সিরিয়াঃ রাজান ঘাজ্জাউয়ির বিরুদ্ধে অভিযোগ গঠন, ব্লগাররা তার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে

এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

লেবাননের দৈনিক পত্রিকা ডেইলি স্টারের এক প্রবন্ধ অনুসারে, গ্রেফতারের আট দিন পরে রাজান ঘাজ্জাউয়ির নামে অভিযোগ গঠন করা হয়েছে। উক্ত প্রবন্ধে সংবাদ প্রদান করা হয়:

ঘাজ্জাউয়ির আইনজীবীর প্রদান করা সংবাদ অনুসারে, রাজানের বিরুদ্ধে “ এমন এক সংগঠন তৈরির অভিযোগ আনা হয়েছে, যা কিনা রাষ্ট্রের সামাজিক এবং অর্থনৈতিক পরিচয় পাল্টে দেবার চেষ্টার উদ্দেশ্য গঠন করা হয়েছিল। একই সাথে তাঁর বিরুদ্ধে “ জাতীয় আবেগকে দুর্বল করে দেওয়া, আর জাতিগত দাঙ্গা উসকে দেবার” এবং “ জাতীয় আবেগকে দুর্বল” করার অভিযোগ আনা হয়েছে। এই সব অভিযোগ প্রমাণিত হলে, তার তিন থেকে পনের বছর পর্যন্ত জেল হতে পারে।

টুইটারে, তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতি তাঁর সমর্থকরা প্রবল প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। সিরিয়ান ব্লগার @ আনাস কাতায়েস লিখেছেন:

The logo of the global Free Razan campaign

বিশ্ব জুড়ে রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত কর নামক প্রচারণার লোগো।

@আনাসকাতায়েস:রাজান ঘাজ্জাইয়ির বিরুদ্ধে হাস্যকর সব অভিযোগ দায়ের করা হয়েছে। সিরিয়ার শাসকদের অন্য সব কাজের মত। #ফ্রিরাজান #সিরিয়া

@“আনাসকাতায়েস : “জাতীয় আবেগকে দুর্বল করা এবং সম্প্রদায়গত সংঘর্ষকে উসকে দেবার চেষ্টা- অবশ্যই এই সমস্ত অভিযোগ আসাদের বিরুদ্ধে করা উচিত। #সিরিয়া #ফ্রিরাজান

আল জাজিরার সাংবাদিক দিমা খাতিবও একই ভাবে শঙ্কিত:

“অপরাধী” হিসেবে @রেডরাজানের বিরুদ্ধে অভিযোগ গঠনের সংবাদে আমি খুব বেদনার্ত, রাজান কোন অপরাধী নয়। রাজান এক স্বাধীনতার যোদ্ধা #ফ্রিরাজান

এই সব অভিযোগের ঘটনায় কার্ল শারর ক্ষুব্ধ, তবে বিশেষ করে একটি অভিযোগের প্রতি তিনি তার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি লিখেছেন:

কিন্তু “ সম্প্রদায় গত দাঙ্গা উসকে দেবার চেষ্টা” নামক অভিযোগ যে কোনটির চেয়ে হীন এক অভিযোগ। সম্প্রদায়গত সম্প্রতি বজায় রাখার জন্য রাজান সব সময় সচেষ্ট ছিল।#ফ্রিরাজান

ভেনিজুয়েলার বাসিন্দা, গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা লরা ভিদাল লিখেছেন:

যখন সরকার কোন ব্লগারকে চুপ করিয়ে দেয়, তখন তার অধিকারের দাবী যৌক্তিক বলে প্রমাণিত হয়। # ফ্রিরাজান

রাজানের প্রতি সমর্থনের জন্য প্রচারণা চলছে। প্যালেস্টাইনের ব্লগার আবির কপ্তি টুইট করেছে :

প্যালেস্টাইনী ব্লগাররা “রাজান (#ফ্রীরাজান) এবং সকল সিরিয় রাজনৈতিক বন্দীদের মুক্ত কর নামক” এক বিবৃতি আহ্বান করে, তার জন্য কাজ করেছে।

এই প্রচারণার সম্বনয় সাধনের জন্য ফেসবুকের একটি পাতা ব্যবহার করা হয়েছে, এদিকে টুইটারে এই বিষয়ে তাজা সংবাদ প্রদান করার জন্য #ফ্রিরাজান নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

এই পোস্টটি সিরিয়া বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .