এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ –এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।
আট মাসের এক শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্যে দিয়ে ইয়েমেন অনেককে উদ্দীপ্ত করেছে, তা কেবল আরবদের নয়, সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছ। যদিও ইয়েমেন আরব দেশের মধ্যে সবচেয়ে গরীব রাষ্ট্র, কিন্তু তারপরেও ইয়েমেনের পুরুষ এবং নারীরা এই বিপ্লবে অসীম সাহসিকতা, প্রতিরোধ এবং দৃঢ়তা প্রদর্শন করেছে, কিন্তু তাদের যে বিষয়টি বিশ্বকে উদ্দীপ্ত করেছে, সেটি হচ্ছে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ।
তাইজ নামক শহরটি প্রতিরোধের শহর হিসেবে পরিচিত, যা বিপ্লবের কেন্দ্রস্থল, আর এর ফলে শহরটি বিগত কয়েক মাস ধরে ক্রমাগত সরকারী রিপাবলিকান গার্ড বাহিনীর বোমা বর্ষণের শিকার হয়ে আসছে। উল্লেখ্য, রিপাবলিকান গার্ড বাহিনীর নেতৃত্বে রয়েছে রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ সালেহ-এর পুত্র আহমেদ।
নীচের এই ভিডিওটি প্রদর্শন করেছ যে, আগের দিন রাতে সালেহ-এর সেনাদের বোমা বর্ষণের শিকার তাইজের সাহসী নারীরা পরের দিন বৃষ্টির মধ্যে সালেহ এবং তার পরিবারের নিন্দা এবং বিচার দাবী করার জন্য এক শোভাযাত্রা বের করেছে। (ভিডিও পোস্ট করেছে: মোহাম্মদ নোওরারত১)
ইয়েমেনের বিপ্লবী নারীরা দেশটির পুরুষের সাথে সাথে ইয়েমেনের রাস্তায় অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিচ্ছে।
পরবর্তী এই ভিডিওটি প্রদর্শন করেছে যে, দাহমার-এর নারীরা সেনাদের উদ্দেশ্য স্লোগান দিচ্ছে যেন তারা সালেহ-এর নির্মম শাসন ব্যবস্থাকে রক্ষা করা থেকে বিরত থাকে এবং এই শাসক যে মৌলিক সেবা, যেমন বিদ্যুৎ এবং পানি সংযোগ বিচ্ছিন্ন করে গণহারে মানুষকে যে শাস্তি দিচ্ছে তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে, (ভিডিও পোস্ট করেছে: আলমেনিফি)।
রাজধানী সানাতে, ক্ষুব্ধ নারীরা ফতোয়ার বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য এক শোভাযাত্রায় অংশ নেয়। উক্ত ফতোয়ায় সালেহ-এর অনুগত ধর্মীয় নেতারা এই রকম বিক্ষোভের বিরুদ্ধে ফতোয়া জারী করে। যেমনটা: মিডিয়াসেন্টারসানার পোস্ট করা ভিডিওটি প্রদর্শন করেছে:
এই ভিডিওটি প্রদর্শন করেছে, ৪ অক্টোবর সানায় অনুষ্ঠিত এক শোভাযাত্রায় বিশাল সংখ্যক নারীদের উপস্থিতি ঘটেছে এবং তারা জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেছে। (ভিডিও পোস্ট করেছে: আলগেরশি২০১১):
http://www.youtube.com/watch?v=J4Fy9cbKwbs
ওই একই দিনে ইয়েমেন ইয়ুথ পপুলার রেভল্যুশন নামক প্রতিষ্ঠন-এর সংগঠক কমিটি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুনের কাছে এক জরুরী আবেদন জানায় এবং তার সাথে এক ভিডিও বিবৃতি প্রকাশ করে। এটি পাঠ করে এক সাহসী নারী, যে বিবৃতিতে তরুণদের দাবী বর্ণনা করা হয়।
http://www.youtube.com/watch?v=CYIeOVWNDZs
ইয়েমেন এবং তার বিপ্লবকে প্রায়শ প্রান্তিক অবস্থান থেকে দেখা হয়, যদিও দাবি আদায়ে তাদের শান্তিপ্রিয় মনোভাব অনেককে ক্রমাগত অনুপ্রাণিত করছে। আজ অন্যতম এক বিপ্লবী নেত্রী তাওয়াক্কল কারমান নোবেল শান্তি পুরস্কারের ভূষিত হলেন। নিশ্চিত ভাবে এটা আরব, ইয়েমেন, নারী, একটিভিস্ট, মুক্তিযোদ্ধা এবং সর্বোপরি ইয়েমেনের বিপ্লবী এবং শান্তিপূর্ণ বিপ্লবের জন্য এক বিজয় এবং সম্মানের বিষয়।
এ বিষয়ে আরো পড়তে পারেন:
গ্লোবাল ভয়েসেস অনলাইন, ৭ অক্টোবর ২০১১: ইয়েমেন: তাওয়াক্কল কারমানের পুরস্কার জয় উদযাপন।
গ্লোবাল ভয়েসেস অনলাইন, ৭ অক্টোবর ২০১১: ইয়েমেন: তাওয়াক্কল কারমানকে অভিনন্দন
এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ –এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ।