এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
তাওয়াক্কল কারমান এক স্পষ্টভাষী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী। তাকে গার্ডিয়ান নামক পত্রিকা সালেহ-এর [ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহ] জন্য এক পথের কাঁটা হিসেবে বর্ণনা করেছে। আজ তাকে ইয়েমেনের প্রথম নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০০৭ সাল থেকে তিনি ইয়েমেনের এক লড়াকু এবং সাহসী যোদ্ধার অন্যতম উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছেন।
নীচের ভিডিও, যা “শৃঙ্খলা বিহীন নারী সাংবাদিক” নামক চ্যানেল পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে কারমানকে, যেখানে তিনি এক শান্তিপূর্ণ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। উক্ত মিছিলে সালেহ এবং ইয়েমেন বিপ্লবে হস্তক্ষেপ করার জন্য সৌদি আরবের নিন্দা জানানো হচ্ছে এবং প্রাক্তন রাষ্ট্রপতি ইব্রাহিম আলহামাদির শাসনকালের সময়কে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞা করেছে। আজ, (৭ অক্টোবর) ইয়েমেনী নাগরিকরা তাকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছে। আজকের দিনটিকে তারা “শহীদ ইব্রাহিম আলহামাদি দিবস নামে” অভিহিত করেছে। (ভিডিও পোস্ট করেছে: বেলাকুদ)।
তাওয়াক্কল কারমান, ইয়েমেনের নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে যে শান্তিপূর্ণ আন্দোলন তার নেতৃত্ব প্রদান করছেন। তিনি শাসককে ক্ষমতা থেকে অপসারিত করার জন্য আন্দোলনে সবাইকে সাহসী হতে উৎসাহিত করেছেন, যেমনটা তিনি সানার চেঞ্জ স্কোয়ারে মিছিলে নেতৃত্ব প্রদান করে প্রমাণ করছেন। “শৃঙ্খলা বিহীন নারী সাংবাদিক’ নামক চ্যানেলের ভিডিওতে যা প্রদর্শিত হয়েছে। নিঃসন্দেহে কেবল ইয়েমেনের নাগরিক নয়, তিনি সারা বিশ্বে নারী এবং পুরুষের অনেককে অনুপ্রাণিত করেছেন।
তাওয়াক্কল কারমানের নোবেল শান্তি পুরষ্কার প্রাপ্তিতে সারা টুইটার জগতে প্রতিক্রিয়া প্রদর্শিত হতে থাকে, এখানে তার কয়েকটি প্রদান করা হল।
ওহ খোদা! ইয়েমেনের একটিভিস্ট তাওয়াক্কল কারমান #নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। ভিভা (তার জয় হোক) #ইয়েমেন #ওয়াইএফ।
তিনি ইয়েমেনে নাগরিক এবং এক নারী আর তিনি তা অর্জন করে দেখিয়েছেন!#ইয়েমেন#নারী#তাওয়াক্কলকারমান#নোবেল
ইয়েমেনের নারীরা গর্বের এক বস্তু এবং তাদের এই গর্ব করার অধিকার রয়েছে! কিন্তু আজ বিশ্ব তাদের চিহ্নিত করল কেন ইয়েমেন তার নারীদের নিয়ে গর্ব করতে পারে# ইয়েমেন#তাওয়াক্কল#নোবেলপ্রাইজ।
টুইটারে #তাওয়াক্কলকারমান বিশ্বের এক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
ইয়েমেনের নারী একটিভিস্ট তাওয়াক্কল কারমান আজ শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেছে। এটা আসলে সালেহ-এর বিরুদ্ধে জয়, এটা ইয়েমেন এবং আরব নারীর ক্ষমতায়নের জয়।
#ইয়েমেনের জন্য এক শুভ শুক্রবার, #শান্তি এবং #নারী আর #আরব বসন্ত এবং #তাওয়াক্কলকারমান গণতন্ত্রের ক্ষেত্রে আমাদের অং সান সূচি।
২০০৭ সাল থেকে অন্যায় এবং দমনের বিরুদ্ধে #তাওয়াক্কলকারমান-এর ভূমিকার বিষয়টি স্মরণ রাখা দরকার।#সার্পোটইয়েমেন #ইয়েমেন
আফ্রাহ নাসের, ইয়েমেনের এক সাংবাদিক, যিনি মূলত শাসকদের কাছ থেকে হুমকি লাভের পর, এখন সুইডেনে বাস করেন, তিনি এই সংবাদে তার প্রতিক্রিয়া এই ভিডিওর মাধ্যমে ভ্লগ (ভিডিও ব্লগিং) করেছেনঃ
http://www.youtube.com/watch?v=1KThFDeVuMA&feature=player_embedded
একজন নারী এবং একজন ইয়েমেনী হিসেবে এবং তাওয়াক্কল কারমান এর জন্য গর্বিত। অভিনন্দন#ইয়েমেন#ওয়াইএফ।
তাওয়াক্কল কারমানের নিজের প্রতিক্রিয়া উদ্ধৃত করা হয়েছিল:
তাওয়াক্কল কারমান: এই পুরষ্কার প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত। এই পুরষ্কার ইয়েমেন বিপ্লবের তরুণ এবং ইয়েমেনের জনগণকে প্রদান করতে চাই।
তাওয়াক্কল: আমি #তিউনিশিয়া #মিশর #সিরিয়া এবং #লিবিয়ার সকল আরব বিপ্লবীর প্রতি এই পুরস্কার উৎসর্গ করলাম।
দুর্ভাগ্যজনক ভাবে প্রচার মাধ্যমে ইয়েমেনের পরিচয় কেবল সন্ত্রাস এবং সংঘর্ষের কারণে। তবে তাওয়াক্কল কারমান-এর শান্তি পুরষ্কার এবং ইয়েমেনের বর্তমান বিপ্লব দেশটির সাথে শান্তির বিষয়কে যুক্ত করছে, চিরতরে।
@ইয়েমেন_আপডেট টুইট করেছে:
তাওয়াক্কল-এর #নোবেল শান্তি পুরষ্কার পাওয়ার ঘটনাটি কিছুদিনের জন্য হলে সারা বিশ্বের সংবাদপত্রে শিরোনাম হয়ে থাকবে, এটা #ইয়েমেন বিষয়ক নেতিবাচক যে সব ধারনা তৈরি হয়, তা ভেঙ্গে ফেলবে।
এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