- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্যাবন ও ব্রাজিল: বংগোর ফুটবল বিলাস

বিষয়বস্তু: সাব সাহারান আফ্রিকা, গ্যাবন, ব্রাজিল, আন্তর্জাতিক সম্পর্ক, খেলাধুলা, নাগরিক মাধ্যম, রাজনীতি, সরকার

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ পাতা গ্যাবনে গন্ডগোল ২০১১ [1]এর অংশ।

১ মিলিয়ন ব্রাজিলীয় রিয়াল ($৫৭০,০০০ ডলার): ব্রাজিলীয় সংবাদ সংস্থা ফোলহা অনুযায়ী এই ছিল একটি ফুটবল ম্যাচের জন্য সেলিসং (ব্রাজিলীয় জাতীয় ফুটবল দলের ডাকনাম) কে দেয়া গ্যাবনের প্রেসিডেন্ট আলি বংগোর উপহার [2]। অবশ্য অত্যধিক খরচ বংগো পরিবারের জন্য নতুন কিছু নয়। বিদ্রুপাত্মক ফরাসি সংবাদপত্র ‘ল কানার্ড এশ্যাঁইনে’ ৮ই নভেম্বর প্রকাশ করে [3] যে সাবেক প্রেসিডেন্ট ওমার বংগো ২০০৭ সালে চটকদার স্যুট কিনতে প্যারিস গিয়ে ৩৪৪,০০০ ইউরো খরচ করেন। তার পুত্র, বর্তমান প্রেসিডেন্ট আলি বংগো, ২০১০ সালে একই ধরনের বিলাস পণ্য ক্রয় করতে ৮৮,০০০ ইউরো ব্যয় করেন। এই ব্যয় বাহুল্যতা গ্যাবনিজ জনগণের দৈনন্দিন জীবনের রূঢ় বাস্তবতার সাথে চরম অসামঞ্জস্যপূর্ণ।

[4]

বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্যাবনের প্রেসিডেন্ট আলি বংগো (ছবি: ফ্লিকার)

জনসংখ্যার একটি বৃহৎ অংশ যেখানে দরিদ্র

সিআইএ ফ্যাক্টবুক [5]অনুযায়ী, গ্যাবনের মাথাপিছু আয় বেশিরভাগ সাব-সাহারান আফ্রিকান দেশের প্রায় চারগুণ, কিন্তু এর উচ্চ আয়-বৈষম্য জনসংখ্যার একটি বৃহৎ অংশকে দরিদ্র করে রেখেছে।

আর এই দরিদ্র জনগোষ্ঠিকে লিব্রেভিল থাকাকালে স্বচক্ষে দেখেছে ব্রাজিলীয় জাতীয় ফুটবল দল, যারা ৭ই নভেম্বর এখানে এসে পৌছেছে। অনলাইন মাধ্যম ‘লে পোস্ট’-এ গ্যাবনিজ অ্যাক্টিভিস্ট ও ব্লগার [6] জঁ-পিয়ের রুগু এ ভ্রমণকে বর্ণনা করেছেন এভাবে [7]:

Alors que l'équipe brésilienne foulait le sol gabonais pour le match amical à se tenir le 10 novembre sur le terrain inachevé et en mauvais état du stade de l'amitié que la Chine a fait don au Gabon, les joueurs ont pu observer à travers les vitres de leur autobus, le spectacle dévastateur des destructions de quartiers du gouvernement de Ali Bongo

১০ই নভেম্বর সেলিসং যখন চীনের উপহার দেয়া অসম্পূর্ণ এবং ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম অফ ফ্রেন্ডশিপ-এ প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য গ্যাবনের মাটিতে পা রাখে, তখন ব্রাজিলীয় খেলোয়াড়রা তাদের বাসের জানালা দিয়ে দেখতে পাচ্ছিলো আলী বংগো সরকার দ্বারা বিধ্বস্ত এক গ্যাবনকে।

একটি চীনা প্রতিষ্ঠান লাভজনক খনিজসম্পদ খনন চুক্তির [2] বিনিময়ে স্টেডিয়ামটি তৈরি করেছিল।

