স্বাগত বিশ্ব!
আমাদের নিয়মিত মাসিক পডকাস্ট ছাড়াও, আমরা সম্প্রতি তিউনিশিয়ায় অনুষ্ঠিত তৃতীয় আরব ব্লগার সম্মেলনের উপর করা বিশেষ কিছু অডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আরব বিশ্বের প্রায় ১০০ ব্লগার ৩-৬ অক্টোবর তিউনিশিয়ার মিলিত হয়েছিল, এই সম্মেলনের উদ্যোক্তা ছিল গ্লোবাল ভয়েসেস, নাওয়াত এবং হাইনেরিশ বোল ফাউন্ডেশন। মূলত নাগরিক প্রচার মাধ্যম, অনলাইন নিরাপত্তা, বিপ্লব পরবর্তী সংক্রান্ত চিন্তা, এবং অবশ্যই একে অন্যকে সামনাসামনি জানার সূযোগ তৈরির জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল, এ রকম একে অপরের মুখোমুখি হবার সূযোগ অনেকের জন্য ছিল এই প্রথম। এই দুটি পডকাস্টের ১২ টি সাক্ষাৎকারে (প্রথম পর্ব যাচাই করুন) আপনারা অনলাইনের টর ব্যবহার কেন এক অনন্য বিষয়, ঐতিহাসিক প্রেক্ষাপটে বিপ্লব, আরব বিশ্বের আগামী নির্বাচন, চলচ্চিত্র নির্মাণ, ব্লগিং, এবং আশা এবং এ রকম আরো অনেক বিষয় নিয়ে কিছু আলোচনা শুনতে পাবেন।
আরব ব্লগার সম্মেলন, ২০১১: দ্বিতীয় খণ্ড
মিশর, তিউনিশিয়া, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, বাহরাইন এবং অন্য দেশ গুলোর নাগরিকরা এক পরিবর্তিত সময় এবং গণ জাগরনের মধ্যে বাস করছে। যখন প্রতি মুহূর্তের অনুষ্ঠানের বিষয় তখন আমাদের অনলাইনের তথ্য দ্রুত এবং ভয়ানক গতিতে প্রকাশিত হচ্ছে, কিন্তু বিপ্লবের সময় আমরা তার উপাদানগুলোকে কিভাবে খুঁজে পাব।
জাইনেপ তুফেকচি, ইউনিভার্সিটি অফ নর্দান ক্যারোলাইনা চ্যাপেল হিলের এক সহকারী অধ্যাপিকা এবং তিনি হার্ভার্ডের বার্কম্যান সেন্টার ফর ইন্টারনেট এন্ড সোসাইটির একজন গবেষক। ভদ্রমহিলা এই সম্মেলনে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে বিপ্লবকে রাখার ক্ষেত্রে যে গুরুত্ব রয়েছে, সে বিষয়ে এক চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন।
ডিজিটাল সময়ে বিপ্লবের গল্প বলার জন্য ভিডিওর প্রয়োজন। ইউটিউবের খণ্ড ভিডিও শক্তিশালী দৃশ্য তুলে ধরার সুযোগ প্রদান করেছে, কিন্তু একই সাথে তা একটি বর্ণনা আরো পরিষ্কার ভাবে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেকজান্ডার স্যান্ডাল সুইজারল্যান্ডের একজন সাংবাদিক এবং জিরো সাইলেন্স (শূন্য সময়ের নিস্তব্ধতা) নামক এক তথ্যচিত্রের নির্মাতা। এটি যে সমস্ত তরুণ পরিবর্তনের জন্য ইন্টারনেট ব্যবহার করে তাদের উপর নির্মিত। আরব ব্লগার সম্মেলনের প্রথম দিনে এই তথ্যচিত্র প্রদর্শিত হয়।
আশেপাশের প্রায় সকল আরব দেশের ব্লগাররা এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, যাতে তারা নাগরিক প্রচার মাধ্যম এবং অনলাইন কার্যক্রম থেকে শিখতে পারে। ইরাকের রাজধানী বাগদাদের এক ব্লগার হায়দার হামজজ। তার অনলাইন কার্যক্রম এবং কি ভাবে তার ওয়েবসাইট ‘ইরাকি স্ট্রিট’ মূলধারার প্রচার মাধ্যমের মূল শিরোনামের বাইরে এক বিকল্প ইরাককে প্রদর্শন করে, আমরা সেই বিষয়ে তার সাথে আলাপ করেছি।
প্রতিবাদ এবং অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে পরিচয় প্রকাশ হয়ে যাওয়া এবং তার ফলে গ্রেফতার হওয়ার বিপদ অজস্র এবং কোন কোন ক্ষেত্রে তা বীভৎস আকার ধারন করে। এমন কিছু পদ্ধতি আছে যাতে নিরাপদে থাকা যায়, যা জনতা আইনে পরিণত করতে পারে এবং এছাড়াও কিছু সফটওয়্যার রয়েছ যা এই কাজে সাহায্য করতে পারে। রজার ডিঙ্গেলডাইন, এভাবে বেনামে রাখা, অথবা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা, এবং এ ধরনের জটিলতাকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য একটি প্রযুক্তি তৈরির বিষয়ে কাজ করেছে, যার নাম টর। এটা কি ভাবে কাজ করে, তিনি সে বিষয়ে কথা বলেন।
এই ছিল তৃতীয় আরব ব্লগার সম্মেলনে উপলক্ষে আমাদের এই বিশেষ সংখ্যার পডকাস্টের বিষয়সমূহ!
সময় বের করে আমার সঙ্গে কথা বলার জন্য সকলকে ধন্যবাদ। এ রকম এক চমৎকার ফোরাম তৈরি করার জন্য সংগঠকদের ধন্যবাদ। আর এই বিশেষ সংখ্যার ক্ষেত্রে গ্লোবাল ভয়েসেস-এর এই বিষয়ের উপর সঙ্গীত সৃষ্টির জন্য মার্ক কটনকে ধন্যবাদ।
Podcast: Play in new window | Download