এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
মিশরীয় ব্লগার মাইকেল নাবিল সানাদ, যে কিনা ২১৬ দিন ধরে কারাগারে বন্দী এবং ৭১ দিন ধরে অনশন পালন করছে, আজ সে সামরিক আদালতে তার বিচারের বিষয়টি প্রত্যাখান করেছে। মিশরের রাষ্ট্রপতি পদ থেকে হোসনি মুবারক-এর পদত্যাগ পরবর্তী সময়ে তাকে গ্রেফতার করা হয় এবং নিজের ব্লগে লেখা প্রকাশের দায়ে তাকে এপ্রিল মাসে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
তার বিরুদ্ধে সামরিক বাহিনীকে অপমান এবং ব্লগে ভূয়া তথ্য ও জন নিরাপত্তার জন্য ক্ষতিকর তথ্য প্রকাশ করার অভিযোগ করা হয়। গত মাসে সর্বোচ্চ সামরিক আপীল আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে, কিন্তু তারে তাকে আটকে রাখে, সে সময় সে অনশন ধর্মঘট শুরু করে, এই অবস্থায় কতৃপক্ষ তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়।
জেলখানায় ফিরে আসার পর সানাদ তার অনশন ধর্মঘট এবং সামরিক আদালতে নিজের বিচার ব্যবস্থার বিরোধীতা করা জারী রাখে, ব্লগার আলা আব্দে এল ফাত্তাহ তার মত একই অবস্থান গ্রহণ করে। ব্লগার ফাত্তাহকে সামরিক আইনজীবীর সামনে প্রশ্নোত্তরের প্রদান করতে অস্বীকার করার কারণে, সোমবার (৩০ অক্টোবর) তাকে সামরিক আদালত ১৫ দিনের জন্য কারাদণ্ড প্রদান করে। সে এই আদালতের বৈধতাকে চ্যালেঞ্জ করেছে।

সানাদের একটি স্টেনসিল বা ছাপচিত্র, যেখানে সে তার নিজের মুক্তির দাবী জানাচ্ছে, ছবি হোসাম এলহামালাওয়ি-এর।
সানাদের মামলার শুনানি ১৩ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে, যা সামাজিক প্রচার মাধ্যম সমূহে এক ক্ষোভের সঞ্চার করেছে। তার এক দল সমর্থক, যারা আদালতের বাইরে অবস্থান করছিল, তারা সামরিক আদালতের বিরুদ্ধে স্লোগান প্রদান করে।
টুইটারে সাংবাদিক এ্যাডাম মাকারি ঘোষণা প্রদান করে যে:
@এ্যাডামমাকারি: #তাজাসংবাদ:#১৩ নভেম্বর তারিখ পর্যন্ত #মাইকেলনাবিলের মামলার বিচার স্থগিত ঘোষণা করা হয়েছে। চার জন প্রত্যক্ষদর্শীকে সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হয়েছে#মিশর।
দি বিগ ফারাও ব্যাখ্যা করছে:
@দিবিগফারাও:আইনজীবীরা পরামর্শ প্রদান করেছে যে #মাইকেলনাবিল যেন তার এসসিএএফ (সামরিক শাসক পরিষদ) বিরোধী ব্লগ পোস্ট-এর জন্য ক্ষমা চায়। সে ক্ষমা চাইতে অস্বীকার করেছে এবং একই সাথে সামরিক আদালতের বৈধতা মেনে নিতে অস্বীকার করেছে।
মোনা সাইফ, জানুয়ারি থেকে সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচারের বিরোধীতা করে আসছে এবং মোনা, আব্দে আল ফাত্তাহ-এর বোন, সে লিখেছে [আরবী ভাষায়]:
مايكل نبيل في جلسة النهاردة،أصر على موقفه و طلب من محاميه الا يترافعوا،و منع المحامي المنتدب من المحكمة من التحدث باسمه. منتظرين حكم المحكمة
