স্বাগত বিশ্ব!
এই সংখ্যায় আপনারা শুনতে পাবেন আমাদের রাইজিং ভয়েসেস সম্প্রদায়ের অন্ধ ব্লগারদের কথা, কিভাবে গুয়াতেমালার নাগরিক সাংবাদিকরা নির্বাচন উপলক্ষে তাদের দক্ষতা বৃদ্ধি করেছে, আর ৩ থেকে ৬ অক্টোবর,২০১১-এ, তিউনিশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আরব ব্লগার সম্মেলনের যে পরিকল্পনা, তার এক পর্যালোচনা। গ্লোবাল ভয়েসেস এই সম্মেলনের অন্যতম এক আয়োজক।
ভজ হচ্ছে গুয়াতেমালার নাগরিক সাংবাদিকদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা প্রকল্প, এখানে ১৬ থেকে ২৪ বছরের নাগরিকরা সাংবাদিকতার প্রশিক্ষণ গ্রহণ করে। ভজ-এর কারা আন্দ্রাদে গুয়াতেমালার নির্বাচনের সংবাদ গ্রহণ এবং এক প্রশিক্ষণ কর্মশালা কি ভাবে নাগরিক যুক্ততার মাধ্যমে বিশাল নেটওয়ার্কের অংশে পরিণত হল; সেই বিষয়ে আমাদের ল্যাটিন আমেরিকার আঞ্চলিক সম্পাদিকা সিলভিয়া ভিনাসের সাথে কথা বলেছেন।
গ্রিসের অন্ধ ব্লগারদের ব্লগিং করা।
গ্রিসের থেসালোনিকার কাছে অবস্থিত অন্ধদের স্কুলের কাছে বাস করা এক সম্প্রদায়, একটি গ্রুপ ব্লগ খোলার এবং ব্লাইন্ড ডেট নামের ওয়েব রেডিও অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। এই প্রকল্প আমাদের রাইজিং ভয়েসেস-এর উদ্যোগের অনুদান প্রাপ্ত, আর এর অন্যতম এক স্থপতি এ্যালেক্সিয়া কালাইৎজ। অন্ধদের ব্লগিং করার যন্ত্র এবং ইউরোপের অর্থনৈতিক সমস্যা কি ভাবে অন্ধ এবং আংশিক দৃষ্টিসম্পন্ন নাগরিকদের উপর প্রভাব বিস্তার করছে, আমরা সে বিষয়ে এ্যালেক্সিয়ার সাথে আলাপচারিতা করেছি।
তিউনিশিয়ায় আরব ব্লগারদের সম্মেলন
৩ থেকে ৬ অক্টোবর ২০১১-এ, তিউনিশিয়ায় তৃতীয় আরব ব্লগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নাওয়াত এবং হেনিরশ বয়েল ফাউন্ডেশনের সাথে মিলে গ্লোবাল ভয়েসেস এই সম্মেলনের আয়োজন করেছে। আশেপাশের প্রায় সকল আরব দেশের ব্লগাররা ডিজিটাল কার্যক্রম এবং এর ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার জন্য একত্রিত হবে। ২০১০ সালে বৈরুতে অনুষ্ঠিত গত সম্মেলনের পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সৃষ্টি হওয়া গণ জাগরণে অনেক ব্লগার যোগাযোগের ক্ষেত্রে অন্যতম এক ভুমিকা পালন করেছে। আমাদের ম্যানেজিং এডিটর সোলানা লারসেন তিউনিশিয়ার এই সম্মেলনের পরিকল্পনা নিয়ে গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসির ডিরেক্টর সামি বেন ঘারবিয়ার সাথে কথা বলেছেন।
এই সম্মেলনের জন্য #এবি১১ নামক হ্যাশট্যাগ (সুপারিশকৃত) ব্যবহার করা হয়েছে এবং এর জন্য ওয়েবসাইট হচ্ছে আরবব্লগারস.কম।
শোনার জন্য ধন্যবাদ!
গ্লোবাল ভয়েসেস-এর আরেকটি পডকাস্টের এখানে পরিসমাপ্তি। আমরা আপনাদের মতামত জানতে আগ্রহী, কাজে আপনারা কি শুনতে চান, অথবা এই সম্প্রদায়ের এমন বিশেষ কিছু আপনারা জানতে চান কিনা, সে সম্বন্ধে জানান!
সঙ্গীতের কৃতিত্ব
পডকাস্টে আপনারা প্রচুর সুন্দর ক্রিয়েটিভ কমন্স সঙ্গীত শুনতে পারেন। আপনারা যাতে এই সব শিল্পীদের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারেন, তার জন্য এখানে কিছু লিঙ্ক প্রদান করা হল। রিটার্ন অফ আটলান্টিন্স লেমুরিয়া ক্যান্ডিডেট এর আবহ সঙ্গীতের জন্য অর্ব গেট্টাররকে ধন্যবাদ, স্পিরিচুয়াল হোমেজ এর জন্য মার্ক কটনকে , সুপারবাস ফিট. এনএস এর জন্য ফজ্জাদকে ধন্যবাদ! বেশীর ভাগ সঙ্গীত নেওয়া হয়েছে অপসাউন্ড.অর্গ, দি ফ্রি মিউজিক আর্কাইভ অথবা সরাসরি সঙ্গীত শিল্পীর কাছ থেকে। এর সাথে চমৎকার ভাবে উচ্চারিত ধারাবর্ণনা (ভয়েসওভার) প্রদানকারীদের ধন্যবাদ। তাদের বর্ণনা এবং এইসব ক্লিপ বা অডিও অংশ একসাথে পডকাস্টকে জোড়া দিতে সাহায্য করেছে।
Podcast: Play in new window | Download