তুরস্ক: ভান নামক এলাকায় সংঘটিত ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাবার আশঙ্কা

তুরস্কের জন্য প্রার্থনা, টুইটার ব্যবহারকারী @এমবাহতোন্নো-এর পোস্টার

আজ ২৩শে অক্টোবর কয়েক ঘন্টা আগে তুরস্কের পূর্ব প্রান্তে ৭.২ মাত্রার এক প্রবল ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে প্রায় ১,০০০ জনের মত নাগরিকের নিহত হবার আশঙ্কা করা হচ্ছে। ইরানের সীমান্ত এলাকার কাছে ভান নামক পর্বতময় প্রদেশের এরসিসে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এটি, এই এলাকায় আঘাত হানা স্মরণকালের মধ্যে সবচেয়ে তীব্র ভূমিকম্প।

টুইটারে, নাগরিকরা তাদের প্রিয় মানুষদের অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছে এবং তারা মৃতের পরিমাণ সম্পর্কে ও এখানকার মানবিক অবস্থা এবং উদ্ধার প্রচেষ্টার বিষয়ে পরস্পরকে তাজা সংবাদ প্রদান করছে।

সেলিন, টেলিভিশনের সংবাদ চিত্র থেকে প্রাপ্ত ভানে আঘাত করা ভূমিকম্পের সরাসরি ছবি প্রদর্শন করেছেন:

@সেলিনটেলেক্ট: তুরস্কের #ভান-এ সংঘটিত #ভূমিকম্পের ছবি সরাসরি প্রদর্শন করছি।

ভদ্রমহিলা, এর পরবর্তী টুইট বার্তাগুলিতে বিপর্যয়ের আরো বিস্তারিত বিবরণ প্রদান করেছেন:


@সেলিনটেলেক্ট
:তুরস্কের সিএনএন টিভি চ্যানেল এখন ধ্বসে পড়া এক আটতলা বাড়ির ছবি সরাসরি প্রদর্শন করছে। ধারনা করা হচ্ছে এই বাড়ীর ধ্বংসস্তূপের নীচে ৫০ থেকে ৯০ জন ব্যক্তি চাপা পড়ে আছে # ভান

তিনি এর সাথে যোগ করেছেন:

@সেলিনটেলেক্ট: একজন পুরুষ তার হাঁটুতে মাথা রেখে কাঁদছে আর বলছে “আমার স্ত্রী আর চার মাসের শিশু এর মধ্যে আটকা পড়ে আছে”। #ভান

সেলিন আরো উল্লেখ করেন :


@সেলিনটেলেক্ট
: #ভানের স্থানীয় জনতা উদ্ধার তৎপরতায় নিজেদের সংগঠিত করেছে, ভূমিকম্পের শিকার ব্যক্তিদের ধ্বংসস্তুপে থেকে উদ্ধার করার জন্য কেউ কোদাল এবং কেউ কেউ খালি হাতে ধ্বংসাবশেষ অপসারণ করছে।

এখনো মৃতের তালিকা চুড়ান্ত করা হয়নি এবং তা ক্রমশ বাড়ছে।

@সেলিনটেলেক্ট: ভানের এরসিস জেলায় সংঘঠিত ৭.৩ মাত্রা এই ভূমিকম্পে এখন পর্যন্ত পাওয়া সংবাদ অনুসারে ১০ জন নিহত, ৬০ জন আহত হয়েছে।


@সেলিনটেলেক্ট
: #ভানের এরসিসি জেলার মোট ৮০ টি ভবন ধ্বসে পড়েছে, সেখানে মৃতের সংখ্যা দ্রুত বাড়ার যাবার সম্ভাবনা রয়েছে।

রুয়াদা মুস্তাফা বলছে যে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যেতে পারে।

@রুয়াদামুস্তাফা : ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে কিন্তু ধারনা করা হচ্ছে ১,০০০ জনের মত নাগরিক মারা গিয়ে থাকতে পারে। অনেকে ভবনের নীচে চাপা পড়ে আছে + অজস্র ব্যক্তি আহত হয়েছে#আর্থকোয়েক# টার্কি

সংবাদপত্র সমূহ এই সংখ্যা নিশ্চিত করেছে

তুরস্কের এসরা ডোগরামাচি ব্যাখ্যা করছে:

@এসরাডি: ভানের বেশীর ভাগ এলাকা ঠিক আছে, কিন্তু এখানকার সকল ফোন ব্যবস্থা অকার্যকর হয়ে আছে। এখানকার অল্প কয়েকটি ভবন ভেঙ্গে পড়েছে। এটা হচ্ছে এরসিসি জেলা, যার বেশীর ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এবং এর সাথে ভদ্রমহিলা যোগ করেছে:

@এসরাডি: তুরস্কের রেডক্রিসেন্ট ১১৬২ টি তাবু, ১০০০ হিটার এবং ৪২৫০ টি কম্বল, ৫০০ সাপ্লাই কিট [প্রয়োজনীয় উপাদান সামগ্রীভর্তি প্যাকেট] পাঠাচ্ছে।#ডিপ্রেম#ভান#আর্থকোয়েক

প্রাথমিক ক্ষয়ক্ষতির ধারনা হিসেব করে, ভদ্রমহিলা টুইট করেছে:

@এসরাডি: সংবাদে জানা গেছে এখানে ২৫ থেকে ৩০ টির মত ভবন ভেঙ্গে পড়েছে, যার মধ্যে একটি ছাত্রাবাসও রয়েছে #টার্কি #আর্থকোয়েক#ডিপ্রেম।

জেওয়াইজেটিটার্ক আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে :

@জেওয়াইজেটিটার্ক: দুর্ভাগ্যজনকভাবে #ভানে যথেষ্ট দল ছিল না, যারা নাগরিকদের ভবন থেকে বের করে আনতে পারে। যার ফলে সকলেই অন্য শহর থেকে সাহায্য আসার অপেক্ষায় থাকতে হয়েছে। #প্রেফরটার্কি।

ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের নাগরিকরা তাদের প্রিয়জনদের জন্য উদ্বেগ প্রকাশ করা শুরু করেছে.

এনপিআর-এর এন্ডি কারভিন টুইট করেছে :

@একারভিন:আমি ভানে বসবাস করা আমার বন্ধুদের জন্য উদ্বিগ্ন। আরটি@রিচার্ডএনগ্লেনবিসি। #টার্কি, শুনতে পেলাম দেশটির পূর্ব প্রান্তে অবস্থিত ভান নামক এলাকার কাছে অনেকে মারা গেছে। সম্ভবত শত শত নাগরিক মারা গেছে। এই এলাকার কোন ফোন কাজ করছে না।

ইউটিউবে অনুর১৩০১ নামক ব্যবহারকারী, ভানে ঠিক ভূমিকম্প আঘাত হানার সময়কার একটি ভিডিও প্রদর্শন করেছে।:

http://www.youtube.com/watch?v=9qWUTwerIfY

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .