কলম্বিয়া: বোগোতার বলিভার চত্বরে ছাত্র জমায়েত

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের  ছাত্ররা নভেম্বরের ১০ তারিখে দেশের সকল শহরে পদযাত্রার আয়োজন করে দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র বোগোতার বলিভার চত্বরে মিলিত হয়। উচ্চশিক্ষা সংস্কারের ৩০ নম্বর আইন বাতিলের জন্য সরকারকে চাপে রাখা ছিল এ কর্মসূচির লক্ষ্য।

উল্লেখ্য যে, দেশের ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের ফলে রাষ্ট্রপতি আইন বাতিলের ঘোষণা দেন, এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ছাত্ররা শ্রেনী কক্ষে ফিরে যায় কিন্তু পদযাত্রা ও ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত বহাল রাখে।

ইনডিগনেট_কো ব্লগ [স্প্যানিশ ভাষায়], পদযাত্রার কারন ব্যাখ্যা করে লিখে:

El 10 de noviembre llegarán a Bogotá, provenientes de todo el país, estudiantes de diferentes universidades, que están marchando como una muestra de su posición contra esta propuesta de reforma a la ley 30.
Somos el pueblo que puede vigilar al gobierno!!!
সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র- জনতা আইন ৩০তম সংশোধন প্রস্তাবের বিরোধিতা করে ১০ নভেম্বর তারিখে পদযাত্রা করে বোগোতায় সমবেত হবে। আমরাই সেই জনতা যারা সরকারের দিকে নজর রাখছি!!!

আরব বসন্ত ও ওয়াল স্ট্রীট দখল [স্পেন] বিষয়ে ছাত্র বিক্ষোভ সম্পর্কে তাঁরা তাঁদের মতামত তুলে ধরেন:

Del análisis de los diversos movimientos que se han gestado en el último año (la primavera árabe, el movimiento M15 de los Indignados en España, el Ocupen Wall Street, etc) nos hemos dado cuenta que uno de los factores que facilita la difusión de los acontecimientos ocurridos durante las protestas y la  visibilización de las mismas ha sido la conectividad en los lugares de desarrollo de las mismas. En estos casos la conexión ha permitido transmisiones vía streaming de los sucesos en tiempo real, seguimiento vía Twitter y otras redes sociales, registro de las actividades en blogs, además de contribuir a generar la solidaridad de otros grupos y personas que se conectan a través de internet sin importar las distancias, los tiempos y los idiomas. Por estas razones, pensando en una forma de contribuir de forma efectiva al movimiento de estudiantes colombianos, hemos contactado a colectivos amigos y estamos buscando la manera de generar y ofrecer conectividad en la plaza de Bolivar para el 10 de Noviembre.

গতবছর আরব বসন্ত, স্পেনে অসন্তোষ, মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিপর্যয়ের শিকার হাজার হাজার মানুষের ওয়াল স্ট্রীট দখল ইত্যাদি নানা ধরণের আন্দোলন, বিক্ষোভ সমূহ পর্যালোচনা করে আমরা উপলব্ধি  করতে পারি, বিক্ষোভকারীগণ নিজ নিজ অবস্থানে থেকেই তাঁদের ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছেন। এসব প্রতিবাদ সমাবেশ গড়ে তলার ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সকল গণ অভ্যুত্থান সংঘটনে দেখা গেছে যে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা আন্দোলনের গতি সঞ্চার করেছে এবং আন্দোলনসমূহের জীবন্ত চিত্র প্রকাশ করেছে। এগুলির সঙ্গে টুইটার এবং অন্যান্য সামাজিক নেটওয়ার্ক যুক্ত হয়েছে। ব্লগের মাধ্যমে ঘটনা সমূহের গতি প্রকৃতিও বিশ্লেষণ করা হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরণের লোকজন ও গ্রুপগুলোর সংহতি গড়ে তোলা সম্ভব হয়েছে; যা আন্দোলনকে গতিশীল করেছে। কে কোথায় আছেন, কতদুরে আছেন, কীইবা তাঁদের ভাষা  কোন কিছুই এসব আন্দোলনে বাধা হয়ে দাঁড়ায়নি।এ সকল কারনেই কলম্বিয়ার ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন প্রদান বা কোন প্রকার অবদান রাখার ক্ষেত্রে কার্যকর উপায়ের বিষয় বিবেচনা করার সময় আমরা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি এবং ১০ নভেম্বর বলিভার চত্বরে যোগাযোগ গড়ে তোলার উপায় সন্ধান করছি।

