স্বচ্ছতার জন্য প্রযুক্তি: ভারতে সরকারের জবাবদিহিতা

দুর্নীতি বিশ্বব্যাপী হুমকিস্বরূপ। উন্নত ও উন্নয়নশীল দেশে, সরকারী ও বেসরকারী খাতে, এবং অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠানে এটি প্রভাব ফেলে। সাম্প্রতিক কালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ২০১০ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সরকারকে সকল ক্ষেত্রে দুর্নীতি বিরোধী পদক্ষেপের সমন্বয় করতে হবে। এটি প্রমাণিত যে, বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আরও প্রাণবন্ত পদ্ধতি অবলম্বন করতে হবে, যাতে দারিদ্রতা এবং দুর্বল সরকার ব্যবস্থার মতো কারণগুলোও এই যুদ্ধে অন্তর্ভুক্ত থাকে।

টেকনোলজি ফর ট্রান্সপারেন্সি নেটওয়ার্ক বিশ্বব্যাপী স্বচ্ছতার প্রকল্পগুলোর মানচিত্র তৈরী করেছে । আমরা এটি জেনে আনন্দিত যে, প্রযুক্তির ব্যবহার ও দুর্নীতির বিরোধী নাগরিক সচেতনতার মাধ্যমে নৈতিক এবং জবাবদিহি সমাজের বৃদ্ধি ঘটছে, যা উৎসাহব্যঞ্জক।

ভারত, পৃথিবীর সর্ববৃহৎ বৈচিত্র্যপূর্ণ  গণতান্ত্রিক ব্যবস্থা, এই পরিবর্তনের মূল ভূমিকায় রয়েছে। ভারত উন্মুক্ত সরকার ও উন্মুক্ত পরিকল্পনায় প্রযুক্তির ব্যতিক্রমী বর্ধিষ্ণু উদ্ভাবন ব্যবহারে পথপ্রদর্শক । এটি কাকতালীয় নয় যে, যে দেশটি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে সস্তা ল্যাপটপ উৎপাদন করছে, একইসঙ্গে উন্মুক্ত সরকার ব্যবস্থা এগিয়ে নেওয়ার জন্য  অন্যান্য দেশ যেমন আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।

ভারত গণতান্ত্রিক জবাবদিহিতার জন্য কিভাবে প্রযুক্তি ও উদ্ভাবন ব্যবহার করা যায়, তার নেতৃত্বদানকারী। যুক্তরাষ্ট্র ভিত্তিক দলগুলো, একইসঙ্গে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোসহ, এই জাতীয় উদ্যোগ থেকে প্রচুর পরিমাণে শিক্ষা গ্রহণ করতে পারে। শুধুমাত্র লক্ষ লক্ষ মানুষের দারিদ্রতা দূর করাই নয় বরং গণতান্ত্রিক জবাবদিহিতা কিভাবে শক্তিশালী করা যায়, সেই বিবেচনায় ভারত পর্বতশীর্ষ নগরী হিসাবে অন্যান্য দেশের জন্য শিক্ষণীয়। -আমেরিকা উন্মুক্ত সরকার ব্লগ

বিশেষভাবে উল্লেখ্য, ভারত ভাষা ও বাস্তবতার বৈচিত্র্যপূর্ণ ফেডারেল রাষ্ট্র । সেকারণে, অনেক উদ্যোগ স্থানীয় স্বচ্ছতা এবং কিভাবে স্থানীয় কর্তৃপক্ষ  জবাবদিহি করা যায়, যেমন, জবাবদিহিতা উদ্যোগ, বিশ্ব কেস ষ্টাডির দ্বিতীয় পর্যায়ের প্রথম কেস। প্রকল্প পরিচালক ইয়ামিনি আইয়ার প্রকল্পের উদ্দেশ্য সরকারী সেবা উন্নত করার বিষয়ে বলেন:

আমাদের মূল লক্ষ্য সরকারী বিতরণ ব্যবস্থায় অবহিতকরণ ও জবাবদিহিতা বৃদ্ধি করা। আমরা দুই পন্থায় এটি করব। এরকম একটি ব্যবস্থার জন্য, সরকারী ব্যবস্থা এমন হতে হবে, যা নাগরিকের চাহিদা অনুযায়ী স্বচ্ছ এবং অনুকূল সাড়াদানকারী এবং নাগরিকদের তথ্য সমৃদ্ধ করবে, যাতে তারা তাদের চাহিদা উপস্থাপন করতে পারে এবং অধিকতর জবাবদিহিতার জন্য চাপ সৃষ্টি করতে পারে। পয়সা এবং এক্সপেনডিচার ট্রাক এর উদাহরণ। আমাদের কাজের দ্বিতীয় পন্থা হলো- জবাবদিহিতার বিষয়ে বিতর্কের সৃষ্টি করা।

ভারত থেকে অন্যান্য টেকনোলজি ফর ট্রান্সপারেন্সি প্রকল্পগুলোর তথ্য অনুসন্ধানের জন্য টেকনোলজি ফর ট্রান্সপারেন্সি ওয়েবসাইট দেখুন।

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .