- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পোল্যান্ড: উন্মুক্ত রাষ্ট্রীয় তথ্য শিবির ২০১১ এবং তথ্য শিবিরের ভবিষ্যৎ

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, পোল্যান্ড, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, প্রযুক্তি

গত ৪ঠা নভেম্বর নেট স্কয়ারড-এর অ্যানা কুলিবেরডা উন্মুক্ত রাষ্ট্রীয় তথ্য শিবির ২০১১ সম্বন্ধে একটি সারমর্ম পাঠিয়েছেন [1], যা ২১-২২ অক্টোবর পোল্যান্ডের ওয়ারসতে অনুষ্ঠিত হয়েছিল:

২১—২২ অক্টোবর পোল্যান্ডের রাজধানীতে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত রাষ্ট্রীয় তথ্য মেলা (ওজিডি) হয়েছিল। এটি সেন্ট্রাম সাইফ্রো প্রজেক্ট পলস্কার [2] (শুধুমাত্র পোলিশ ভাষায় লিংক) সহায়তায় ওপেন নলেজ ফাউন্ডেশন [3] কর্তৃক আয়োজিত। সেখানে ৪১টি দেশের ২৫০র বেশি মানুষ ছিল। আপনি প্রযুক্তিবিদ, দুর্নীতি সংক্রান্ত এনজিওর সদস্য, সাংবাদিক, সমাজ কর্মী, সরকারি কর্মকর্তা, ইইউ কমিশন প্রতিনিধি এবং আরো অনেকের সাথে কথা বলতে পারতেন। দুই দিনের মূল সম্মেলন এবং প্রায় এক সপ্তাহের স্যাটেলাইট অনুষ্ঠানে উন্মুক্ত রাষ্ট্রীয় তথ্যের উপর বিভিন্ন কর্মকান্ড পর্যবেক্ষণ করার মত যথেষ্ট সময় ছিল, বিশেষ করে নতুন বিষয় এবং এই আন্দোলনের ভবিষ্যৎ। […]

উন্মুক্ত রাষ্ট্রীয় তথ্য শিবিরের স্থল: [4]

উন্মুক্ত রাষ্ট্রীয় তথ্য শিবিরের স্থল: ওজিডি শিবিরের সময় ওয়ারস বাণিজ্যিক এলাকায় সাবেক এম২৫ ভূগর্ভস্থ ইলেকট্রনিকা ক্লাবের দৃশ্য, ভীতিকর অনুভূতি। (ফ্লিকার ব্যবহারকারী রিয়ালইভানসানচেজ এর ছবি; সিসি বাই- এসএ ২.০)

পূর্ববর্তী উন্মুক্ত রাষ্ট্রীয় তথ্য শিবির অনুষ্ঠানটি গত বছর লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল, এবং রামিন তিনাতি যেমন বলেছেন [5],

দিনটির শুরু হয়েছিল নিশ্চিতভাবেই পরাবাস্তববাদ দ্বারা। স্থান এবং সম্মেলন ভবনটি ছিল অন্যরকম, খুব আলাদা। এটি একসময় কারখানা ছিল, কিন্তু এখন নাইট ক্লাবে পরিণত হয়েছে। সকালে ৯:৪৫ এর দিকে অন্ধকার ও ঠান্ডা ছিল। রুফিউস পোলক একটি বড় স্মারক বক্তৃতার মাধ্যমে উন্মুক্ত তথ্যের উন্নয়নের উপর দ্রুত ভূমিকা করে উন্মুক্ত রাষ্ট্রীয় তথ্য শিবির ২০১১ উদ্বোধন করেন, এরপর কয়েকটি মূলকথা বলেন যেগুলো ঐ দিনের জন্য প্রযোজ্য:
• সংগঠন ও যন্ত্রপাতি ব্যতীত তথ্য অকেজো
• যন্ত্রপাতি সহজলভ্য হওয়া প্রয়োজন
• উন্মুক্ত তথ্য সংগঠন সৃষ্টি হওয়া দরকার

ডেভিড ইভস তার “উন্মুক্ত তথ্য ২০১১ রাষ্ট্র [6],” নামক ব্লগ পোস্টে পূর্ববর্তী বছরের সাফল্যের কথা বলেছেন:

[…] ২০১১ তে একটি বিষয় আশ্চর্যজনক যে, বিশ্বের উন্মুক্ত তথ্যের প্রবেশদ্বারে বিস্ফোরণ। আজ এখানে আরো যুক্ত হওয়ার সাথে সাথে ৫০টির বেশি সরকারের তালিকা দেয়া আছে। সবচেয়ে লক্ষণীয়, সম্ভবত কেনিয়ান উন্মুক্ত তথ্যের তালিকায় উন্মুক্ত তথ্য আন্দোলনের সর্বত্র ছড়িয়ে পড়া নিয়ে বলা আছে। […]

তিনি বর্তমান রাষ্ট্র ও উন্মুক্ত তথ্য আন্দোলনের চ্যালেঞ্জ নিয়েও লিখেছেন:

[…] ওয়ারসতে উন্মুক্ত তথ্য শিবিরে শত শত মানুষ দেখে আমি অভিভূত। এখানে অনেক পরিচিত মুখ দেখলে ভালো লাগবে, সমস্যা হল আমি অনেককেই চিনি। আমাদের এই আন্দোলনকে বাড়াতে হবে। ঝুঁকি হল, আমরা আত্মপ্রসাদে থাকব যে আমরা আন্দোলন উপভোগ করব যা আমরা সৃষ্টি করেছি এবং আরো গুরুত্বপূর্ণ, আমরা নিজেরাই এর মধ্যে থাকব। যদি তাই হয়, তাহলে আমরা বিপদে পড়ব। আমাদের সাফল্যের পরেও কিছু জটিল মনোভাব পূর্ণ মানুষ আছে যারা আমাদের চারপাশেই আছে। […]

ওপেন নলেজ ফাউন্ডেশন [7] ভিমেও ডট কমে এই উৎসবের অনেক ভিডিও প্রকাশ করছে।

আরো তথ্য এখানে [8] এবং টুইটারে [9] পাওয়া যাবে।