- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

থাইল্যান্ডঃ ৭৬১, ৪১৬ টি ওয়েবপেজ বন্ধ করে দেওয়া হয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, থাইল্যান্ড, আইন, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, রাজনীতি, সরকার

ফ্রিডম এগেনেইস্ট সেন্সরশীপ থাইল্যান্ড বা ফ্যাক্ট নামক সংস্থা, সংবাদ প্রদান করেছে যে থাইল্যান্ডে ৭৬১,৪১৬ টি ওয়েবপেজ বন্ধ করা দেওয়া হয়েছে [1]। নিষিদ্ধ এই সব ওয়েবপেজ, যার মধ্যে ফেসবুকের পাতাও রয়েছে, সেগুলোকে নিষিদ্ধ করার কারণ, এই সমস্ত ওয়েবসাইট গুলো থাইল্যান্ডের রাজ পরিবারের প্রতি সমালোচনামুখর ছিল।