এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।

আলা আব্দে ফাত্তাহ-এর একটি গ্রাফিতি বা দেওয়াল চিত্র, যেখানে লেখা রয়েছে: আমাকে ভুলে যাবেন না। ছবি বাসেম সাবরির।
একটি সামরিক আদালত আজ সিদ্ধান্ত নেবে যে আলা আব্দে ফাত্তাহকে তারা কি ছেড়ে দেবে নাকি ১৫ দিনের জন্য কারাগারে পাঠাবে। তাঁর বিরুদ্ধে এক তদন্ত চলছে, যেখানে অভিযোগকারীরা বলছে যে এই সব অভিযোগ মিথ্যা। সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি মূলক বক্তব্য, অস্ত্র চুরি এবং উক্ত বাহিনীর সম্পত্তির ক্ষতি সাধন করার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।
এ বছরের ৩০ অক্টোবর আব্দে এল ফাত্তাহকে গ্রেফতার করা হয়, মূলত যখন সে সামরিক আদালতের বৈধতার প্রতিবাদ করে এর তদন্ত কর্মকর্তাদের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে অস্বীকার করে, তখন তাকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতার এবং এর ফলে বিশ্বজুড়ে যে সমালোচনা শুরু হয়, তা দেশটির আরো ১২,০০ বেসামরিক নাগরিকের দুর্দশার উপর আলোকপাত করে। মিশরে সর্বোচ্চ সামরিক পরিষদ (সুপ্রিম কাউন্সিল অফ আর্মড ফোর্সেস বা এসসিএএফ) ক্ষমতা গ্রহণ করার পর এই সমস্ত নাগরিকদের বিচার সামরিক আদালতে করা হয়েছে।
টুইটারে, ফাত্তাহ-এর সমর্থনে তার সমর্থকরা#হোয়াইফ্রিআলা (কেন আলাকে মুক্ত করা উচিত) নামক হ্যাশট্যাগের অধীনে তার মুক্তির দাবী করছে। এই হ্যাশট্যাগের অধীনে আসা নির্বাচিত কিছু টুইট এখানে প্রদান করা হল।
মোস্তফা রাফাত টুইট করেছে
@লভলস্তাফা: #হোয়াইফ্রিআলা; কেন আলাকে মুক্ত করতে হবে, কারণ আমার আর আপনার বদলে সে এখন কারাগারে।
আহমেদ মোয়েন একই ধরনের আবেগ প্রদর্শন করেছে:
@আহমেদমোয়েন:#হোয়াইফ্রিআলা; কেন আলাকে মুক্ত করা উচিত, কারণ আপনি হতে যাচ্ছেন এর পরবর্তী জন!
এস কে এর সাথে যোগ করেছে:
@নোলেসনফান২০১১: #হোয়াইফ্রিআলা; কেন আলা কে মুক্ত করতে হবে, কারণ সে এক বীর, সে নিষ্পাপ এবং সে আমার এমন এক বন্ধু যে মানুষকে অনুপ্রাণিত করতে পারে।
হোসেইন আদেল ফাহমি স্বীকার করে নিয়েছে [আরবী ভাষায়]:
এবং আলা আব্দে ফাত্তাহ-এর বোন মোনা সেইফ, যে কিনা বিপ্লবের শুরু থেকে সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচারের বিরুদ্ধে সোচ্চার, তিনি টুইট করেছেন:
@মোনাশোশ: #হোয়াইফ্রিআলা; কেন আলাকে মুক্ত করা উচিত, কারণ আমি সত্যি তার অভাব অনুভব করছি এবং আমি ভান করার চেষ্টা করছি, যেন এটা খুব সহজ একটা বিষয়।
প্রবন্ধ লেখিকা মোনা এল তাহওয়াই এই ঘটনার সারাংশ তৈরি করেছে:
@মোনাএলতাহওয়াই:#হোয়াইফ্রিআলা; কেন আলাকে মুক্ত করা উচিত, কারণ সে মিশরকে আরো সমৃদ্ধ করছে #ইজিপ্ট।
এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।