- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

আরব বিশ্ব: শান্তিতে ঘুমাও স্টিভ জবস

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও উ. আ., জর্ডান, মিশর, যুক্তরাষ্ট্র, স. আরব আমিরাত, সৌদি আরব, তাজা খবর, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রযুক্তি

অ্যাপল কোম্পানির ভবিষ্যদ্রষ্টা নেতা স্টিভ জবসের মৃত্যুতে আরব বিশ্ব শোক প্রকাশ করেছে। যখন নেট নাগরিকরা তার মৃত্যুর সংবাদে সকালে জেগে উঠে, তখন সামাজিক প্রচার মাধ্যমে তার প্রতি সবাই একের পর এক শ্রদ্ধা প্রদর্শন করতে থাকে।

সৌদি আরব থেকে আজিজ সাহলান টুইট করেছে [আরবী ভাষায়]:

شكراً ستيف، ماقدمتة لنا ليس منتجات ربحية، بل فرصة لتغير عالمنا #Stevejobs #StevejobsAR
@আজিজসাহলন [1]: স্টিভ আপনাকে ধন্যবাদ। যখন আপনি আমাদের জীবনকে বদলে ফেলার সূযোগ প্রদান করেছেন, মুনাফা ছাড়াই পণ্য প্রদানের মাধ্যমে।
শান্তিতে ঘুমাও স্টিভ জবস। [2]

শান্তিতে ঘুমাও স্টিভ জবস। ছবি ফ্লিকার ব্যবহারকারী নোপ্পিফোটো১-এর (সিসি বাই ২.০)

মিশরীয় নাগরিক আহমেদ নাগিব লিখেছেন:

@আহমেদনাগিব [3]: আজকে ইন্টারনেটের সবটা জুড়ে স্টিভ জবস। আর এতে প্রমাণ হয় #স্টিভ জবস কতটা প্রভাবশালী ছিলেন।

আর সাদেন ফাওয়াজ, যিনিও মিশরের নাগরিক, তিনি এর সাথে যোগ করেছেন:

@সাদেনফাওয়াজ [4]: “স্টিভ জবস এক অনাকাঙ্ক্ষিত সন্তান হিসেবে জন্মগ্রহণ করে, তাকে দত্তক সন্তান নেওয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটে, পড়া সমাপ্ত না করে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসেন, এরপর সে বিশ্বকে পাল্টে ফেলে। আপনার অজুহাত কি?”

সংযুক্ত আরব আমিরাত থেকে সালেহ আল বারিক লিখেছেন:

@ফেয়ারলেসদুবাই: [5] # আমাদের প্রজন্মকে স্বপ্ন ত্যাগ না করার প্রেরণা দেবার জন্য স্টিভ আপনাকে ধন্যবাদ। #আরআইপিস্টিভ

কিন্তু এতে যদি ধর্ম যুক্ত না করা হয়, তাহলে তা মধ্যপ্রাচ্য নয়।
মিশরীয় নাগরিক বাসেম সাবরী আমাদের জানাচ্ছে [আরবী ভাষায়]::

شخص شبه معروف على تويتر كتب تويت بيطالب المسلمين بعدم الحزن او الدعاء لستيف جوبز لأنه غير مسلم. المهم انه كتب تلك التويت من iphone…
@বাসেম_সাবরী [6]: মোটামুটি খ্যাত নামা একজন ব্যক্তি তার টুইটে আহ্বান জানিয়েছে যে মুসলমানেরা স্টিভ জবস-এর আত্মার শান্তির জন্য প্রার্থনা করা উচিত না, কারণ সে মুসলমান নয়। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, সে তার টুইটটি একটি আইফোন থেকে করেছে।

ডালিয়া ক্ষোভের সাথে বলছে :

@ডালুশ [7]: প্রিয় #সালাফি: যদি আপনি স্রষ্টার প্রতি ভালোবাসা থেকে স্টিভ জবসের মৃত্যুতে শোক প্রকাশের বিষয়ে ফতোয়া জারী করতে চান, তাহলে তা আইফোন থেকে করবেন না।#রিডিকুলাস।

জর্ডানের ব্লগার রোবা আল আসির জন্য এই মৃত্যু, অনেক বেশী ব্যক্তিগত। সে ব্লগ করেছে [8]:

কিছুক্ষন আগে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করে যে কোন সেলিব্রেটির মৃত্যুতে আমি কাঁদব কিনা। আমি বললাম, না আমি অবশ্যই কাঁদব না।
কিন্তু এই সপ্তাহে, আমি স্টিভ জবসের মৃত্যুর মত ভায়াবহ সংবাদ শুনে জেগে উঠলাম।
এবং আমি কেঁদে ফেললাম।
স্টিভ কোন সেলিব্রেটি ছিল না। সে ছিল এমন একজন মানুষ যে বিশ্বকে পাল্টে দিয়েছিল।
আমি কেবল একজন অসাধারণ মেধাবী মানুষের বিদায়ে কাঁদিনি, আমি মৃত্যুর জন্য কেঁদেছি, ক্যান্সারে একজনের মৃত্যুতে কেঁদেছি, লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর জন্য কেঁদেছি। তার বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। আমি মনে করি না আমার এখানে এই বিষয়টি উল্লেখ করার দরকার ছিল, কিন্তু তিন বছর আগে লিভার ক্যান্সারে আমরা আমাদের পিতাকে হারিয়েছি। এটা ছিল এক হঠাৎ করে আসা এক মৃত্যু। সে সময় আমার পিতার বয়স ছিল ৫৩ বছর। আরেকজন অসাধারণ, দয়ালু মানুষ, চিরতরে হারিয়ে গেল।

শান্তিতে ঘুমাও স্টিভ জবস।