টুইটারে দিনব্যাপী নিচের হ্যাশট্যাগগুলো ব্যবহার করে পোস্ট জমা পরেছে: #টমাবোগোতা, #পারোবোগোতা, #প্লাজাবলিভার,#কুইভিভ্যানলোসেসস্টুডিয়ান্তেস এবং #লে৩০

বলিভার চত্বরের একটি চিহ্ন

বলিভার চত্বরের একটি চিহ্ন। ছবি- আরতেসানো, ফ্লিকার থেকে সি সি বাই ২.০ লাইসেন্সের অধীনে ব্যবহৃত

প্রাথমিকভাবে সকালের দিকে প্রেরিত প্রতিক্রিয়া গুলোর মধ্যে নাথালি প্লাতা (@নাটিক্যাপ২) ছাত্রদের কার্যক্রমের সাথে সুর মিলিয়ে শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা কি হবে সে বিষয়ে যুক্তি তুলে ধরেনঃ

Porque la educación es un deber del Estado y un derecho del ciudadano #noley30

কারন শিক্ষা রাস্ট্রের দায়িত্ব এবং নাগরিক অধিকার#নো ল ৩০

দিনটি সম্পর্কে এডমান্ডো (@মুন্ডমাইন্ড) হতাশা ব্যক্ত করেন:

No creo que ni la mitad de la gente que se “#tomabogota” entienda por qué ni para qué lo hace, un pretexto para no ir a clase y parchar

“#অকুপাইইনবোগোতা” তে জনগণ কি করতে চাইছেন সে বিষয়ে অর্ধেক জনগণের কোন ধারনা আছে বলে আমি মনে করি না, শ্রেণীকক্ষে না ফেরা এবং কিছুই না করার ধারনা তাঁদের হয়েছে:

কার্লোস গার্সিয়া(@ কার্লোস কুয়েন্তেরো) মনে করেন কলেজ ছাত্রদের সাথে উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদেরও যোগদান করা উচিত;

Docentes y estudiantes de secundaria también apoyarán la #TomaBogotá en defensa de la educación en Colombia

শিক্ষকবৃন্দ ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রদেরও উচিত # কলম্বিয়ার শিক্ষা রক্ষায় বোগোতা দখল কর্মসূচিকে সমর্থন জানানো

পদযাত্রায় শামিল হতে জারিও গারসিয়া (@এমআরসোয়াদ) অন্যদেরও আহ্বান জানান:

Yo me voy a marchar y tu (?) No te quedes en casa esta es la lucha de todos #QueVivanLosEstudiantes #ParoNacional #TomaBogotá @indignateco

Students put their posters on the metal structure of the 'Holiday tree' that is placed in Bolivar Square every year.  Photo on Flickr by Artessano under the CC by 2.0 license.

বলিভার চত্বরে প্রতিবছর স্থাপিত ‘হলিডে ট্রী’ র ধাতব স্থাপত্যে ছাত্ররা তাঁদের পোস্টার সেঁটে দিয়েছে। ছবি- আরটেসানো, ফ্লিকার থেকে সি সি বাই ২.0 লাইসেন্সের অধীন

আমি পদযাত্রায় অংশ নিচ্ছি আপনি কী করছেন (?) ঘরে বসে থাকবেননা, এটা সকলের লড়াই #কুইভিভ্যানলোসেসস্টুডিয়ান্তেস #পারোন্যাশনাল # টমাবোগোতা @ইন্ডিগনাটেকো

সকাল শুরু হবার পর উইকি কম্যুনিকেশন (@উইকিপেরিডিসমো) সবাইকে জানান:

Miles de estudiantes caminan en protesta pacífica #Ley30 por la Av Primero de Mayo hacia la Plaza de Bolívar – en Bogotá.