রুগু তার বক্তব্যকে জোরালো করতে একটি ইউটিউব ভিডিও [8] তুলে ধরেন, যা প্রকাশ করেছেন ভেইওআরজে [9] নামের এক ব্যবহারকারী ৮ই নভেম্বর তারিখে। সেলিসং যখন লিব্রেভিলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন বাসের ভেতর থেকেই ভিডিও চিত্রটি ধারণ করা হয়েছে:

ভিডিওচিত্রটি গ্যাবনিজ ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। ‘ইনফোস কিংগুয়েলে [10]‘ নামের এক ফেইসবুক গ্রুপে অনেকেই এ ভিডিওচিত্র ও ব্রাজিলীয় জাতীয় ফুটবল দলের ভ্রমণ নিয়ে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেছেন:

সিটোয়েন লিব্রে গ্যাবন [11] লিখেছেন:

Les Brésiliens n'ont fait que réagir comme tout être humain normal ferait en se rendant dans un pays supposé être riche de pétrole, manganèse, bois, etc., avec seulement 1,5 million d'habts!

তেল, ম্যাঙ্গানিজ, কাঠ ও অন্যান্য সম্পদে ভরপুর একটি দেশ মাত্র ১৫ লক্ষ অধিবাসী নিয়ে ধনী হয়ে যাবার কথা, কিন্তু তাদের হাল দেখে অন্যান্যরা যেভাবে প্রতিক্রিয়া দেখাতো ব্রাজিলীয়রা সেভাবেই অবাক হয়েছে!

নিংমাল্টিমিডিয়া নিংওয়ার্ল্ড [12]যোগ করেন:

ces brésiliens viennent prendre leur agent au Gabon et par la suite ils continuent de se moquer de notre sale vie

ওসব ব্রাজিলীয়দের পয়সা দিয়ে গ্যাবনে আনা হয়েছিল, কিন্তু তারপরও তারা আমাদের দুর্দশা দেখে তামাশা করবে।

ব্রাজিল বনাম গ্যাবন: ব্যর্থ প্রয়াশ?

ব্রাজিলীয় ক্রীড়া খবর সাইট ‘গ্লোবো এস্পোর্তো’ চীনা ঠিকাদার দ্বারা নির্মিত স্টেডিয়ামের বেহাল দশা [13] তুলে ধরেছে এভাবে :

De longe, lembra o Engenhão, no Rio de Janeiro. Porém, de perto, a história muda de figura. (…) Além disso, a pista de atletismo, no entorno do gramado, ainda está sendo finalizada.

দূর থেকে স্টেডিয়ামটিকে রিও ডি জেনিরোর এনজেনহাংয়ের মত দেখায়। কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই আসল ব্যাপারটা চোখ এড়ায় না (…) ছিদ্র এবং এবড়ো থেবড়ো মাঠ খুব সহজেই চোখে পড়ে। তাছাড়া, দৌড়ানোর যে ট্র্যাকটি মাঠকে ঘিরে রেখেছে সেটাও অসম্পূর্ণ।

ব্রাজিলীয় দলের প্রতিরক্ষা খেলোয়াড় লুইজাও এএফপি [14] এর কাছে তাঁর গ্যাবন ভ্রমণের সময় দেখা বৈপরীত্য তুলে ধরেছেন:

“On sait qu'ici le gens ont leurs problèmes et arriver ici et voir les gens sourire au passage de la Seleçao, la joie dans le stade, c'est une fierté.” Le défenseur du Benfica commente aussi la pauvreté aperçue et les dizaines de maisons détruites par les autorités lors d'une opération de lutte contre les constructions anarchiques le long de la voie menant au stade.

