মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্ডো ব্লেক মোরা আজ ১১ নভেম্বর তারিখে এক হেলিকাপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাষ্ট্রপতি ফিলিপ ক্যালডোরানের শাসনামলে এই নিয়ে দুজন স্বরাষ্ট্রমন্ত্রী একই ভাবে নিহত হলেন। দু বছর আগে মোরার পূর্বসুরী জুয়ান কামিলো মোরিনিয় এক বিমান দুর্ঘটনায় নিহত হন।
উক্ত হেলিকাপ্টারে ব্লেক মোরার সাথে আরো সাতজন ভ্রমণ করছিল, এদের মধ্যে আইন ও মানবাধিকার প্রতিমন্ত্রী ফেলিপে জামারো, মন্ত্রী পরিষদের মুখপাত্র আলফ্রেডো গার্সিয়া এবং টেকনিকাল সেক্রেটারি মিরিয়াম এইটনও ছিলেন।তারা সকলেই এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
টুইটার ব্যবহারকারীরা সাথে সাথে এই দুর্ঘটনা নিয়ে আলোচনা শুরু করে, আর কয়েক ঘন্টার মধ্যে #ব্লেকমোরা এবং ‘সেক্রেটারিও ডে গবেরনাসিওন’ (স্বরাষ্ট্রমন্ত্রী) বিশ্ব জুড়ে এক আলোচিত বিষয়ে পরিণত হয়।
এখানে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু প্রতিক্রয়া তুলে ধরা হল:
পামেলা রাইস (@পামেলাআরসি২৫) বলছেন যে এই বিয়োগান্তক ঘটনায় রাজনৈতিক দলগুলোর কোন ফায়দা নেই:
Duele mucho ver a los opositores al Gobierno celebrar la muerte de #BlakeMora como si fuese un triunfo político. ¡Dejó una familia, idiotas!

ফ্রান্সিস্কো ব্লেক মোরো, ছবি ফ্লিকার ব্যবহারকারী কেন্দ্রীয় সরকার-এর (গোবিএরনো ফেডারেলের), এট্রিবিউশন-ননকমার্শিয়াল শেয়ার এলাইক ২.০ জেনেরিক (সিসি বাই-এনসি-এসএ -২.০ ) লাইসেন্স-এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।
জুয়ান গারসিয়া (@জুয়াগারসি) পুরো পরিস্থিতির উপর আলোকপাত করার জন্য নেট নাগরিকদের আহ্বান জানিয়েছেন:
El helicopterazo debería unir a partidos políticos y sociedad en general en apostar por un fin común: seguridad nacional. #BlakeMora
গিনিস কুইনটানা (@হেনেসি_বেনজ) আজকের দুর্ঘটনা এবং এখন থেকে তিন বছর আগের মোরেনিওর ক্ষেত্রে ঘটা একই রকম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন :
y como dice @carlospuig es la segunda vez que muere un secretario de gobernación en accidente aereo en el MISMO SEXENIO #blakemora
গতকাল দুর্ঘটনার আগে টুইটার ব্যবহারকারী @মোরফোর এক টুইট সবাইকে বিস্ময় উপহার দিয়েছে, অনেকে দাবী করছে যে সে এই দুর্ঘটনা ঘটার এক ঘণ্টা আগে এই বিষয়ে ভবিষ্যদ্বানী করেছিল:
Mañana a las 11/11 les caerá un secretario del cielo… evite reforma.
তার এই টুইট যে আলোড়ন সৃষ্টি করেছে, তার প্রেক্ষিতে সিএনএন মেক্সিকো [স্প্যানিশ ভাষায়] সংবাদ প্রদান করেছে, @মরোফো এই বিষয়টি পরিষ্কার করেছেন যে, তার এই টুইটের মন্তব্যের সাথে ঘটা ঘটনা; নিছক এক ভয়ঙ্কর কাকতলীয় মিল ছাড়া আর কিছুই না।
ব্লেক মোরা তার সর্বশেষ টুইটে, তাঁর পূর্বসুরী জুয়ান কামিলা মোরেনিও-র মৃত্যুকে স্মরণ করেছিলেন:
Hoy recordamos a Juan Camilo Mouriño a tres años de su partida, un ser humano que trabajo en la construcción de un México mejor.