এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ
যখন এই বছরের ভুল প্রতীক্ষিত নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করে হয়, তখন সকল প্রান্ত থেকে অভিনন্দনের বার্তা ছুটে আসতে থাকে। লাইবেরিয়ার রাষ্ট্রপতি এলেন সিরলিফ এবং শান্তি কর্মী লেইমাহ গাবওয়োর সাথে যৌথ ভাবে ইয়েমেনের একটিভিস্ট তাওয়াক্কল কামরান শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে।
আরব বিশ্ব এক গর্বে আচ্ছন্ন, কারণ যেহেতু তার বৈপ্লবিক চেতনাকে শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এই পুরস্কার আরো মূল্যবান। যেহেতু তা নিজেদের সমাজের কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে এবং নারীদের ভুমিকা এবং ত্যাগের বিষয়টির এখানে মূল্যায়ন করা হয়েছে।
ইয়েমেনী ব্লগার আফ্রা নাসের উল্লসিত:
@আফ্রা নাসের: ইয়েমেনী নারীদের কখনো উপেক্ষা করবেন না!!!! কোনদিন না! এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও তাওয়াক্কল!
ওমেন ফ্রম ইয়েমেন নামক ইয়েমেনী টুইট করেছে:
@ওমেনফ্রমইয়েমেন: #তাওয়াক্কল সম্বন্ধে যে বিষয়টি স্মরণে রাখতে হবে যে ২০০৭ সাল থেকে তিনি অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে কথা বলে আসছেন। #সাপোর্টইয়েমেন#ইয়েমেন
এবং কাতারের রাজধানী দোহা থেকে আবদুলরহমান ওরসামে উল্লেখ করেন:
@আবদু: তাওয়াক্কল কারমানকে এই পুরষ্কার প্রদানের মানে, সৌদি/আমেরিকার সমর্থন পুষ্ট সালেহ এর বিরুদ্ধে চলমান বিপ্লবকে এক বিশাল প্রেরণা প্রদান করা।#ইয়েমেন#আরব
এবং তিনি এর সাথে যুক্ত করেছেন:
@আবদু: তাওয়াক্কল কারমান, ইয়েমেনের প্রথম সাংবাদিক অ্যাসোসিয়েশনের স্রষ্টা এবং ইয়েমেন বিপ্লবের প্রধান সংগঠক। #নোবেল#ইয়েমেন
সৌদি আরব থেকে ইব্রাহিম আল খাতানি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন [আরবী ভাষায়]:
#yemen قادت توكل كرمان اكثر من ٨٠ اعتصام سلمي في ٢٠٠٩ و ٢٠١٠ واليوم تفوز بنوبل للسلام.شفتو ان الإعتصامات السلميه اكثر سلميه من السكوت المؤقت
এবং স্যালি মেন্স, ইয়েমেনের রাষ্ট্রপতি আলি আবদুল্লাহ সালেহকে উপদেশ প্রদান করেছেন:
@এসনেইম্যালিস: যদি আমি সালেহ হতাম, তাহলে আমি #সানার রাস্তা থেকে সকল সেনা সরিয়ে নিতাম, যাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই শুক্রবারের #ইয়েমেন শোভাযাত্রায় তাওয়াক্কল কামরানের সঙ্গী হতে পারে
সর্বশেষ কিন্তু সবগুলোর মতই সমান গুরুত্বপূর্ণ এক সংবাদ প্রদান করা হচ্ছে। নুন আরাবিয়া ইয়েমেনের এক ব্লগার, যিনি অনেক ইয়েমেনী নাগরিকের আবেগের সারাংশ তৈরি করেছেন, তিনি লিখেছেন :
@নুনআরাবিয়া: ইয়েমেনের তাওয়াক্কল কারমান ২০১১ সালের নোবেল শান্তি পুরষ্কার লাভ করল। সকল #ইয়েমেনী নাগরিকের জন্য এটা একটা সম্মান এবং গর্বের বিষয়।#তাওয়াক্কল কারমান
টুইটে এই বিষয়টি জানা যাচ্ছে যে তাওয়াক্কল কারমানের টুইটারে উপস্থিতি রয়েছে। এখানে, আমরা তার নামে একটি সুরক্ষিত একটি একাউন্ট চিহ্নিত করতে পেরেছি।
এই প্রবন্ধটি ইয়েমেন বিক্ষোভ ২০১১ এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