২০০৬ সালের ডিসেম্বরে কিউবার রাজধানী হাভানার সান অগাস্টিন অঞ্চলে একটি শতবর্ষী সেইবা গাছ কেটে ফেলা হয়েছিল। কিন্তু সেটি গাছের চেয়েও বেশি কিছু ছিল। এটি নগরের প্রতীক এবং এই ক্যারিবীয় দেশটির একটি দর্শনীয় বস্তু ছিল।
এই দুঃখজনক ঘটনাটি ২০০৭ সালের জানুয়ারিতে তরুণ কিউবানদের একটি অংশকে এল গার্ডাবস্কস (অরণ্য রক্ষক) নামে একটি সংগঠন গড়তে উদ্বুদ্ধ করেছে যার মূল লক্ষ্য “সবুজায়নের সুব্যবস্থা করা”।
এল গার্ডাবস্কস সেইবা গাছটির কর্তনের কথা জানিয়ে শত শত ইমেইল করেছে যার মধ্যে সরকারি প্রতিষ্ঠানও রয়েছে।
“অবিশ্বাস্য প্রতিক্রিয়া।” এই পরিবেশবাদী দলটির প্রতিষ্ঠাতা ইসাবেল ডায়াজ বলেন, “এবং এটা আমাদেরকে প্রথম ধাপ ডিজিটাল সংবাদবাহী পত্র (নিউজলেটার) সম্পাদনে অনুপ্রেরণা দিয়েছে।” এই দলটি “নগর পরিবেশের উপর পরিবেশবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদের জন্য” এখন বিনামূল্যে একটি ডিজিটাল সংবাদবাহী পত্র প্রকাশ করেছে।
এই প্রকল্পের সদস্যরা একটি সমাজ গড়তে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যমের ভূমিকা তুলে ধরেছেন। ইসাবেল ডায়াজের বক্তব্য অনুসারে, “নেটওয়ার্কগুলো আপনাকে বেসরকারি বা রাষ্ট্রীয় যে কোন প্রতিষ্ঠানের আইন লঙ্ঘন বা গুপ্ত অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যোগাযোগ চ্যানেল গড়তে সাহায্য করে।”
এভাবে এল গার্ডাবস্কস গঠিত হয়, যেখানে অপ্রাতিষ্ঠানিক প্রকৃতিপ্রেমীরা অন্তর্ভুক্ত:
A partir de un núcleo inicial de unas cinco personas, todas vecinos de San Agustín, se han ido sumando puntualmente personas y colectivos a este trabajo. Hay quienes han estado solo en la siembra de una postura y nunca más hemos coincidido, y están quienes han participado en casi todo lo que se hace.
এই কার্যক্রমের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় সর্বসাধারণের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ। এল গার্ডাবস্কসে অংশগ্রহণের জন্য বয়স, লিঙ্গ, ধর্ম, রাজনীতি বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে কোন বিধিনিষেধ নেই।
নদী, সাগর ও ভূমি সংস্কার এবং এর সাথে মূলত বৃক্ষ রোপণ ও পরিচর্যার উপর জোর দেয়ার জন্য পাঁচ বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেটে এই নিউজলেটার প্রশংসিত হচ্ছে।
বর্তমানে, এল গার্ডাবস্কসের একটি নিউজলেটার প্রায় ১০০০টি ইমেইল অ্যাড্রেসে পাঠানো হয়েছে। এর মধ্যে আটাত্তর শতাংশ হল কিউবার অভ্যন্তরীন নেটওয়ার্ক বিশেষ করে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইন্টারনেট ব্যবহারকারী। এই দলটি হারমানোস সেইজ সংগঠন কর্তৃক পরিচালিত “আমরা কিউবাকে নিয়ে ভাবি,” নামক সমিতির সাথে অংশ নিয়েছে।
২০০৯ সালের জুনে, এল গার্ডাবস্কস রেড প্রতাগনিকা অবজারভেতোরিও ক্রিতিকো [es] নামক একটি নেটওয়ার্কে এসেছে যেখানে যেখানে শৈশবকালীন বিষয়বস্তু, লিঙ্গ বৈষম্য, প্রতিযোগিতা, তথ্য ও সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কিত ডজনখানেক কর্মশালা রয়েছে। অংশগ্রহণকারীরা একটি নার্সারিতে একটি অ্যানাকাগুইতা বৃক্ষরোপণের মাধ্যমে তাদের চতুর্থ সমাবেশ করেন।
নিউজলেটারের ভাষ্য অনুযায়ী:
Trabajadoras del centro, encabezadas por su amable directora, niños de la comunidad, miembros de la Red Protagónica Observatorio Crítico, e invitados al evento decidimos colectivamente el mejor sitio para sembrar el arbolito, cavamos el hoyo, y sembramos y regamos la planta.
সান অগাস্টিনে সেইবা গাছটির ধ্বংস পারস্পরিক সমর্থক ও পরিবেশবাদীদের সমন্বয়ে এরকম একটি অসাধারণ নেটওয়ার্ক গঠনে উদ্বুদ্ধ করেছে। এল গার্ডাবস্কসও এর পরিবেশবাদী নেটওয়ার্কের সম্প্রসারণ করেছে এবং অন্য কর্মশালা বিনিময়ের জন্য জায়গা করে দিয়েছে।
1 টি মন্তব্য