রাশিয়া/ভারতঃ এক প্যারাগ্লাইডার চালকের ভিডিও, হিমালয়ে যার উপর এক ঈগল হামলা চালিয়েছিল

১১ মিনিটের এক হেডক্যাম ভিডিও [রুশ ভাষায়], বা মাথায় ক্যামেরা দিয়ে তোলা ভিডিও, এমন একটি কাহিনি, যা শেষ পর্যন্ত একটি মানুষের প্রাণহানির মধ্যে দিয়ে শেষ হতে পারত। রাশিয়ার এক প্যারাগ্লাইডার চালক হিমালয়ে তার প্রথম উড্ডয়ন যাত্রার সময় তিনটি ঈগলের হামলার শিকার হয়। এর মধ্যে একটি তার প্যারাগ্লাইডারের তারে আটকে যায়। তবে এই ঘটনার পরেও মাটিতে অবতরণ করতে পারার জন্য চালকের দ্বিতীয় প্যারাসুটকে ধন্যবাদ-আর মাটিতে নেমে চালক ঈগলটিকে মুক্ত করে দেয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .