সাংহাইস্ট-এর ফান হুয়াং, সিচুয়ান-এর পেংঝু এলাকা থেকে বেশ কিছু কুকুর উদ্ধার অভিযানের বিষয়ে সংবাদ প্রদান করেছে। এখান থেকে ২০০ টি কুকুরকে গাড়িতে করে গুয়াংডং প্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল, যেগুলোকে খাবার হিসেবে বিক্রি করা হত। সময়মত প্রাণী রক্ষা কর্মীরা এই সব ট্রাক আটক করতে সক্ষম হয়।