ইয়েমেনঃ আজিজাহ আব্দে ওসমান, ইয়েমেনের প্রথম নারী শহীদ

এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

ইয়েমেনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর শাসকের নিপীড়ন চলছে। শনিবারে সানায় অনুষ্ঠিত গণতন্ত্রী-পন্থী বিক্ষোভে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল (১৬ অক্টোবর) সানা এবং তাইজে অনুষ্ঠিত একই ধরনের বিক্ষোভে হামলা চালান হয়, যার ফলে ১৪ জন বিক্ষোভকারী নিহত হয়। খালেদ হাম্মাদি এই সমস্ত খুনের বর্ণনা প্রদান করে টুইট করেছে:

@খালেদহাম্মাদি: #ইয়েমেন মৃতের সংখ্যা ১৪ জনে এসে দাড়িয়েছে: #সানায় সাত জন বিক্ষোভকারী, সেখানে বিপ্লবের সমর্থক ৭ সেনা এবং #তাইজে এক নারী বিক্ষোভকারী নিহত হয়েছে।

তাইজে একজন নারী বিক্ষোভকারী নিহত হবার ঘটনা ছিল টুইটারে অন্যতম এক তাজা সংবাদ। কারণ, আজিজাহ সম্ভবত দেশের স্বাধীনতার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অংশ নিতে গিয়ে শহীদ হওয়া প্রথম নারী।

@আলগুনেইদ: #ব্রেকিং, তাজা সংবাদ, # তাইজ থেকে ফোনে থেকে পাওয়া #তাজা সংবাদ। ওয়াদি মাদামে এক #নারী শহীদ হয়েছে।

@আলগুনেইদ: সালেহ-এর গুন্ডাদের গুলিতে এক #নারী শহীদ হয়েছে, চারজন আহত হয়েছে, এই ঘটনা ঘটেছে তাইজের পুরোনো এলাকায়#ইয়েমেন

@জামজোমসিএনএন: আতিয়াফ আলওয়াজির বলছে, এখন শঙ্কার বিষয় হচ্ছে দুর পাল্লার বন্দুকধারীদের গুলি বর্ষণ, আজ এক বন্দুকধারীর তাইজে এক নারীর উপর গুলি বর্ষণ করেছে, যার ফলে উক্ত নারীর মৃত্যু ঘটেছে- এই ধরনের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। #ইয়েমেন

@আলগুনেইদ: #তাইজের শহীদ #নারী আজিজাহ ওসমান আল –মোহাগেরি হচ্ছে দেশের প্রথম নারী, যিনি এক বিক্ষোভ প্রদর্শন কালে সালেহ এর গুণ্ডাদের গুলিতে নিহত হন।

@ইয়াসরাআলা: আজিজাহ ওসমানের উপর ধারন করা এই গ্রাফিক ভিডিও-তে দেখা যাচ্ছে যে,আজ #তাইজে দুরপাল্লার বন্দুকধারীদের তার মাথা লক্ষ্য করে গুলি করেছে ,http://youtu.be/E9vtnjSAJ3w, #ইয়েমেন, #ওয়াইএফ [ সতর্কতা; ফ্রিডমতাইজ এই গ্রাফিক ভিডিওটি পোস্ট করেছে, যে ভিডিওতে তাইজের প্রথম নারী শহীদ আজিজাহকে দেখা যাচ্ছে। আজিজাহ এক দূরপাল্লার বন্দুকধারীর গুলিতে নিহত হয়, যে তার মাথায় লক্ষ্য করে গুলি করে]

যদিও তাইজের আবাসিক এলাকায় সালেহ-এর সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং বোমা বর্ষণের ফলে অনেক নারী আহত এবং নিহত হয়েছে, তারপরেও যখন এক বিক্ষোভের সময় তাইজে এক দূরপাল্লার বন্দুকধারীদের গুলিতে এক নারীর নিহত হবার সংবাদ ছড়িয়ে পড়ে তখন সমগ্র ইয়েমেন সক্রিয় এবং ক্ষুব্ধ হয়ে ওঠে। সেই দিন সন্ধ্যায় তাইজে এক বিক্ষোভ প্রদর্শিত হয়।

@ইয়াসরাআলা: আজ #তাইজে বিক্ষোভ আরো তীব্র হয়েছে। http://youtu.be/cDbMYqaIJE8। বিক্ষোভকারীদের প্রতি সালেহ-এর অপরাধের নিন্দা জানাই। #ইয়েমেন#ওয়াইএফ

(এই ভিডিওটি পোস্ট করেছে: আহমেদ ২০১১২০১২১৯৯৪)

@আলগুনেইদ: দুর্দান্ত #তাইজের #নারীরা এখন সংখ্যায় বিশাল। ওয়াদি আল-মাদাম-এ …বিক্ষোভ চলছে, যেখানে সালেহ-এর গুণ্ডা বাহিনীর গুলিতে শহীদ আজিজাহ নিহত হয়েছে। #ইয়েমেন

@আলগুনেইদ: শোকার্ত, ক্ষুদ্ধ। #তাইজ #ওমেন, তাইজের যে সমস্ত নারীরা শহীদ আজিজাহকে হারিয়েছে তারা এই মাত্র আবার স্বাধীনতা স্কোয়ারে ফিরে এসেছে, অস্বাভাবিক দেরীতে এবং বৃষ্টির মাঝে। তারা সেখানে এসে দাঁড়িয়েছে, যেখানে আজিজাহকে খুন করা হয়েছে। #ইয়েমেন।

@আলগুনেইদ:
#এআই# এইচআরডাব্লিউ##এইচসিএই, সালেহ-এর ভাড়াটে গুণ্ডারা যে শান্তিপূর্ণ বিক্ষোভের উপর গুলি করছে, এই বিষয়ে আপনারা কি এর চেয়ে আর ভালো প্রমাণ চান? #তাইজ#ইয়েমেন ভিডিও ।

এই ভিডিওটি পোস্ট করেছে বাসেম তাইজ। এতে দেখা যাচ্ছে খুব কাছ থেকে একজন বন্দুকধারী এক বিক্ষোভকারীকে লক্ষ্য করে গুলি করছে:

জুনে রাষ্ট্রপতি প্রাসাদে এক হামলার সময় আলি আবদুল্লাহ সালেহ আঘাত পান। এই হামলা থেকে তিনি বেঁচে যান। তিন মাস সৌদি আরবে প্রাপ্ত আঘাত এবং পুড়ে যাওয়া অংশের চিকিৎসা করে দেশে ফিরে আসা উপলক্ষ্যে তিনি বলেন যে তিনি এক শান্তির কপোত এবং জলপাই নিয়ে শাখা নিয়ে এসেছেন। তারপরেও তার আগমনের পরে ১০০ জনের বেশী নাগরিক নিহত হয়েছে।

আজ ইয়েমেন কেউ নিরাপদ নয়, এমনকি নারীরাও সালেহ –এর বাহিনী,বন্দুকধারী, গুণ্ডাদের হামলা থেকে নিরাপদ নয়, যারা ঠাণ্ডা মাথায় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের খুন করে। আজিজাহ ওসমান সম্ভবত প্রথম নারী, যে কিনা এই বিপ্লবে নিহত হল, কিন্তু অনেকে আশঙ্কা করছে তিনি সম্ভবত শেষ নারী নন।

এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ-২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .