিক সূত্র থেকে এই বিষয়ে কোন সংবাদ পাইনি। এই মাত্র টুইট করলাম। এই বিষয়ে কি কোন সঠিক সংবাদ সূত্র রয়েছে? ফ্রিরাজান
ব্লগ করা ছাড়াও ঘাজ্জাউয়ি এক উৎসাহী টুইটার ব্যবহারকারী, যিনি একই সাথে গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস এ্যাডভোকেসি উভয় পাতায় লিখে থাকে। তিনি হচ্ছেন সিরিয়ার সেই সমস্ত গুটি কয়েক ব্লগারদের মধ্যে অন্যতম, যারা স্বনামে লিখে থাকে, ব্লগার এবং সে সমস্ত একটিভিস্ট সিরিয়ার শাসকদের হাতে বন্দি তাদের মুক্তির জন্য, এবং একই সাথে পুরুষ সমকামী এবং সংখ্যালঘুদের অধিকার জন্য সে লিখে থাকে।
এই বিষয়ে আরো প্রতিক্রিয়া এবং তাজা সংবাদের জন্য রাজানকে মুক্ত কর নামক ফেসবুকের পাতা এবং টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগকে অনুসরণ করুন।
এই প্রবন্ধটি সিরীয় বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।