আরব বিশ্ব: অভিনন্দন তিউনিসিয়া!

আমাদের এ পোস্টটি  তিউনিসিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত স্পেশাল কাভারেজের অংশ

৬৬ বছর বয়স্ক মানবাধিকার কর্মী মনসেফ মারজুকি আজ তিউনিসিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। বিরোধী দলের এ কর্মী প্রাক্তন রাষ্ট্রপতি জিনে এল আবিদিন বেন আলির শাসনামলে কারা অন্তরীণ ছিলেন, পরে তাঁকে দেশ থেকে বহিস্কার করা হয়। দেশটির নতুন সংবিধান প্রনয়ণের পূর্ব পর্যন্ত এবং সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।

তাঁর এ নিয়োগ বিষয়ে তিউনিসিয় নেটিজেনরা সমালোচনা ও সমর্থনে দ্বিধা বিভক্ত। আরব বিশ্বের অন্যান্য জায়গার নেটিজেনরা মারজুকির  নিয়োগের পর তাঁর প্রদত্ত ভাষণ কে গণতন্ত্রের পথে তিউনিসিয়ার উত্তরণ বলে অভিমত  প্রকাশ করেছেন, এবং তাঁদের দেশও এ পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।

তিউনিসিয়া প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি জনাব মারজুকির উদ্বোধনী ভাষণ। ছবি- হামেদেদ্দিন বউয়ালি, স্বত্ব ডেমটিক্স (১৩/১২/১১)

তিউনিসিয়া প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রপতি জনাব মারজুকির উদ্বোধনী ভাষণ। ছবি- হামেদেদ্দিন বউয়ালি, স্বত্ব ডেমটিক্স (১৩/১২/১১)

১৭ ডিসেম্বর সিদি বউজিদ শহরের বেকার যুবক মোহাম্মেদ বাউজিজির আগুনে আত্মাহুতি প্রদানের ঘটনায় তিউনিসিয়া আরব বিপ্লবের সুচনা ভূমিতে পরিণত হয়। সে দিন থেকে এ অঞ্চলের লক্ষ লক্ষ আরব গণতন্ত্র, সমতা, মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সংসদীয় সংস্কারের দাবিতে রাজধানী, শহর ও গ্রামের রাস্তাগুলোতে নেমে আসে।

টুইটারে আরব নেটিজেনদের প্রতিক্রিয়ার কিছু খণ্ডচিত্র এখানে।

ইয়েমেনি নুন আরাবিয়ার স্বপ্ন:

@নুন আরাবিয়া: আশা করি একদিন ইয়েমেনে আজকের তিউনিসিয়দের মত “আমরাও” আমাদের নেতাকে বেছে নিতে পারবো।# ইয়েমেন # তিউনিসিয়া

ইয়েমেনী আবু বকর আল শামাহি তিউনিসীয় সংসদে মারজুকির প্রদত্ত ভাষণের লিংক পাঠান। তিনি তাঁর  আরেকটি স্বপ্ন কে তুলে ধরেন এভাবে:

@আবুবকরআব্দুল্লাহঃ আজ তিউনিসিয়ার সংসদে মারজুকির ভাষণ- অভূতপূর্ব- একদিন ইয়েমেনে এমন কিছু ঘটবে বলে আমি আশা করি…

শপথ গ্রহণের সময় তিউনিসিয় বিপ্লবের শহীদদের কথা স্মরণ করে মারজুকি কেঁদে ফেলেন।

সাংবাদিক এন্ড্রু হামন্ড রিপোর্ট করেন:

@হামন্ডা১: # তিউনিসিয়ার রাষ্ট্রপতি মারজুকি বিপ্লবে শহীদদের স্মরণ করেন এবং প্যালেস্টাইন, সিরিয়া ও ইয়েমেনের চলমান সংগ্রামের কথা উল্লেখ করেন।

এ বিষয়ে মিসরীয় মেনা আলার মন্তব্য [আরবি]:

مصرمش تونس لأنك مش هتلاقي عندنا مسئوول بيعيط على دم الشهداء و عمر ما مجلس الشعب هيقول:إذا الشعب يوما أراد الحياة فلا بد أن يستجيب القدر

@ দি মিনজ: মিসর তিউনিসিয়া নয়। কেননা এখানে আপনি কখনই একজন কর্মকর্তাকে শহীদদের স্মরণে অশ্রু বিসর্জন করতে দেখবেন না এবং কখনই দেখবেন না যে সংসদ উঠে দাঁড়িয়ে বলছেঃ “ জনগণ যদি বাঁচতে চায় তবে নিয়তি সাড়া না দিয়ে পারে না।”:

এ বাণীটি তিউনিসিয়ার জাতীয় সংগীতের অংশ।  জাতীয় সঙ্গীতের পূর্নাঙ্গ অনুবাদ পাবেন এখানে

ইজিপ্টক্র্যাসি স্বীকার করেন:

@ইজিপ্টক্যাসি: আল মনসেফ আল # মারজুকির ভাষণ অভূতপূর্ব। অভিনন্দন # তিউনিসিয়া। তোমরা আমাদের আশা জাগিয়েছ।# মিসর

মিসরীয় আব্দেল রাহমান বলেন:

@৩ ওআইইয়াস: তিউনিসিয়া বিপ্লব করেছে, তাঁরাই আসল আর আমরা নকল… ধিক আমাদের! #এনভি # তিউনিসিয়া #মিসর# জানুয়ারি ২৫

মারজুকির ব্লগ পাওয়া যাবে www.moncefmarzouki.com আর তিনি টুইট করেন @Moncef_Marzouki এ।

আমাদের এ পোস্টটি  তিউনিসিয়া বিপ্লব ২০১১- এর স্পেশাল কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .