স্বাগত বিশ্ব!
আমাদের নিয়মিত মাসিক পডকাস্ট ছাড়াও, আমরা সম্প্রতি তিউনিশিয়ায় অনুষ্ঠিত তৃতীয় আরব ব্লগার সম্মেলনের উপর করা বিশেষ কিছু অডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আরব বিশ্বের প্রায় ১০০ জন ব্লগার ৩-৬ অক্টোবর তিউনিশিয়ার মিলিত হয়েছিল, এই সম্মেলনের উদ্যোক্তা ছিল গ্লোবাল ভয়েসেস, নাওয়াত এবং হাইনরিশ বোল ফাউন্ডেশন। মূলত নাগরিক প্রচার মাধ্যম, অনলাইন নিরাপত্তা, বিপ্লব পরবর্তী সংক্রান্ত চিন্তা, এবং অবশ্যই একে অন্যকে সামনাসামনি জানার সূযোগ তৈরির জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল, এ রকম একে অপরের মুখোমুখি হবার সূযোগ অনেকের জন্য ছিল এই প্রথম। এই দুটি পডকাস্টের ১২ টি সাক্ষাৎকারে ( দ্বিতীয় পর্ব যাচাই করুন) আপনারা অনলাইনের টর ব্যবহার কেন এক অনন্য বিষয়, ঐতিহাসিক প্রেক্ষাপটে বিপ্লব, আরব বিশ্বের আগামী নির্বাচন, চলচ্চিত্র নির্মাণ, ব্লগিং, আশা এবং এ রকম আরো অনেক বিষয় নিয়ে কিছু আলোচনা শুনতে পাবেন।
আরব ব্লগার সম্মেলন, ২০১১: প্রথম খণ্ড
স্বাভাবিকভাবে সম্মেলনে বড় অংশ জুড়ে আলোচনার বিষয় ছিল আরব গণজাগরণ । বৃহৎ এক শ্রোতার কাছে এই গণ জাগরনের ঘটনা বর্ণনা করার জন্য নাগরিক সাংবাদিকদের ভুমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি মিশরীয় ব্লগার এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখিকা লিলিয়ান ওয়াগডির সাথে আলোচনা করেছি কি ভাবে এর প্রাপ্ত সুবিধা, এই কঠিন কাজের চ্যালেঞ্জকে ছাপিয়ে যায়।
এই সম্মেলনে যোগ দেবার জন্য ব্লগাররা স্বল্প এবং অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। ইয়াজান বারদান একজন সিরীয় ব্লগার এবং গ্লোবাল ভয়েসেস-এর লেখক। সম্প্রতি তিনি জাপানে বসবাস করতে শুরু করেছেন। তিনি আমাদের জানাচ্ছেন অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই সম্মেলনে যোগ দেবার ক্ষেত্রে কোন বিষয়টি তাকে উৎসাহিত করেছে।
যদিও বিগত গণজাগরণ এই সম্মেলনের সব সময়ের জন্য এক আলোচিত বিষয় ছিল, কিন্তু এই বছর আরব ব্লগার সম্মেলন ছিল বিভিন্ন বিষয় সামনে নিয়ে আসার সম্মেলন। নাসের ওয়েড্ড্যডি মৌরিতানিয়ার এক ব্লগার এবং একই সাথে তিনি বোস্টন ভিত্তিক আমেরিকান ইসলামিক কংগ্রেস-এর দুর ভিত্তিক নাগরিক অধিকার –এর ডিরেক্টর।
সম্মেলনের বেশ কিছু আলোচনা এবং উপস্থাপনা চলতি ঘটনাবলীর উপর নজর প্রদান করেছে এবং একই সাথে এই বিষয়ে প্রশিক্ষণ এবং নতুন চিন্তা উপস্থাপন করা হয়েছে। মারেক টুসজেনাস্কি, ট্যাকটিকাল টেকনোলজি কালেকটিভের অন্যতম সহযোগী প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর, তিনি অনলাইন কার্যক্রমের উপর এক পরিষ্কার চিত্র উপস্থাপনা করেন।
এই সম্মেলনের অনেকে অংশগ্রহণকারী, এর আগের সব সম্মেলনেও অংশগ্রহণ করেছিল। জিলিয়ান সি ইয়র্ক, যিনি আন্তর্জাতিক স্বাধীন মত প্রকাশ বিষয়ক প্রতিষ্ঠান, যুক্তরাষ্টের ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন-এর ডিরেক্টর, (এবং একই সাথে গ্লোবাল ভয়েসেস এর লেখিকা এবং বোর্ড মেম্বার), আমরা তার অভিজ্ঞতা এবং ইএফএফ কেন আন্তর্জাতিক ভাবে মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে আগ্রহী সেই বিষয়ে কথা বলেছি।
জিলিয়ানের সাথে আমরা এই সম্মেলনে যোগদান করতে আসার ক্ষেত্রে ফিলিস্তিনি ব্লগারদের তিউনিশিয়া সরকার যে ভিসা দিতে অস্বীকার করেছে, তা নিয়ে আলোচনা করেছি। সেই সমস্ত ব্লগারদের বিকল্প পদ্ধতিতে যোগাযোগ করা হয়েছে এবং তাদের মিটিং-এ অর্ন্তভুক্ত করা হয়েছে। ফিলিস্তিনের এক ব্লগারের আদিবাস সেখানে, ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়ে আমি সেই সায়েদ কারজুন এর সাথে কথা বলেছি এবং সে বিষয়টিকে এই সম্মেলনে তুলে ধরার আশা রাখে।
তিউনিশিয়া অনুষ্ঠিত আরব ব্লগারদের মিটিং-এ মূল যে বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তা অনেক বেশী প্রাসঙ্গিক ছিল। তিউনিশিয়া একটি বিপ্লব প্রত্যক্ষ করেছে, যা এ অঞ্চলের অন্যদেরও অনুপ্রাণিত করেছে। মালেক খাদুরোউই, তিউনিশিয়ার ওয়েবসাইট নাওয়াত-এর অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর। এটি একটি স্বাধীন গ্রুপ ব্লগ। সারা আরবে ব্লগারদের নেটওয়ার্ক কিভাবে, আশা এবং বাস্তবসম্মত মুল্যবান উপদেশ প্রদান করে, সে বিষয়ে আমরা আলাপ করলাম।
এখানে অনেক অভিজ্ঞতা, বিনোদন এবং জ্ঞান লাভের বিষয় ঘটেছে এবং বিস্ময়কর কিছু মানুষ আরব ব্লগার সম্মেলনে এসেছিল। আমার পক্ষে গ্লোবাল ভয়েসেস পডকাস্টের একটি খণ্ডে তার সবগুলোকে অর্ন্তভুক্ত করে সম্ভব হয়নি। এর দ্বিতীয় পর্বে, আপনারা এ রকম দারুণ কিছু সাক্ষাৎকার শুনতে পাবেন।
সময় বের করে আমার সঙ্গে কথা বলার জন্য সকলকে ধন্যবাদ। এ রকম এক চমৎকার ফোরাম তৈরি করার জন্য সংগঠকদের ধন্যবাদ। আর এই বিশেষ সংখ্যার ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস-এর এই বিষয়ের উপর সঙ্গীত সৃষ্টির জন্য মার্ক কটনকে ধন্যবাদ।
Podcast: Play in new window | Download