গল্পগুলো মাস 8 ডিসেম্বর 2011
সিরিয়া: রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত কর
আজ সিরিয়া-জর্ডান সীমান্তে সিরীয় কর্তৃপক্ষ ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করেছে। যখন ঘাজ্জাউয়িকে গ্রেফতার করা হয়, সে সময় ভদ্রমহিলা আরব বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক কর্মশালায় যোগ দেবার জন্য জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঘাজ্জাউয়ির গ্রেফতারের ঘটনায় সারা বিশ্বের ব্লগার এবং একটিভিস্ট সমালোচনায় মুখর হয়ে উঠেছে এবং ক্ষোভে ফেটে পড়েছে, তারা দ্রুত ঘাজ্জাউয়ির মুক্তি দাবি করছে।