বোগোতার প্রিমিয়ো ডি মায়ও আভেন্যু থেকে বলিভার চত্বরের দিকে # লে ৩০ এর বিরুদ্ধে হাজারও ছাত্র শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ জানায়।

এডিসন বারবানো (@ইপ্লেনেস) লিখেন:

La Revolucion en Colombia no sera transmitida en la tv!! #QueVivanLosEstudiantes

কলম্বিয়ার বিপ্লব টিভিতে সম্প্রচার হবেনা!! # ছাত্ররা দীর্ঘজীবী হউক

#LongLiveTheStudents

গেরাল দিনে (@পারাজিটিলা) নিচের টুইট টি করেন:

Los héroes en Colombia si existen! Nos llamamos estudiantes.

বীরেরা কলম্বিয়ায় থাকে! আমরা তাঁদের ছাত্র বলি।

অ্যানিমাসআইআরসি (@অ্যানিমাসআইআরসি) জনতার সাথে যোগাযোগ রক্ষা করেন:

Meanwhile in #Colombia: Students 1 – Government 0 bit.ly/tMVTlC

ঘটনার চলমান নিবন্ধন সংগ্রহ করা হয়েছে @ইন্ডিগনেটকো থ্রু লাইভস্ট্রিম শীর্ষক লাইভস্ট্রিমে

অন্যদিকে, দিনের সবচাইতে আবেগপূর্ণ ভিডিও [স্পেন] পোস্ট করা হয়েছে “ ফেদে (সান্তোসের ভাগিনা) এর পড়ালেখা আর চাকুরি পেতে সাহায্য করুন নামক ফেসবুক গ্রুপে। টুইটারের মাধ্যমে “ রাজন পাব্লিকা (@রাজনপাব্লিকা)ভিডিওটি শেয়ার করেন এবং বলেন:

‘Capuchos’ y policías se abrazan durante la marcha de hoy en Medellín. La gente al final dice “Sí se puede, sí se…

মেডেলিনে আজকের পদযাত্রায় ‘কাপুচো’ আর পুলিশেরা পরস্পরকে জড়িয়ে ধরেন। শেষ দিকে জনতা বলছিল “ হ্যা আমরা পারি…”

সর্বোপরি,  এ কার্যক্রমে যে সব ছাত্ররা পদযাত্রায় অংশ নিয়েছিল তাঁদের জন্য দিনটি ছিল সফলতার তেলেসুর [স্পেন] পোস্ট করে:

Los estudiantes colombianos calificaron como un éxito “La toma de Bogotá”, actividad realizada este jueves con la participación de 150 mil personas de la comunidad universitaria y diversos sectores de la sociedad civil en la capital del país.

En declaraciones a teleSUR, el líder del movimiento estudiantil, Adrián Carrión, aseguró que la movilización tiene el objetivo claro de decirle al Gobierno que los estudiantes “no trabajamos condicionados”, por lo que levantarán el paro sólo cuando haya sido retirado oficialmente el protecto de reforma a la Ley 30 de Educación de la Cámara de Representantes colombiana.

বৃহস্পতিবারে রাজধানীতে “ অকুপাই বোগোতা” কর্মসূচিতে  ১৫০,০০০ কলেজ ছাত্র এবং  বিভিন্ন শ্রেনী পেশার সুশীল সমাজের লোকজন অংশগ্রহন করে। কলম্বিয়ার ছাত্ররা এ কর্মসূচিকে সফল বলে মনে করেন।

তেলেসুর-এর সঙ্গে সাক্ষাতকারে ছাত্র আন্দোলনের নেতা আদ্রিয়ান ক্যারিওন সবাইকে পরিস্কারভাবে নিশ্চিত করেন যে ছাত্ররা সরকারের সাথে “শর্ত সাপেক্ষে কাজ করবে না”, এবং ধর্মঘট তখনি বাতিল করা হবে যখন কলম্বিয়ার হাউজ অব রিপ্রেজেন্টিটিভ আইন ৩০ সংস্কারের বিষয়টিকে বাতিল বলে ঘোষণা দিবেন।

প্রাথমিকভাবে ছাত্ররা বলিভার চত্বরের বাইরে ক্যাম্প করেছিল, শেষ দিকে তাঁরা সরকারের সাথে একটি চুক্তিতে আসে[স্পেন] এবং  একটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .