আজ (১১ ডিসেম্বর) মিশরের নোবেল সাহিত্য পুরষ্কার বিজয়ী এবং অন্যতম উপন্যাসিক নাগিব মাহফুজের শততম জন্মদিন। আজকের এই দিনটাকে টুইটারে স্মরণ করা হচ্ছে।
নাগিব মাহফুজ, ১১ ডিসেম্বর ১৯১১-এ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করে। অজস্র লেখা লিখে যাওয়া এই দুর্দান্ত লেখক, ৫০ টির মত উপন্যাস এবং ৩৫০ টি ছোট গল্প লিখেছেন, এছাড়াও তিনি ৫টি নাটক এবং পেশাগত জীবনে অজস্র চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন। তিনি প্রায় ৭০ বছর ধরে তাঁর এই লেখার কাজ চালিয়ে যান।
টুইটারে, ইব্রাহিম আব্দেল মাগুইদ উল্লেখ করেছেন [আরবী ভাষায়]:

নাগিব মাহফুজের জন্মদিন উদযাপন। ছবির কৃতিত্ব উইকিমিডিয়া কমন্সের, (সিসি বাই–এসএ ৩.০) –এর মাধ্যমে ব্যবহার করা হয়েছে।
নারিমান ইদ্রিস বিস্মিত:
@নারিমানইদ্রিস:আজ যদি টিভি চ্যানেলগুলো #মাহফুজের লেখা কাজ সমূহকে সারাদিন ধরে চালাতে থাকে!
লায়লা এল তাহওয়ায়ি ভাবছেন, নাগিব মাহফুজ, যিনি ২০০৬ সালে মারা গেছেন, তিনি যদি আজ মিশরের চলতে থাকা বিপ্লবকে দেখে যেতে পারতেন। ভদ্রমহিলা টুইট করেছেন:
@লায়লাতাহওয়ায়ি:শান্তিতে ঘুমাও মাহফুজ, সামান্য যে কয়জন মানুষকে আমি এই বিপ্লবের প্রত্যক্ষদর্শী হতে দেখতে চেয়েছিলাম, নাগিব মাহফুজ তাদের মধ্যে অন্যতম। #মাহফুজ#ইজিপ্ট
মুহাম্মাদ আদেল ব্যাখ্যা করেছে [আরবী ভাষায়]:
এবং ম্যাথু উপসংহার টেনেছে:
@হারাফিশ১:নাগিব#মাহফুজের আজ শততম জন্মদিন! যদিও তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখা বই এখনো আমাদের অনুপ্রাণিত করে এবং পৃথিবীর শেষ সময় পর্যন্ত সে গুলো আমাদের মাঝে থেকে যাবে# ইজিপ্ট
নাগিব মাহফুজ–এর ফেসবুকের পাতা, আজকের দিনটিতে তাঁর জন্ম শতবার্ষিকীকে স্মরণ করে যে সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সে সবের সংবাদের লিঙ্ক প্রদান করেছে।