ফ্রি মাইকেল (মাইকেলকে মুক্ত কর) নামক টুইটার একাউন্ট এই বিবৃতিটি প্রদান করেছে, যা সানাদ লিখেছে এবং গতরাতে তা জেলখানা থেকে পাচার করা হয়:
@ফ্রিমাইকেল: #মাইকেলনাবিলের কাছ থেকে এক জরুরী বার্তা: আমি এখনো সামরিক আদালতের বিচার বয়কট করছি এবং তার ফলে যা ঘটবে আমি তা মেনে নিতে প্রস্তুত।
নিজস্ব ফেসবুকের পাতায় মাইকেল সানাদের সম্পূর্ণ যে বক্তব্য, উপস্থাপন করা হয়েছে, তা এখানে রয়েছে। এই বিবৃতিতে সে লিখেছে:
ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটেছে, গত বছর আমি বাধ্যতামূলক সামরিক বিভাগে কাজ করতে অস্বীকার করেছিলাম, আর এ বছর সামরিক আদালতের সামনে তার বৈধতা অস্বীকার করছি।
জনাব. কর্মকর্তা …… আমি আপনাকে জনাব কর্মকর্তা হিসেবে অভিহিত করেছি, একজন বিচারক হিসাবে নয়, কারণ একজন বিচারককে সর্বোতভাবে স্বাধীন চরিত্রের মানুষ হতে হবে, অন্যদিকে সামরিক কর্মকর্তারা, একদল হুকুম তামিল করা কর্মচারী, যার ফলে, আপনারা এক কর্মকর্তা, আপনার কোন বিচারক নন, আপনাদের নাম, উপাধি অথবা আপনাদের ভাবে বর্ণনা করা হোক না কেন।
সানাদ এর সাথে আরো বলেন :
আমি একজন সাধারণ নাগরিক, আমি যে কোন সামরিক অথবা অন্য যে কোন ভিন্ন অথবা, এমনকি যে আদালতের স্বাধীনতা নেই, সে রকম আদালতের সামনে নিজের বিচার গ্রহণ করতে অস্বীকার করছি। আমি নিজের বিশ্বাস অথবা আমার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করতে অস্বীকার করছি, কিংবা সে একই ফ্যাসিবাদী গোয়েন্দা সংস্থার সামনে সবকিছু মিটমাট করতে অস্বীকার করছি, যা মানুষের অধিকারকে সম্মান করে না।
সানাদ হচ্ছে সেই সমস্ত ১২,০০০ মিশরীয় নাগরিকদের মধ্যে অন্যতম, যাদের সামরিক আদালতে বিচার হচ্ছে। ২৫ জানুয়ারীর বিপ্লব শুরু হবার পর থেকে মুবারকের পতনের সময় পর্যন্ত যে সমস্ত বেসামরিক নাগরিকদের গ্রেফতার করা হয়, তাদের সামরিক আদালতে বিচার হচ্ছে।

সামরিক আদালতে বিচার হওয়া মাইকেল নাবিল-এর সমর্থকরা। ছবি এ্যাডাম মাকারির টুইটার একাউন্ট থেকে নেওয়া হয়েছে।
এই মামলার শুনানী স্থগিত হয়ে যাবার পর থেকে সাংবাদিক মোনা এল তাহওয়ায়ী টুইট করেছে:
@মোনাএলতাহওয়ায়ী: #এসসিএএফ (সামরিক শাসক পরিষদ) # মাইকেলনাবিলের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এর আর কোন উপসংহার নেই এবং ৭০ দিনের অনশন ধর্মঘটের পর, আবার এই মামলার শুনানি স্থগিত ঘোষণা করা হল। সে শীঘ্রই মারা যাবে।
সান্ড্রা ইয়াকুব এর সাথে যোগ করেছে:
@সান্ড্রাইয়াকুব: ইতিহাসে খুব কম লোক আছে, যারা ৭০ দিন পর্যন্ত না খেয়ে টিকে ছিল। তারা মাইকেল নাবিলকে খুন করতে যাচ্ছে#মাইকেলনাবিল#ফ্রিমাইকেল
আর মোহান্নাদ উপসংহার টেনেছে [আরবী ভাষায়]:
এই প্রবন্ধটি মিশর বিপ্লব ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।