ভিডিও: পানির বোতলের বাতি এবং পরিবেশ বান্ধব অন্য সব আবিস্কার

প্লাস্টিকের বোতল থেকে সৌর বিদ্যুতের বাতি এবং ওয়াটার হিটার, ফেলে দেওয়া আবর্জনা থেকে বাড়ি নির্মাণের উপাদান এবং প্লাস্টিক ব্যাগ ছাড়া কাজ চালিয়ে নেওয়া, এমন কয়েকটি প্রকল্পের অংশ, যার মাধ্যমে প্লাস্টিকের উপাদানের ব্যবহার কমিয়ে আনা, এবং এগুলোর পুনরায় ব্যবহার করা হচ্ছে। এটি কেবল নিছক মজা বা গ্রহণযোগ্য দামে জিনিষ পাওয়ার বিষয় নয়, একই সাথে সারা বিশ্বের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ।

Empty plastic water bottle

খালি এক প্লাস্টিকের পানির বোতল

পানির বোতল সিসিবাই হাউ ক্যান আই রিসাইকেল দিজ

আসুন প্রথমে আমরা শুরু করি আলফ্রেড মোসেরকে দিয়ে, পানি বোতলে সৌর বাতি তৈরির মত আবিষ্কারের পেছনে যার ক্ষুরধার মস্তিষ্ক কাজ করেছে। পেশায় কারিগর এই ব্যক্তিটি ২০০২ সালে ব্রাজিলের এক অন্ধকার মূহূর্তে (তখন বিদ্যুৎ ছিল না) তিনি তার কারখানা আলোকিত করার এক উপায় আবিষ্কার করেন এবং এর মাধ্যমে তিনি তার কাজ চালিয়ে যেতে সক্ষম হন। ২০০৮ সালের এই ভিডিওতে তিনি তার এই বাতি এবং তার নিজ সম্প্রদায়ে এর প্রভাবের বিষয়টি ব্যাখ্যা করেছেন:

http://youtu.be/_zMAWztZ6TI

ফিলিপাইনের আবর্জনার বাতি নামক প্রকল্প, ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির (MIT) এক ধারণা থেকে গ্রহণ করা হয়েছে এবং এখন এটি একটি শিল্পে পরিণত হয়েছে। এতে কেবল এই নতুন আলোতে বসবাসকারীরাই লাভবান হবে না, এর সাথে যে সমস্ত ব্যক্তিরা এই বাতি তৈরি করে এবং ঘরে ঘরে লাগায়, তাদের পরিবারও এতে লাভবান হবে।

এই বাতি বানানো এত সহজ যে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নীচের এই ভিডিও প্রদর্শন করেছে যে মেক্সিকো, হাইতি এবং চিলির এক দুর্গম এলাকার আদিবাসী সম্প্রদায় এই বাতি ব্যবহার করছে।

http://youtu.be/jAqYS3OIJFg

এছাড়াও ব্রাজিলে পানি গরম করার জন্য প্লাস্টিকের বোতল ব্যবহার করা হচ্ছে: এই পরবর্তী ভিডিওটি, ইউটিউব চ্যানেলের ইকো-আইডিয়ার বিভাগে প্রদর্শিত হয়েছে, যেখানে একটি অব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে সৌর শক্তি চালিত এক গরম পানির হিটার দেখানো হয়েছে:

http://youtu.be/ehDgXrpRlTU

এছাড়াও থাইল্যান্ড থেকে ইকো-আইডিয়ার [পরিবেশ বান্ধব] এই ভিডিওটিপাওয়া গেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবর্জনা থেকে একটা বাড়ি তৈরির উপকরণ তৈরি করছে:

http://youtu.be/xXDTLPGvlos

আপনি যদি রিসাইক্লিং- বা বাতিল উপাদান পুনরায় ব্যবহারের মাধ্যমে আপনার নিজের জীবনের মান উন্নয়নে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ফিনল্যান্ডের মহিলাদের মত রি পারপোজড অ্যালুমিনিয়ামের কফি ব্যাগ [ পুনরায় ব্যবহার উপযোগী] দিয়ে শপিং ব্যাগ তৈরি করার চেষ্টা করছেন না কেন?

http://youtu.be/OPnBaZHMEHw

অথবা ফেব্রিকের স্কোয়ার (কাপড়ের টুকরা) এবং নট (গিঁট) ব্যবহার করে কি ভাবে বিভিন্ন ধরনের ব্যাগ বানানো যায়, সেই প্রক্রিয়া শিখতে পারেন, জাপানে যা ফুরোশিকি নামে পরিচিত:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .