ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একসময় শুন্য আসনে ভর্তি হওয়া ছাত্রদের এখন আর দেখা যায়না। তাঁদের কেউ কেউ শিক্ষা বঞ্চিত হয়েছেন ধর্মের কারনে; যেমন সংখ্যালঘু নির্যাতিত বাহাই ধর্মমতের অনুসারী। অন্যেরা রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য কারাবন্দী হয়েছেন, নিহত হয়েছেন অথবা ইরান ত্যাগে বাধ্য হয়েছেন।
শিক্ষা বঞ্চনার শিকারদের স্মরণ করার লক্ষ্যে ইরানের ছাত্র দিবস ৭ ডিসেম্বর সারা বিশ্বে এ বছর ‘শুন্য আসন প্রচারাভিযান’ পালনের আহ্বান জানানো হয়েছে। একটি নেতৃস্থানীয় প্রতিবাদী ছাত্র সংগঠন ‘তাহকিম বাহাদাত‘ এই আহ্বান জানিয়েছে। এ কর্মকাণ্ডের অংশ হিসেবে একটি ফেসবুক পৃষ্ঠা চালু করা হয়েছে এবং ইরানের বহিষ্কৃত ও নিপীড়িত ছাত্রদের সঙ্গে সংহতির নিদর্শন স্বরূপ বেশ কিছু ছবি ছাড়া হয়েছে। এখানে তিনটি ভিডিওচিত্র রয়েছে:
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র
বার্সেলোনা, স্পেন
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=4535gGdL-qQ
কারাবন্দী ছাত্রের জন্য কানাডা থেকে বার্তা