ডি.বি.এস. জয়রাজ, আগামীতে প্রকাশ হতে যাওয়া লিবারেশন টাইগার অফ তামিল ইলম (এলটিটিই)-এর নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের ১০০০ পাতার জীবন গ্রন্থের বিষয়ে টুইট করেছে। এই বইটি লিখেছে এন নেডুমারান। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের এক বিখ্যাত রাজনীতিবীদ এবং একই সাথে তিনি তামিল জাতীয়তাবাদী আন্দোলন [ তামিল ন্যাশনাল মুভমেন্ট]-এর নেতা। এই দলটি এলটিটিই-এর প্রতি সমর্থন জ্ঞাপন করে থাকে।