“আমরা জানি এখানকার মানুষের অনেক সমস্যা আছে, তারপরও এখানে আসতে পারা এবং মানুষের মুখে হাসি ফুটাতে পারা আমাদের জন্য গর্বের ব্যাপার।” বেনফিকা ফুটবল দলের এই প্রতিরক্ষা খেলোয়াড় তাঁর চারপাশে দেখা দারিদ্র্য এবং কর্তৃপক্ষের অভিযান চালিয়ে রাস্তার পাশের কয়েক ডজন অবৈধ স্থাপনা ধ্বংস করার দৃশ্যেরও বর্ণনা দেন।

ফোহলা ডট কম [2] এর নিবন্ধ অনুযায়ী, এক সাংবাদিক বলেছেন যে আলী বংগোর দেয়া ১ মিলিয়ন রিয়াল বরাদ্দ ছিল ব্রাজিলীয় জাতীয় দলের সদস্যদের একটি বিশেষ অনুশীলন ম্যাচের জন্য, আর যাতে আমন্ত্রিত হবে কেবল গ্যাবনিজ ভিআইপি কর্মকর্তারা:

O número certo de “amigos do presidente” –como um alto executivo do governo chama o grupo– no evento é uma incógnita. Militares afirmam que Ali Bongo convidou de mil a até 15 mil aliados.

“প্রেসিডেন্টের বন্ধু”র সঠিক সংখ্যাটা জানা যায় নি। তবে সেনা কর্মকর্তারা বলেছেন আলী বংগো প্রায় ১৫০০০ ঘনিষ্ঠ ব্যক্তিকে আমন্ত্রণ করেছেন।

তবে সেলিসং এর ম্যানেজাররা স্টেডিয়ামের খারাপ অবস্থা দেখে ‘বন্ধুত্ব স্টেডিয়াম’ তাদের খেলোয়াড়দের অনুশীলন করাতে রাজি হন নি। ওই সাংবাদিক আরো বলেছেন যে আলী বংগো নিজেই যে অনুশীলন ম্যাচের দ্বারা উদ্দোক্তা এটা ব্রাজিলীয় দলের টেকনিক্যাল কমিটি (সিবিটি) একরকম উপেক্ষাই করেন।

সব কিছুর পরও ১০ই নভেম্বর ২০১১ গ্যাবনিজ জাতীয় দলের বিরুদ্ধে ম্যাচটি অনূষ্ঠিত হয়। খেলার প্রারম্ভে কারণ বিদ্যুত বিভ্রাটের কারণে ১৮ মিনিট বিলম্বিত হয়। ওই মূহুর্তে ‘ব্রাজিল X গ্যাবন’ ছিল বিশ্বব্যাপী টুইটারে আলোচিত বিষয়:

ব্রাজিলীয় ইন্টারনেট ব্যবহারকারী এই ঘটনার উপর তাদের মতামত দিয়েছেন। লুকাস বিদ্রুপের স্বরে লিখেছেন::

@Sou1nerd [15]:  ব্রাজিল X গ্যাবন = zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

হাইরো কস্তা যোগ করেন:

@Jairo_Costa [16]: R$1.000.000,00 de suborno n eh suborno,eh Brasil x Gabao…um absurdo!!

১ মিলিয়ন রিয়ালের দুর্নীতি, ব্রাজিল বনাম গ্যাবন … হাস্যকর!

গ্যাবনিজ ব্লগার রুগু বক্তব্য [7] শেষ করেছেন এভাবে:

Le match amical du Gabon contre l'équipe B du Brésil est une occasion pour Ali Bongo de tenter d'endormir le peuple en essayant de lui faire oublier ses problèmes de vie quotidiens. Mais que le gouvernement de l'incompétence et de l'improvisation se révise, le peuple n'est pas dupe!

আলী বংগোর জন্য গ্যাবন ও ব্রাজিলের ‘বি’ দলের মধ্যে প্রীতি ম্যাচ ছিল সাধারণ মানুষের মনোযোগের বিঘ্ন ঘটানো এবং তাদের দৈনন্দিন দুর্দশাকে ভুলিয়ে দেয়ার জন্য। কিন্তু অপদার্থতা এবং বিঃশৃংখলা দ্বারা চালিত এই সরকারের উচিত দুইবার চিন্তা করা, মানুষকে সব সময় বোকা বানানো যায় না!

এই পোস্টটি আমাদের বিশেষ কাভারেজ পাতা গ্যাবনে গন্ডগোল ২০১১ [1]এর অংশ।