চীনঃ স্থানীয় গুণ্ডা এবং পুলিশ কর্মকর্তা এক নারী একটিভিস্টকে প্রহার করেছে

টম লাসেটার, ওয়াং সুয়েঝেন–এর সাক্ষাৎকার গ্রহণ করেছে। ওয়াং-সুয়েঝেন এক নারী একটিভিস্ট। তিনি যখন চেন গুয়াংচেঙ্গ-এ ভ্রমণ করার চেষ্টা করছিলেন, তখন সেখানকার একদল গুণ্ডা তাকে প্রহার করে। এই গ্রামে তার উপর চালানো হামলার বিষয়ে তিনি যখন পুলিশের কাছে অভিযোগ করতে যান, তখন এক পুলিশ কর্মকর্তা তাকে আঘাত করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .